যেভাবে তৈরি করবেন রোমান্টিক সুন্দর প্রোফাইল পিকচার।

রোমান্টিক সুন্দর প্রোফাইল পিকচার


ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা টুইটারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে, প্রফেশনাল লুকের প্রোফাইল তৈরিতে প্রোফাইল পিকচারের ভূমিকা অপরিসীম। আর এজন্য অনেকেই ব্যবহার করছেন এডিট কৃত প্রোফাইল পিকচার। কিন্তু তার পরেও পারছেন না প্রফেশনাল লুকের প্রোফাইল তৈরী করতে। তাই আজ আমি আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি। যেভাবে একটি মোবাইল অ্যাপের মাধ্যমে তৈরি করবেন রোমান্টিক সুন্দর প্রোফাইল পিকচার। যা দেখতে বাকি সব মানুষের প্রোফাইল পিকচার থেকে ব্যতিক্রম। তাহলে চলুন! আজকের আর্টিকেলটি শুরু করা যাক। তার পূর্বে আপনাদের জানিয়ে রাখি যে, আজকের শেয়ারকৃত অ্যাপসটির নাম: Profile Picture Border Frame.

Profile Picture Border Frame কি?
এটি একটি ফটো এডিতিং টুলস। যার সহযোগিতায় সাধারণ গ্রাহক ফেসবুকে ইসলামিক প্রোফাইল পিকচার বা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে রোমান্টিক সুন্দর প্রোফাইল পিকচার এডিট করে পাবলিশ করতে পারেন। এর ফলে কাঙ্খিত সোশ্যাল নেটওয়ার্কে অধিক পরিমাণে এনগেজমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে।

যেভাবে ব্যবহার করবেন Profile Picture Border Frame অ্যাপস:
প্রথমে আপনার ফোনের অপারেটিং সিস্টেম অনুযায়ী, অ্যাপ স্টোর অথবা প্লে স্টোর থেকে অ্যাপসটিকে ডাউনলোড করুন। এরপর অ্যাপস টি ওপেন করে আ্যারো (→) বাটনে ক্লিক করে অ্যাপসটি ব্যবহার করুন।



Profile Picture Border Frame এর সুবিধাসমূহ:
• অ্যাপসটির ভেতর থাকা ফ্রেম ব্যবহার করে আপনার ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এবং টিকটক একাউন্ট এর জন্য আকর্ষণীয় প্রোফাইল পিকচার ফ্রিতে তৈরি করতে পারেন।

• প্রত্যেকটি প্রোফাইল পিকচার তৈরি করার সময় Preview করে দেখতে পারেন সুবিধা রয়েছে। এর ফলে আপনি জানতে পারবেন, আপনার তৈরীকৃত প্রোফাইল পিকচারটি কাঙ্খিত সোশ্যাল নেটওয়ার্কে দেখতে ঠিক কেমন লাগবে।

• মাত্র কয়েক ক্লিকের ব্যবধানে, অ্যাপে থাকা টুলস ব্যবহার করে তৈরি করতে পারবেন ফেসবুকে ইসলামিক প্রোফাইল পিকচার বা রোমান্টিক সুন্দর প্রোফাইল পিকচার

• বিভিন্ন ক্যাটাগরির মধ্য থেকে আপনার পছন্দকৃত ক্যাটাগরি সিলেক্ট করে তৈরি করতে পারবেন রোমান্টিক সুন্দর প্রোফাইল পিকচার

• ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে অন্যদের থেকে ব্যতিক্রমভাবে প্রোফাইল পিকচার তৈরি করার ক্ষেত্রে অ্যাপস টি তে রয়েছে “✔️Badge/ব্যাজ” এর একটি ক্যাটাগরি। যার মাধ্যমে আপনার একাউন্ট হুবহু ভেরিফাইড একাউন্ট এর মত দেখতে লাগে।

• তৈরিকৃত প্রোফাইল পিকচার সরাসরি সকল সোশ্যাল নেটওয়ার্কে আপলোড এর সুবিধা।

• ইন্টারনেটে ঘটে যাওয়া সাম্প্রতিক সময়ের সঙ্গে মিল রেখে অ্যাপস টি তে রয়েছে আলাদা একটি সেগমেন্ট। যার মাধ্যমে আপনি ও ট্রেন্ডিং দুনিয়াতে পা আঁকতে পারেন।

• তৈরিকৃত সকল প্রোফাইল পিকচার গুলো একসাথে দেখার সুবিধা।

Profile Picture Border Frame এর খারাপ দিক:
• সর্বনিম্ন অ্যান্ড্রয়েড এর ক্ষেত্রে ললিপপ এর (5.0) নিচের ভার্সনে অ্যাপসটি রান হবে না।

• অ্যাপের মধ্যে থাকা সকল ফিচার ব্যবহার করতে, ব্যবহারকারীকে প্রিমিয়াম সাবস্ক্রিপশন ক্রয় করতে হবে।



• এডিটকৃত প্রোফাইল পিকচারগুলো পরবর্তী সময়ে রিকভার করার সুযোগ নেই।

Profile Picture Border Frame অ্যাপ এর সাবস্ক্রিপশন:
বর্তমানে এক বছরের জন্য অ্যাপসটি প্রিমিয়াম ভার্সনে ব্যবহার করতে, গ্রাহককে গুনতে হবে প্রায় সাড়ে 300 টাকার মতো। যা পেমেন্ট করা যাবে ইন্টারন্যাশনাল সকল কার্ডের মাধ্যমে।

[ অ্যাপসটির প্রিমিয়াম ভার্সন ফ্রীতে ব্যবহার করার জন্য, গুগল থেকে MOD ভার্সনটি ডাউনলোড করুন। নিয়ম-নীতিমালার কারণে এই আর্টিকেলে MOD ভার্সনটিকে দিতে না পারার জন্য, আন্তরিক ভাবে দুঃখিত। ]

Profile Picture Border Frame অ্যাপ এর ডিজাইন:
অ্যাপসটির ডিজাইন একদম সাদামাটা। এতে ব্যবহার করা হয়েছে লাইট থিম এবং কালারফুল গ্রেডিয়েন্ট। যা দেখতে খুবই সুন্দর। তবে ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয়, অ্যাপসটিতে যদি ডার্ক থিম ব্যবহার করা হতো তাহলে আরো জমতো। এছাড়াও অ্যাপসটির প্রত্যেকটা ক্যাটাগরি বা ফ্রেম গুলো খুবই গোছানো।

Profile Picture Border Frame অ্যাপ এর রেটিং এবং রিভিউ:
অ্যাপসটি একটি ফটো এডিটিং টুলস হিসেবে এর রেটিং এবং রিভিউ বেশ ভালো। যথাক্রমে প্লে স্টোরে 4.2/5 এবং অ্যাপ স্টোরে 4.7/5 রেটিং রয়েছে। পাশাপাশি অ্যাপ স্টোর এবং প্লে স্টোর জুড়ে এর রিভিউ সংখ্যা প্রায় 20 হাজারের মতো। ওহ্ হ্যা! অ্যাপসটির টোটাল ইউজার সংখ্যা প্রায় দেড় মিলিয়ন এর অধিক।

যেভাবে ডাউনলোড করবেন Profile Picture Border Frame অ্যাপ:
নিচের দুটি লিংক ভিজিট করুন, আপনার ফোনের অপারেটিং সিস্টেম অনুযায়ী।

প্লে স্টোর (অ্যান্ড্রয়েড)



শেষ কথা:
আপনি যদি ফেসবুকে ইসলামিক প্রোফাইল পিকচার বা রোমান্টিক সুন্দর প্রোফাইল পিকচার তৈরি করে সবার থেকে সোশ্যাল নেটওয়ার্কে ব্যতিক্রম হতে চান। এক্ষেত্রে অবশ্যই ব্যবহার করুন, আজকের এই আর্টিকেলে শেয়ারকৃত মোবাইল অ্যাপস টি। কারণ, এই অ্যাপসটি অন্য সব ফটো এডিটিং অ্যাপ এর তুলনায় অনেক দ্রুত রোমান্টিক সুন্দর প্রোফাইল পিকচার তৈরি করতে সক্ষম। ধন্যবাদ
নবীনতর পূর্বতন