একসাথে নিয়ে নিন হাজারের বেশি লাইট্রুম প্রিসেট | preset for lightroom free download

preset for lightroom free download

নির্দিষ্ট ছবিকে কয়েকগুণ সুন্দর করতে এডিট এর জুড়ি নেই। এডিটের জন্য বর্তমান সময়ে রয়েছে স্মার্টফোন ভিত্তিক বিভিন্ন অ্যাপস। এরমধ্যে এডোবি লাইট্রুম অন্যতম। দ্রুত সময়ের ব্যবধানে নির্দিষ্ট ছবিকে এডিট করার জন্য প্রয়োজন পড়ে প্রিসেট এর। কিন্তু প্রিসেট খুঁজতে গিয়ে অনেকেই পড়েন জটিলতায়। কারণ, বর্তমানে এই প্রিসেট কে কেন্দ্র করে গড়ে উঠেছে অনলাইনে কনটেন্ট ক্রিয়েটরদের রমরমা ব্যবসা। ব্যবসার মাধ্যম হিসেবে কনটেন্ট ক্রিয়েটররা ব্যবহার করছেন ইউটিউব, ওয়েবসাইট এবং টেলিগ্রাম চ্যানেল সহ আরো বেশ কিছু প্ল্যাটফর্ম। এই বিষয়টিকে মাথায় রেখে আজকের এই আর্টিকেলটি আপনাদের জন্য সাজানো হয়েছে। যেখানে আপনারা খুব সহজেই preset for lightroom free download করতে পারবেন, শুধুমাত্র একটি অ্যাপের মাধ্যমে। অ্যাপসটির নাম: Koloro

Koloro App কি?

এটি অ্যান্ড্রয়েডের জনপ্রিয় একটি ফ্রিতে প্রিসেট ডাউনলোড এবং ব্যবহার করার অ্যাপস। যা ব্যবহারকারীদের 1000 এর উপরে প্রিসেট ডাউনলোড করতে দেয়। একই সাথে ফিল্টার, ভিন্টেজ ইফেক্ট দেয়ার পাশাপাশি ভিডিও এডিটিং করার সুবিধা রয়েছে। এছাড়াও এতে রয়েছে টুকিটাকি আরো অনেক ফিচার। যেগুলো ব্যবহারের মাধ্যমে একটি সাদামাটা ছবিও হয়ে উঠতে পারে আকর্ষণীয়।

যেভাবে ব্যবহার করবেন Koloro App:

অ্যাপসটি ব্যবহার করা অনেকটাই ইজি। কারণ, অ্যাপসটি ব্যবহার করতে কোন প্রকার একাউন্ট এর প্রয়োজন পড়ে না। শুধুমাত্র আপনার অপারেটিং সিস্টেম অনুযায়ী, নির্দিষ্ট প্ল্যাটফর্ম থেকে ডাউনলোড করলেই।

আরো পড়ুন: টিক টক বানানোর সেরা অ্যাপস কে দেখে আসুন।

যেভাবে প্রিসেট ব্যবহার বা ডাউনলোড করবেন: (preset for lightroom free download)

অ্যাপসটির ভিতর টিউটিরিয়াল আকারে সবকিছু বোঝানো হয়েছে। টিউটোরিয়াল দেখার জন্য প্রথমে অ্যাপস টি ওপেন করুন। এরপর সেটিং আইকনে ক্লিক করে “Tutorial” বাটন সিলেক্ট করুন। তারপর দেখতে পাবেন প্রিসেট কিভাবে ব্যবহার করবেন বা কিভাবে ডাউনলোড করবেন ইত্যাদি ইত্যাদি।

Koloro App এর সুবিধা সমূহ বা বৈশিষ্ট্য:

• এক হাজারের উপরে প্রিসেট এবং ওভারলে ব্যবহার করার সুবিধা। যেগুলো ফটো এবং ভিডিও তে ব্যবহার করা সম্ভব।

• ইডিটকৃত ছবি এবং ভিডিও এক ক্লিকের মাধ্যমে, পরবর্তী ছবি বা ভিডিও তে এপ্লাই এর জন্য কিউ আর কোড এর ব্যবস্থা রয়েছে। যা স্কানের মাধ্যমে এডিট করা যায়। সোজা বাংলায় বললে: ব্যাপারটি ঠিক! কপি পেস্টের মত।

• 20টিরও অধিক টুলস ব্যবহারের মাধ্যমে ছবি বা ভিডিও এডিট করার সুবিধা। টুলস গুলোর মধ্যে রয়েছে HSL, split tone, Glow, curve সহ আরো অনেক।

• অ্যাপের মধ্যে থাকা প্রত্যেকটি DNG প্রিসেট এক ক্লিকে লাইট্রুম এ নিয়ে যাওয়ার সুবিধা। যার ফলে এডিটিং এর সময় অনেকটা বাঁচে।

• টিকটক ব্যবহারকারীদের জন্য আলাদাভাবে রয়েছে। ভিডিওতে এপ্লাই করার মত LOMO, retro, vintage, trendy, indie, filter, VHS, dazz, cam, film সহ অসংখ্য প্রিসেট।

• অ্যাপের মধ্যে বসেই ছবি তোলা কিংবা ভিডিও করার সুবিধা। এর ফলে তাৎক্ষণিকভাবে এডিটের জন্য অন্য কোন অ্যাপসে প্রবেশ করার প্রয়োজন নেই। এছাড়াও বিগত সময়ে এডিট করা সকল প্রজেক্ট দেখতে পারার সুবিধাসহ রয়েছে অ্যাপসটিতে আরো অনেক প্রয়োজনীয় ফিচার। যেগুলো আপনার ফটো বা ভিডিও তে ইমপ্লিমেন্ট এর মাধ্যমে আরো চমকপ্রদ করতে পারেন।

Koloro App এর খারাপ দিক:

ব্যক্তিগতভাবে অ্যাপসটি আমি বেশ কয়েক মাস যাবত ব্যবহার করে আসছি। দুর্ভাগ্যবশত আমার চোখে এখনো পর্যন্ত, কোন সমস্যা ধরা পড়েনি। তবে প্লেস্টোর এবং অ্যাপ স্টোর এর রিভিউ পড়লে দেখা যায় যে, অনেকেই অ্যাপসটির প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিয়ে কথা বলেছে।

Koloro App এর সাবস্ক্রিপশন:

অ্যাপসটি সম্পূর্ণরূপে ব্যবহার করতে হলে, আপনাকে অবশ্যই প্রিমিয়াম সাবস্ক্রিপশনের আওতাভুক্ত হতে হবে। কিন্তু প্রিমিয়াম সাবস্ক্রিপশন বেশ ব্যয়বহুল। তাই আমার সাজেস্ট থাকবে, আপনারা গুগল থেকে Koloro Mod Apk টি ডাউনলোড করে ব্যবহার করুন।

আরো পড়ুন: সকল ভিডিও এডিটর অ্যাপের মধ্যে এটা সবার সেরা।

[Koloro Mod Apk টি নিয়ম-নীতিমালার কারণে, এই পোস্টে উল্লেখ না করতে পারার জন্য আন্তরিক ভাবে দুঃখিত।]

Koloro App এর ডিজাইন:

ডিজাইন নিয়ে বাড়িয়ে বলার মত কিছুই নেই। আপনারা হয়তো ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে, অ্যাপসটির ডিজাইন ঠিক কতটা সুন্দর হতে পারে। কারণ, যেখানে অ্যাপসটি সাধারণ ব্যবহারকারীদের সৌন্দর্য বৃদ্ধিতে কাজ করে, সেখানে অ্যাপসটির ডিজাইন সুন্দর হবে এটাই স্বাভাবিক। এরপরও আমি আপনাদের একটু আভাস দিয়ে রাখে যে, অ্যাপসটির ডিজাইন বেশ গোছানো এবং মিনিমালিস্টিক। একই সাথে অ্যাপসটির ডার্ক থিম এবং কালার গ্রেডিয়েন্ট এ যুক্ত রয়েছে। যা দেখতে পুরাই আগুন!

Koloro App এর রেটিং এবং রিভিউ:

রেটিং এবং রিভিউ এর দিক দিয়ে অ্যাপসটি বেশ আগানো। কারণ, প্লে স্টোর থেকে ইতিমধ্যে অ্যাপসটি 10 মিলিয়ন এর অধিক বার ডাউনলোড করা হয়েছে। যেখানে 4.4/5 রেটিং রয়েছে। পাশাপাশি অ্যাপ স্টোরেও 4.4/5 রেটিং সহ দুটি প্লাটফর্মে প্রায় দেড় লাখের মত রিভিউ রয়েছে।

যেভাবে ডাউনলোড করবেন Koloro App:

সম্পূর্ণ ফ্রি-তে প্রিসেট ডাউনলোড করার ক্ষেত্রে Koloro App এর জুড়ি নেই। তাই অ্যাপসটিকে নিচের লিঙ্ক দুটি থেকে ডাউনলোড করে নিন।

প্লে স্টোর (অ্যান্ড্রয়েড)

অ্যাপ স্টোর (আইওএস)

আরো পড়ুন: ছবি তোলার পোজ খুঁজে না পেলে এটি ব্যবহার করুন।

শেষ কথা:

আপনি হয়তো গুগল এ preset for lightroom free download লিখে অথবা অন্য কোনো সোশ্যাল নেটওয়ার্ক থেকে এই পোস্টে এসে পড়েছেন। শুধুমাত্র ফ্রিতে প্রিসেট ডাউনলোড করার জন্য। তাই আমি নিশ্চিন্তে বলতে পারি যে, আপনি এডোবি লাইট্রুম ব্যবহার করেন। আর এর জন্যই হয়তো, আপনি গুগল এ preset for lightroom free download লিখে সার্চ দিয়েছেন। তবে এখন থেকে আপনার আর কষ্ট করে ছবি এডিটের পূর্বে, প্রতিনিয়ত preset for lightroom free download লিখতে হবে না আশা করছি। ঠিক কি কারণে লিখতে হবে না, তা হয়তো আপনারা ইতিমধ্যে এই আর্টিকেলটি পড়ে জানতে পেরেছেন। ধন্যবাদ

নবীনতর পূর্বতন