যেভাবে হাই রেজুলেশনের ছেলেদের প্রোফাইল পিকচার ডাউনলোড করবেন।

ছেলেদের প্রোফাইল পিকচার ডাউনলোড

বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম গুলো দিনদিন সাইবার বুলিং এর কারণে, ভয়ঙ্কর রূপ নিচ্ছে। এ থেকে বাঁচতে অনেকই ব্যবহার করছেন না প্রোফাইল পিকচার সহ পোস্টে ব্যক্তিগত ছবি। সোশ্যাল এক্সপার্ট দের মতে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বুলিং এর শিকার না হতে চাইলে, অবশ্যই প্রফাইল পিকচার এবং পোস্টে ছবি ব্যবহার না করার পরামর্শ দিয়ে থাকেন। কিন্তু সোশ্যাল এক্সপার্ট দের নিয়ম মেনে চলতে গিয়ে, ছবি খোঁজার সময় অনেকেই পড়েছেন গোলকধাঁধায়। এর অবশ্য কারণও রয়েছে। যেমন: সঠিক ছবি খুঁজে না পাওয়া, ছবির কোয়ালিটি একদমই নাজেহাল বা কপিরাইট মুক্ত নয়। যার ফলস্বরুপ অনেক সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা দিতে পারছেন না, প্রোফাইল পিকচার কিংবা পোস্ট। আপনি জেনে খুশি হবেন যে, আজকের আর্টিকেলে আপনাদের মাঝে আমরা জানাতে চলেছি। যেভাবে একটি অ্যাপ এর সহযোগিতায়, হাই রেজুলেশনের মেয়ে বা ছেলেদের প্রোফাইল পিকচার ডাউনলোড করবেন। পাশাপাশি সকল সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য স্টোরি, পোস্ট এবং কভার 
ফটো ডাউনলোড করার সুযোগ তো থাকছেই।
আজকে শেয়ারকৃত মোবাইল অ্যাপস এর নাম: Pixabay

Pixabay কি?
এটি মূলত বিনামূল্যে ছবি, ভিডিও, মিউজিক এবং ভেক্টর ডাউনলোড করার ওয়েবসাইট। যা বর্তমানে অ্যাপ আকারে পাওয়া যায়। ব্যবহারকারীরা এখান থেকে বিনামূল্যে ২৫ লাখের বেশি হাই রেজুলেশনের মেয়ে অথবা ছেলেদের প্রোফাইল পিকচার ডাউনলোড করতে পারেন।



যেভাবে ব্যবহার করবেন Pixabay App:
অ্যাপসটি ব্যবহার করার জন্য, সবার প্রথমে আপনার ফোনের অপারেটিং সিস্টেম অনুযায়ী প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে অ্যাপস টি কে ডাউনলোড করুন এবং ব্যবহার করা শুরু করুন। অ্যাপসটি ব্যবহার করার জন্য আলাদা একাউন্ট খোলার প্রয়োজন নেই। তবে প্রত্যেকবার এপসটি থেকে কনটেন্ট ডাউনলোড করার আগে, আপনাকে অবশ্যই ক্যাপচা ফিলাপ করতে হবে। আর যদি আপনার একাউন্ট থাকে এক্ষেত্রে ক্যাপচা ফিলাপ করার প্রয়োজন নেই।

[ অ্যাপটিতে একাউন্ট খোলা একদমই সহজ। শুধুমাত্র নাম, পাসওয়ার্ড এবং ইমেইল এড্রেস দিয়ে একাউন্ট সম্পন্ন করা যায়। ]

Pixabay App এর সুবিধাসমূহ:
• ১০ লক্ষ্যের অধিক ছবি, illustrations এবং ভেক্টর ডাউনলোডের সুবিধা। অ্যাপের ভেতর সমস্ত ছবি ও ভিডিও ক্রিটিভ কম্মন এর আওতাভুক্ত। যা আপনি ব্যক্তিগত অথবা ব্যবসায়ের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। উদাহরণস্বরূপ: এখান থেকে আপনি হাই রেজুলেশনের মেয়ে অথবা ছেলেদের প্রোফাইল পিকচার ডাউনলোড করতে পারেন।

• দ্রুত সময়ের মধ্যে নির্দিষ্ট কনটেন্ট খোঁজার জন্য রয়েছে সার্চের সুবিধা। একই সাথে রিলেটেড কনটেন্ট খোঁজার জন্য নিচে (↓) স্ক্রোল করে দেখতে বা ডাউনলোড করার সুযোগ রয়েছে। মনে করুন! আপনি ছেলেদের প্রোফাইল পিকচার ডাউনলোড করার জন্য সার্চ করেছেন। কিন্তু ঠিক তখনই নিচে দেখতে পাবেন, মেয়েদের প্রোফাইল পিকচার।

• এক ক্লিকে ছোট ছবি বড় করা এবং পছন্দের সাইজ অনুযায়ী ডাউনলোডের সুবিধা। পাশাপাশি শেয়ারকৃত কনটেন্ট এর মালিক কে অনুসরণ, মেসেজ, লাইক, কমেন্ট এবং কাঙ্খিত কনটেন্ট পছন্দের লিস্টে যুক্ত করার সুবিধা। এছাড়াও ছবি তোলার এক্সোসরিজ সম্বন্ধে জানতে পারার সুবিধা রয়েছে।


• নিজের ডিভাইস থেকে তোলা ছবি আপলোডের সুবিধা। এর ফলে আপনি ফ্রিতে এই কমিউনিটিকে ব্যবহার করে মার্কেটিং করতে পারেন।

• ভিডিও তৈরিতে ব্যবহৃত সাউন্ড ইফেক্ট ডাউনলোড করার সুবিধা। এই সুবিধাটি একজন ভিডিও কনটেন্ট ক্রিয়েটরের খুবই প্রয়োজন। তাই আপনি যদি একজন ভিডিও কনটেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, তাহলে অবশ্যই এই প্লাটফরমটি বেছে নিতে পারেন।


• সকল সোশ্যাল নেটওয়ার্কের জন্য পোস্ট, স্টোরি, ইভেন্ট, কভার ফটো সহ মেয়ে অথবা ছেলেদের প্রোফাইল পিকচার ডাউনলোড করার সুবিধা অর্থাৎ ছবি ডাউনলোড করার জন্য ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্ম এক্সপ্লোর করার দরকার নেই।

• প্রত্যেকটি কনটেন্ট ডাউনলোড বা আপলোড করার পর নোটিফিকেশন পাওয়ার সুবিধা।

Pixabay App এর খারাপ দিক:
নেই।

Pixabay App এর ডিজাইন:
অ্যাপসটির ডিজাইন অন্যান্য স্টক ফুটেজ ডাউনলোড করার অ্যাপ এর মতই। ডিজাইন এর ক্ষেত্রে কোন ভিন্নতা আপনারা খুঁজে পাবেন না। তাই ডিজাইন নিয়ে বাড়িয়ে কিছুই বলতে চাই না। তবে আপনারা এতোটুকু সিওর থাকেন যে, অ্যাপসটির ডিজাইন নিট এন্ড ক্লিন।

Pixabay App এর রেটিং এবং রিভিউ:
প্লে স্টোরে 4.3/5 এবং অ্যাপ স্টোরে 4.8/5 রেটিং সহ, দুইটি প্ল্যাটফর্ম জুড়ে রিভিউ রয়েছে প্রায় 20 হাজারের অধিক। বর্তমানে অ্যাপসটির টোটাল ডাউনলোড ইউজার সংখ্যা 11 লাখের মতো।

যেভাবে ডাউনলোড করবেন Pixabay App:
প্লে স্টোর ( অ্যান্ড্রয়েড)

[ সরাসরি অ্যাপসটি ডাউনলোড করতে উপরের লিংক দুটি ভিজিট করুন। ]


শেষ কথা:
উপরে শেয়ারকৃত অ্যাপসটি যে শুধুমাত্র, হাই রেজুলেশনের মেয়ে বা ছেলেদের প্রোফাইল পিকচার ডাউনলোড করার ক্ষেত্রে ব্যবহার করবেন, বিষয়টা কিন্তু এমন নয়। আপনি চাইলে এই প্লাটফরমটি বিভিন্ন কাজের পারপাসে ব্যবহার করতে পারেন। যেমন: ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা টুইটার। ধন্যবাদ
নবীনতর পূর্বতন