যেভাবে তৈরী করবেন মাহে রমজানের শুভেচ্ছা ব্যানার।

মাহে রমজানের শুভেচ্ছা ব্যানার

অফলাইনে দ্রুত সময়ের ব্যবধানে বিজ্ঞাপন কিংবা শুভেচ্ছা বার্তা জনসাধারণের মাঝে ছড়িয়ে দেওয়ার আরেক নাম: ব্যানার। কিন্তু এই ব্যানার বানানোর জন্য প্রয়োজন পড়ে গ্রাফিক্স ডিজাইনারদের। কারণ, সাধারণ মানুষের মধ্য থেকে গুটিকয়েক মানুষ এই কাজটি করে থাকেন। এটা হয়তো আপনারা কম বেশি সবাই জানেন। আর এজন্যই চড়া মূল্য দিতে হয় নির্দিষ্ট একটি ব্যানার তৈরি করতে। কিন্তু আপনি জেনে অবাক হবেন যে, এখন নয় বরং অনেক আগে থেকেই স্মার্টফোনের মাধ্যমে, রাজনৈতিক থেকে শুরু করে মাহে রমজানের শুভেচ্ছা ব্যানার তৈরি করা হতো। যা আপনি আমি সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যানে জানতে পেরেছি, মাত্র কিছু মাস বা বছর হলো।

যাইহোক!
ইতিমধ্যে হয়তো আপনি বুঝতে পেরেছেন যে, স্মার্টফোনের মাধ্যমেও রাজনৈতিক, মাহফিল, বিজ্ঞাপন সহ মাহে রমজানের শুভেচ্ছা ব্যানার তৈরি করা সম্ভব। আর ব্যানার তৈরি করতে আমাদের সহযোগিতা করবে, স্মার্টফোনের জনপ্রিয় এডিটিং টুলস Pixellab.

Pixellab কি?
এটি একটি অনলাইন ভিত্তিক টেক্সট এডিটর অ্যাপ্লিকেশন। যার মাধ্যমে তৈরি করা সম্ভব লোগো, থাম্বনেইল, কভার আর্ট সহ মাহে রমজানের শুভেচ্ছা ব্যানার পর্যন্ত। সোজা ভাবে বললে, এই অ্যাপ এর সহযোগিতায় গ্রাফিক্স এর সকল ধরনের কাজ করা যায়। বর্তমানে জনপ্রিয় এই অ্যাপস টি ব্যবহার করা যাবে আইওএস এবং অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে। এছাড়াও ব্যবহার করা যাবে এক্সটেনশন আকারে।


যেভাবে ব্যবহার করবেন Pixellab:
ব্যবহারের স্পেসিফিক কোন নিয়মিত মেলা নেই অর্থাৎ অ্যাপসটিতে কোন প্রকারের অ্যাকাউন্ট প্রয়োজন হয় না। তাই আপনার অপারেটিং সিস্টেম অনুযায়ী নিচ থেকে অ্যাপসটি ডাউনলোড করে ব্যবহার করুন।


Pixellab অ্যাপ এর বৈশিষ্ট্য বা সুবিধা সমূহ:
• যে কোন ছবিতে পছন্দসই টেক্সট ব্যবহারের সুবিধা। টেক্সট ইফেক্ট এর মধ্যে রয়েছে Reflection, Emboss, Mask Shadow, Inner Shadow, Stroke, Background এবং 3D Text. 3D Text থাকায় আপনার কষ্ট করে দ্বিতীয় কোন অ্যাপস ব্যবহারের প্রয়োজন পড়বে না।

• যেকোনো অবজেক্ট এর কালার চেঞ্জ করার জন্য এতে ব্যবহার করা হয়েছে, অবজেক্ট কালার ফাইন্ডার সিস্টেম। যার মাধ্যমে আপনার অবজেক্ট অনুযায়ী কালার সিলেক্ট করার সুবিধা রয়েছে। এছাড়াও রয়েছে সলিড কালার এবং গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করার সুবিধা।

• যেকোনো ছবির উপর লেখার জন্য অ্যাপসটির মধ্যে ডিফল্ট ভাবে রয়েছে 100+ ইংলিশ ফন্ট। এছাড়াও আপনি চাইলে, অ্যাপসটির মধ্যে যেকোনো ফন্ট ইনক্লুড করতে পারবেন। সেটা বাংলা হোক কিংবা ইংলিশ।

• ছবি অথবা ব্লাঙ্ক ব্যাকগ্রাউন্ড এর মধ্যে ডিজাইন করার জন্য স্টিকার, ইমোজি এবং সেপ ব্যবহার করার সুবিধা। স্টিকার এবং ইমোজি থাকায় অ্যাপসটি ব্যবহার করে, আপনি অনায়াসে বানাতে পারবেন যেকোন মিমি/MeMe.

• যারা ড্রইং করতে ভালোবাসেন, তাদের জন্য অ্যাপসটির মধ্যে রয়েছে ড্রইং করার আলাদা সুযোগ। একই সাথে ড্রইং করার সময় ব্যাকগ্রাউন্ড পরিবর্তন, পেনের সাইজ পরিবর্তন, কালার কম্বিনেশন সহ ড্রইং এর যাবতীয় কাজ করার সুবিধা রয়েছে।

ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার জন্য অ্যাপসটির মধ্যে রয়েছে ট্রান্সপারেন্ট এর সুযোগ। এর ফলে মাত্র এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন। তবে এখানে আপনি শুধুমাত্র সলিড কালার এর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন।

পি এল পি ফাইল ব্যবহারের মাধ্যমে দ্রুত সময়ের ভিতর কান্খিত গ্রাফিক্সের কাজ করা সম্ভব। ব্যক্তিগতভাবে, এই সুবিধাটি আমার ভালো লাগার প্রথম লিস্টে ইতিমধ্যে জায়গা করে নিয়েছে। আপনাদের একটু বুঝিয়ে বলি। মনে করুন! আপনি একটি মাহে রমজানের শুভেচ্ছা ব্যানার তৈরি করেছেন। যা পি এল পি ফাইল আকারে আমাকে দিয়েছেন। এখন আমি আপনার পি এল পি ফাইলটি রি-এডিট করতে পারবো। আরো সোজা ভাবে বললে, আপনার সমস্ত লেখা পরিবর্তন করে, আমি আমার মতো করে কাস্টমাইজ করে নিতে পারব।

• অ্যাপের মধ্যে বসে সকল ধরনের কাজ করার পর, তা ভিন্ন ভিন্ন সাইজে এবং রেজুলেশন বাড়িয়ে কমিয়ে সেভ করার সুবিধা।


Pixellab App এর খারাপ দিক:
জানিনা! এই অ্যাপসটি আপনারা যারা ইতিমধ্যে ব্যবহার করেছেন। তাদের কাছে কোনো খারাপ ধরা পড়েছে কিনা। কিন্তু বিশ্বাস করুন আর নাই বা করুন, আমার চোখে এখনো পর্যন্ত এই অ্যাপের কোন খারাপ দিক ধরা পড়েনি। আমি আমার জীবনে যতগুলো অ্যাপ ব্যবহার করেছি। তার মধ্যে এই অ্যাপসটির ভেতর সব থেকে বেশি সময় ব্যয় করেছি। আর এ থেকে বলতে পারি যে, আশা করছি! আপনারাও এই অ্যাপসটির কোন খারাপ দিক খুঁজে পাবেন না।


Pixellab App এর ডিজাইন:
ডিজাইনের কথা বলতে গেলে সবার আগে বলতে হয়, অ্যাপসটির ইউজার ইন্টারফেস সম্বন্ধে। কারণ, অ্যাপসটির ইউজার ইন্টারফেস এতটাই সহজ যে, যেকোনো বয়সী ব্যক্তি ব্যবহার করতে গিয়ে বিব্রতকর অবস্থায় পড়বে না। তবে যারা অ্যাপস টি কে প্রথম ডাউনলোড করে ব্যবহার করা শুরু করবে। তারা হয়ত একটু হলেও গোলকধাঁধায় পড়বে, এটা স্বাভাবিক। ঠিক কি কারণে, গোলকধাঁধায় পড়বে তা হয়তো বোঝার বাকি নেই আপনাদের। কাজেই মাথায় রাখতে হবে এটি একটি এডিটিং টুলস। পাশাপাশি আপনাদের আরও জানিয়ে রাখি যে, বর্তমানে এই অ্যাপসটি কে নিয়ে অনেকেই নিজের মতো করে কাস্টমাইজ করে নিয়েছে। তাই অনুরোধ থাকবে, ডিফল্ট অ্যাপসটি প্রথমে ব্যবহার করুন। এরপর অন্য ক্রিয়েটরদের তৈরিকৃত কাস্টমাইজ করা অ্যাপসটি ব্যবহার করুন।

যেভাবে মাহে রমজানের শুভেচ্ছা ব্যানার তৈরি করবেন বা যেভাবে PLP File ব্যাবহার করবেন:
• প্রথম অ্যাপস টি ওপেন করুন এবং হাতের ডান সাইটে (•••) ৩ ডট এ ক্লিক করে, Open.Plp File এর উপর ক্লিক করুন।

• এরপর আপনার বিগত দিনের সেভ করা প্রজেক্ট গুলো দেখতে পাবেন। যদিও এটা বর্তমানে দেখা সম্ভব নয়। যদি আপনি এই অ্যাপসটি প্রথম ব্যবহার করে থাকেন।
যাই হোক! আবারো .plp লেখার উপর ক্লিক করে, এই পোস্টের মধ্যে শেয়ার কৃত PLP ফাইলটি সিলেক্ট করুন এবং সব শেষ OPEN AND ADD বাটনে ক্লিক করুন।

[ OPEN AND ADD বাটনে ক্লিক করার পর, আপনি আপনার মত করে ফাইলটি কাস্টমাইজ করে নিতে পারেন। আর যদি আপনার মনে হয়, আমার ফাইলটি আপনার কাছে ভালো লাগেনি। সেক্ষেত্রে ইউটিউব থেকে ভিন্ন ফাইল ডাউনলোড করে, একই নিয়মে ব্যবহার করুন। ]



Pixellab App এর রেটিং এবং রিভিউ:
রেটিং এবং রিভিউ খুবই ভালো বিশেষ করে প্লে স্টোরে। কিন্তু অ্যাপ স্টোরে অতটাও ভালো জায়গায় নেই এই অ্যাপসটি। এর প্রধান কারণ হচ্ছে, আইওএস ব্যবহারকারী কম। এটা আমার পার্সোনাল জরিপ থেকে বলা। এর পেছনে অন্য কারণও লুকিয়ে থাকতে পারে। প্লে স্টোরে 4.5/5 এবং অ্যাপ স্টোরে 3.8/5 রেটিং সহ সাড়ে চার লাখের মতো ইউজার রিভিউ রয়েছে। (দুটি প্ল্যাটফর্ম মিলিয়ে)

যেভাবে ডাউনলোড করবেন Pixellab App:
প্লে স্টোর (অ্যান্ড্রয়েড)

বাংলা ফন্ট যুক্ত ভার্সনটি ব্যবহার করতে এই লিংকে ক্লিক করুন।

আপনি যদি এই অ্যাপসটি প্রথমবার ডাউনলোড করেন, তাহলে অবশ্যই ডিফল্ট ভার্সনটি ব্যবহার করুন। এর ফলে বিব্রতকর অবস্থা থেকে রেহাই পাবেন। কারণ, কাস্টমাইজ করা অ্যাপস টি ক্রিয়েটরদের ইচ্ছেমতো কাস্টমাইজ করা। আর হ্যাঁ, অনুরোধ থাকবে, এপসটি ব্যাবহার করার পূর্বে অন্তত একবার ইউটিউব থেকে টিউটোরিয়াল দেখুন। তাহলে অ্যাপসটির সমস্ত টুলস সম্বন্ধে ধারণা পাবেন। যা পরবর্তী সময়ে কাজে লাগিয়ে লোগো ডিজাইন, রাজনৈতিক পোস্টার, মাহফিল পোস্টার, মাহে রমজানের শুভেচ্ছা ব্যানার কিংবা অন্যান্য ধর্মাবলম্বীদের পোস্টার বা ব্যানার খুব সহজেই তৈরী করতে পারবেন।


শেষ কথা:
আজকের এই আর্টিকেলটির মূল বিষয়বস্তু ছিল, যেভাবে তৈরি করবেন মাহে রমজানের শুভেচ্ছা ব্যানার। কিন্তু মাহে রমজানের শুভেচ্ছা ব্যানার তৈরির পূর্বে, আপনাকে জানতে হবে Pixellab এর সমস্ত খুঁটিনাটি। এক্ষেত্রে অবশ্যই প্রথমে ইউটিউব থেকে টিউটোরিয়াল দেখে, একের পর এক প্র্যাকটিস করুন। কারণ, এই অ্যাপসটি যতটা সহজ আপনি মনে করেছেন, আসলে তা কিন্তু নয়। ধন্যবাদ
নবীনতর পূর্বতন