আজ থেকে প্রায় 40 হাজার বছর আগে থেকে রঙের ব্যবহার শুরু। প্রাথমিক পর্যায়ে পাঁচটি রং এর ব্যবহারের শুরু থাকলেও, এখন তা ছাড়িয়ে 10 মিলিয়নের কোঠায়। এতগুলো রং থাকার পরেও মানুষ সবথেকে বেশি কালো রঙের উপর হুমড়ি খেয়ে পড়ছেন। এর অন্যতম কারণ হচ্ছে: কালো রঙকে মূলত লাক্সারিয়াস রঙ হিসেবে বিবেচনা করা হয়। আর এই বিষয়টিকে কেন্দ্র করে সাধারণ মানুষ বেডরুম থেকে শুরু করে ফোনে kalo background photo/ কালো ব্যাকগ্রাউন্ড ফটো ব্যবহারের মাধ্যমে বিলাসিতার উষ্ণতা ছাড়ানোর চেষ্টা চালাচ্ছেন। প্রযুক্তি ভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট Android Authority এর একটি জরিপে উঠে এসেছে যে, পৃথিবীর সকল স্মার্টফোন ব্যবহারকারীর মধ্যে 91.8% শতাংশ ব্যবহারকারী Dark Mode অথবা kalo background photo/ কালো ব্যাকগ্রাউন্ড ফটো ফোনে ব্যাবহার করতে ভালোবাসেন। তাই আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি। যেভাবে একটি অ্যাপের মাধ্যমে অসংখ্য kalo background photo/ কালো ব্যাকগ্রাউন্ড ফটো ওয়ালপেপার হিসেবে ব্যবহার করবেন।
আর ব্যবহারের ফলে আপনার ফোনটি দেখতে আরো বেশি আকর্ষণীয় লাগবে এতোটুকু নিশ্চিত থাকুন। কারণ, Black is always elegant. মূল আর্টিকেলে যাওয়ার পূর্বে আপনাদের পরিচয় করিয়ে দেই, যে অ্যাপের মাধ্যমে আপনারা অসংখ্য kalo background photo/ কালো ব্যাকগ্রাউন্ড ফটো ডাউনলোড করতে পারবেন।
অ্যাপস এর নাম: Black Wallpapers In HD,4K. সংক্ষেপে এই আর্টিকেলের মধ্যে আমরা অ্যাপসটির নাম HDW নামে ডাকবো।
HDW কি?
এটি মূলত একটি ওয়ালপেপার ডাউনলোড করার মোবাইল অ্যাপস। যার মাধ্যমে ব্যবহারকারী তার মোবাইলকে আরো সুন্দর দেখাতে, এখান থেকে ডাউনলোড করতে পারেন kalo background photo/ কালো ব্যাকগ্রাউন্ড ফটো। যা পরবর্তী সময়ে ফোনে ওয়ালপেপার হিসেবে ব্যবহার করতে পারেন। এছাড়াও ব্যবহারকারীরা প্রতিদিন নিউ ব্যাকগ্রাউন্ড ফটো ডাউনলোড করতে পারার পাশাপাশি ২২ টি ক্যাটাগরি থেকে kalo background photo/ কালো ব্যাকগ্রাউন্ড ফটো ব্যবহার করার সুযোগ পান। দুর্ভাগ্যবশত: অ্যাপসটি শুধুমাত্র এন্ড্রয়েড ব্যবহারকারীরা ব্যবহার করতে পারবেন। তবে আপনারা যারা আইওএস অপারেটিং সিস্টেমের ব্যবহারকারী রয়েছেন। তাদের জন্য এই আর্টিকেল এর মধ্যেই, আমরা হুবহু অন্য একটি অ্যাপস আপনাদের মাঝে প্রদর্শন করব।
যেভাবে ব্যবহার করবেন HDW:
অ্যাপসটি ব্যবহার করা খুবই ইজি। শুধুমাত্র প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন। আর ওপেন করে ব্যবহার শুরু করবেন।
HDW এর সুবিধাসমুহ বা বৈশিষ্ট্য:
• সর্বশেষ আপডেট হওয়া kalo background photo/ কালো ব্যাকগ্রাউন্ড ফটো দেখা এবং ডাউনলোড করার সুবিধা।
• একসাথে দুই হাজারের বেশি প্রিমিয়াম কোয়ালিটির নিউ ব্যাকগ্রাউন্ড ফটো ডাউনলোডের সুবিধা। পাশাপাশি জনপ্রিয় সব কালো ব্যাকগ্রাউন্ড ফটো ডাউনলোডেরও সুবিধা রয়েছে।
• ভিন্ন ভিন্ন কোয়ালিটি কাস্টমাইজ করে kalo background photo ব্যবহারের সুবিধা এবং কালো ব্যাকগ্রাউন্ড ফটো ডাউনলোডের সময় শেয়ার, ডিটেলস এবং পছন্দের তালিকায় সংযুক্ত করে রাখার সুবিধা।
• পছন্দ অনুযায়ী ক্যাটাগরি নির্বাচন করে কালো ব্যাকগ্রাউন্ড ফটো ডাউনলোডের সুবিধা। এর ফলে কালো ব্যাকগ্রাউন্ড ফটো গুলো খুঁজতে গিয়ে, সময় অপচয় রোধ থেকে বাঁচাবে।
আরো পড়ুন: একসাথে নিয়ে নিন লাখো ছবি তোলার স্টাইল।
HDW এর খারাপ দিক বা অসুবিধা:
Third-party ads যুক্ত।
কালো ব্যাকগ্রাউন্ড ফটো ব্যাবহারের সুবিধা:
• চোখে তেমন চাপ পড়ে না।
• ব্যাটারির আয়ু বাড়াতে সাহায্য করে।
• নির্দিষ্ট ডিভাইসকে আকর্ষণীয় করে তোলে।
• ফটোফোবিয়া ব্যক্তিদের সহযোগিতা করে।
• দীর্ঘক্ষন ডিভাইস ব্যবহারে অস্বস্তি নেমে আসে না।
HDW এর ডিজাইন:
অ্যাপসটি ওপেন করার সঙ্গে সঙ্গে আমি নিশ্চিত, আপনি হারিয়ে যাবেন এক ভিন্ন জগতে। কারণ, প্রথমত অ্যাপসটি ডিফল্ট ভাবে ডার্ক মোড। দ্বিতীয়তঃ অ্যাপসটির মধ্যে সকল কালো ব্যাকগ্রাউন্ড ফটো দিয়ে ঠাসা। যা দেখতে এক কথায় অসাধারণ লাগে। এছাড়াও এ্যাপস টি অনেক লাইট ওয়েট এবং মিনিমালিস্টিক ডিজাইনের কারণে, আশা করছি আপনাদের খারাপ লাগবে না। সব মিলিয়ে পার্সোনালি আমার কাছে অনেক ভালো লেগেছে অ্যাপসটির ডিজাইন।
HDW এর রেটিং এবং রিভিউ:
প্লে স্টোরে অ্যাপটিকে ইতিমধ্যে ডাউনলোড করা হয়েছে 10 মিলিয়ন এর ও বেশি বার। আর রেটিং এবং রিভিউ বেশ ভালো অবস্থানে রয়েছে। 4.2/5 রেটিং সহ 42 হাজারের বেশি ইউজার রিভিউ রয়েছে।
যেভাবে ডাউনলোড করবেন HDW:
প্রথমে প্লে স্টোরে গিয়ে সার্চ করুন black wallpapers in hd 4k লিখে, এরপর সবার উপরের অ্যাপস টি ডাউনলোড করুন অথবা এই লিংক থেকে ডাউনলোড করুন সরাসরি।
আর যারা আইওএস ব্যবহারকারী রয়েছেন তারা এই লিংক থেকে ডাউনলোড করুন। বলে রাখা ভালো যে, আর্টিকেলে শেয়ারকৃত অ্যাপসটি কিন্তু এটি নয়, কিন্তু হুবহু অন্য একটি অ্যাপস। কারণ, শেয়ারকৃত অ্যাপসটির ডেভলপাররা এখনো পর্যন্ত, আইওএস ব্যবহারকারীদের জন্য HDW রিলিজ করে নি।
শেষ কথা:
আর্টিকেল এর শুরুতেই হয়তো, আপনারা জানতে পেরেছেন কালো রঙকে মূলত লাক্সারিয়াস রঙ হিসেবে বিবেচনা করা হয়। একই সাথে জনপ্রিয় একটি কথাও রয়েছে। আর সেটি হচ্ছে: Black Is Always Elegant. তাই আপনিও যদি চান আপনার স্মার্টফোনকে সবার মাঝে ভিন্নভাবে উপস্থাপন করতে বা লাক্সারিয়াস এর ছোঁয়া দিতে। এক্ষেত্রে অবশ্যই আজকের এই আর্টিকেলে শেয়ারকৃত মোবাইল অ্যাপস টি এখনি ডাউনলোড করুন। কারণ, এখান থেকে কোনো ঝামেলা ছাড়াই ডাউনলোড করতে পারবেন অসংখ্য kalo background photo/ কালো ব্যাকগ্রাউন্ড ফটো। ধন্যবাদ।