অ্যাপস ও গেমের পুরাতন ভার্সন ডাউনলোডের সেরা উপায় | Aptoide

ridmik keyboard old version

স্মার্টফোনের সকল কার্যক্রম পরিচালনা করার জন্য, মোবাইল অ্যাপের শরণাপন্ন আমাদের সবার হতে হয়। আর এই মোবাইল অ্যাপ যদি ঠিকঠাক কাজ না করে, সেক্ষেত্রে একজন এন্ড্রয়েড মোবাইল ব্যবহারকারী পড়ে যান বিপাকে। মোবাইল অ্যাপ ঠিকঠাক কাজ না করার জন্য অনেক কারণ রয়েছে। এর মধ্যে অন্যতম কারণ, পারফরম্যান্স অর্থাৎ ফোনের পারফরমেন্সের উপর নির্ভর করে কোন অ্যাপস টি সঠিকভাবে চলবে আর কোনটি চলবে না। যদিও ফোনের পারফরম্যান্স বাড়ানো যায় না। তবে এক্ষেত্রে পরিবর্তন করতে হয় মোবাইল অ্যাপের ভার্সন। কারণ, অ্যাপস প্রতিনিয়ত আপডেট হলেও, দিনশেষে কাঙ্খিত স্মার্টফোনের পারফরমেন্স বৃদ্ধি পায় না। তাই এবারের এই আর্টিকেল এর মূল বিষয়বস্তু হচ্ছে: যেভাবে ডাউনলোড করবেন যে কোন অ্যাপ এবং গেমের পুরাতন ভার্সন। আর এই বিষয়টিতে সহযোগিতা করবে মোবাইল অ্যাপ। অ্যাপটির নাম: Aptoide.

Aptoide কি?
এটি প্লে স্টোরের মত হুবহু সাধারণ মানুষকে অ্যাপ এবং গেম ডাউনলোড করার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। Aptoide থেকে যেকোনো অ্যাপ এবং গেমের নতুন-পুরাতন ভার্সন সহজেই ডাউনলোড করা যায়। উদাহরণস্বরূপ: যেমন ধরুন! আপনার প্রয়োজন ridmik keyboard old version অথবা mini militia old version. কিন্তু আপনি যদি এটি প্লে স্টোরে খুঁজেন তাহলে পাবেন না। কারণ, প্লে স্টোরে শুধুমাত্র লেটেস্ট ভার্সনগুলো রয়েছে। আর অপরদিকে ridmik keyboard old version এবং mini militia old version খুব সহজেই পেয়ে যাবেন Aptoide এ।




যেভাবে ব্যবহার করবেন Aptoide App:
• প্রথমে নিচের লিংক থেকে অ্যাপসটি ডাউনলোড করুন এবং ওপেন করুন। (Aptoide সম্পূর্ণ থার্ড পার্টি মোবাইল অ্যাপস। তাই প্লে স্টোরে পাবেন না অর্থাৎ আপনাকে লিংক ভিজিট করতেই হবে।)
• এরপর ফোনে চাওয়ার সাফল পারমিশন এলাও করুন।
• এবার ধরুন আপনার প্রয়োজন imo old version apk বা ridmik keyboard old version. এর জন্য সার্চ বাটনে ক্লিক করুন এবং কাঙ্খিত অ্যাপের নাম লিখে সার্চ করুন।
• এরপর নির্বাচন করুন যে ভার্সনটি ডাউনলোড করবেন। সর্বশেষ ডাউনলোড বাটনে ক্লিক করে, অ্যাপস/গেমটি ডাউনলোড করুন।

Aptoide App এর সুবিধা সমূহ:
• নোটিফিকেশনের মাধ্যমে প্রত্যেকটি অ্যাপ এবং গেমের আপডেট পাওয়া যায়।
• সকল অ্যাপ এবং গেমের নতুন-পুরাতন ভার্সন ডাউনলোড করা যায়। সেটা যদি হয় আপনার ridmik keyboard old version কিংবা mini militia old version. কি নেই এখানে? প্রয়োজনীয় সকল অ্যাপ এবং গেমের দেখা পাবেন এখানে।
• নাইট মোড রয়েছে।

Aptoide App এর খারাপ দিক:
নেই।

Aptoide App এর ডিজাইন এবং ইউজার ইন্টারফেস:
ডিজাইন খুবই সুন্দর। এতে কালার হিসেবে ব্যবহার করা হয়েছে অরেঞ্জ এবং সাদা ব্যাকগ্রাউন্ড। যার ফলে প্রত্যেকটি অ্যাপের আইকন এবং উইজেট গুলো বেশ চোখে পড়ে। একই সাথে ইউজার ইন্টারফেস অনেক ফ্রেন্ডলি হাওয়ায় ব্যবহার করা অনেক সোজা। Aptoide ইউজার ইন্টারফেস কিছুটা প্লে স্টোরের প্যাটার্ন অনুসরণ করেছে। তাই আপনারা যারা প্রতিনিয়ত প্লে স্টোর ব্যবহার করেন। আশা করি, আপনাদের এই অ্যাপস ব্যবহার করতে কোন রকমের সমস্যা সৃষ্টি হবে না।




Aptoide App এর রেটিং এবং রিভিউ:
রেটিং: 8/10★
রিভিউ: 21K+

যেভাবে ডাউনলোড করবেন Aptoide App:
সরাসরি অ্যাপটিকে ডাউনলোড করার জন্য এই লিংক ভিজিট করুন।

শেষ কথা:
Aptoide সম্পূর্ণ একটি থার্ড পার্টি মোবাইল অ্যাপ হলেও, এর কার্যক্রম আপনাকে মুগ্ধ করবে। যেখানে play store আপনাকে শুধুমাত্র লেটেস্ট অ্যাপ প্রদর্শন করে। সেখানে Aptoide লেটেস্ট সহ পুরাতন সকল ভার্সন ডাউনলোড করার সুযোগ দেয়। যদিও স্মার্টফোনে সর্বদা লেটেস্ট অ্যাপ এবং গেম ডাউনলোড করা বুদ্ধিমানের কাজ। সেইসঙ্গে ডাউনলোড করার প্লাটফর্ম অবশ্যই প্লে স্টোর ও অ্যাপ স্টোর হতে হবে। এটা হয়তো আমরা সকলে জানি। কিন্তু তারপরেও অনেক সময় প্রয়োজনীয় অ্যাপ ফোনের পারফরম্যান্সের অভাবে সাপোর্ট না করার ফলে, আমাদের উল্টো পথে হাঁটতে হয় অর্থাৎ থার্ড পার্টি অ্যাপ স্টোর গুলো থেকে কাঙ্খিত অ্যাপ বা গেম ডাউনলোড করতে হয়। আর এরকম যদি সমস্যায় আপনি পড়ে থাকেন। তাহলে রিকমেন্ড থাকবে Aptoide ব্যাবহার করার। কারণ, এখানে আপনি কোন প্রকারের ঝামেলা ছাড়া idmik keyboard old version, mini militia old version এবং imo old version apk সহ সকল অ্যাপ ও গেম ডাউনলোড করে ব্যাবহার করতে পারবেন। ধন্যবাদ
নবীনতর পূর্বতন