গুরুত্বপূর্ণ 1000+ দোয়া | অসুস্থ ব্যক্তির জন্য দোয়া | বাথরুমে প্রবেশ করার দোয়া

অসুস্থ ব্যক্তির জন্য দোয়া

আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? আশা করছি, আপনারা অনেক ভালো আছেন। আজ আমরা এই আর্টিকেলের মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি বাথরুমে প্রবেশ করার দোয়া, অসুস্থ ব্যক্তির জন্য দোয়া,বাজারে যাওয়ার দোয়া, দুই সিজদার মাঝের দোয়া র মত ছোটখাটো এক হাজারের অধিক দোয়া। যেগুলো আপনারা পেয়ে যাবেন একটি মোবাইল অ্যাপ ব্যবহার করার ফলে। আর এই অ্যাপটিকেই মূলত আজ আমরা রিভিউ করতে চলেছি অ্যাপসটির নাম: Dua & Ruqyah.

অ্যাপসটি কি?
এটি একটি ইসলামিক অ্যাপ। যাতে রয়েছে 41 টির বেশি ক্যাটাগরিতে ১০০০ এর বেশি ছোট বড় দোয়া। যেমন: বাথরুমে প্রবেশ করার দোয়া, অসুস্থ ব্যক্তির জন্য দোয়া, বাজারে যাওয়ার দোয়া ইত্যাদি। পাশাপাশি দোয়া সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। এছাড়াও ইসলামিক রীতিনীতি অনুযায়ী “রুকিয়াহ” (ইসলামিক ঝাড়ফুঁক) শেখার সুবিধা রয়েছে এই অ্যাপে।

যেভাবে অ্যাপসটি ব্যবহার করবেন:
অ্যাপটি ব্যবহার করার জন্য কোন ধরনের অ্যাকাউন্টের প্রয়োজন হয় না। তাই প্লে স্টোর অথবা নিচের লিঙ্ক থেকে অ্যাপসটি ডাউনলোড করুন এবং ওপেন করে ব্যবহার শুরু করুন।




অ্যাপসটির সুবিধা সমূহ বা বৈশিষ্ট্য:
• মাল্টি ল্যাংগুয়েজ ব্যবহারের সুবিধা।
• সকল দোয়া অডিও আকারে শোনার সুবিধা।
• যেকোনো দোয়া দ্রুত খোঁজার জন্য সার্চ বার রয়েছে।
• সিডিউলার ব্যবহার করার সুবিধা।
• পছন্দকৃত দোয়া বুকমার্ক করার সুবিধা।
• দোয়া সম্পর্কিত তথ্য পাবার সুবিধা।
• ভিডিও আকারে “রুকিয়াহ” (ইসলামিক ঝাড়ফুঁক) শেখার সুবিধা।
• 41 টির বেশি ক্যাটাগরিতে ১০০০ এর বেশি ছোট বড় দোয়া রয়েছে। যেমন: বাথরুমে প্রবেশ করার দোয়া, অসুস্থ ব্যক্তির জন্য দোয়া, বাজারে যাওয়ার দোয়া ইত্যাদি।

অ্যাপসটির খারাপ দিক:
নেই।

অ্যাপসটির ডিজাইন ও ইউজার ইন্টারফেস:
মিনিমাল ডিজাইন এবং কালার কম্বিনেশন এক কথায় অসাধারণ। ইউজার ইন্টারফেস ও বেশ গোছানো। এতে বাড়তি কোন উইজেট ব্যবহার করা হয়নি। ফলে অ্যাপসটি ব্যবহার করা খুব সহজ। আশা করছি, ডিজাইন ও ইউজার ইন্টারফেজ নিয়ে আপনাদের কোন দ্বিমত থাকবে না।




অ্যাপসটির রেটিং এবং রিভিউ:
রেটিং: 4.8/5★
রিভিউ: 2K+

যেভাবে অ্যাপসটি ডাউনলোড করবেন:
এপসটি ডাওনলোড করার জন্য এই লিংক ভিজিট করুন।

শেষ কথা:
মুসলমান একজন ব্যক্তির দৈনন্দিন জীবনে দোয়ার অনেক ভূমিকা অনেক। তাই ছোট্ট এই মোবাইল অ্যাপসটি ডাউনলোড করে বাথরুমে প্রবেশ করার দোয়া, অসুস্থ ব্যক্তির জন্য দোয়া,বাজারে যাওয়ার দোয়াঘুমানোর দোয়া বাংলায় পড়া সহ অন্যান্য প্রয়োজনীয় দোয়া মুখস্ত করুন। পাশাপাশি দোয়া সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়বস্তু জানুন এই অ্যাপের সহযোগিতায়। আর এই এপসটি শেয়ার করুন আপনার বন্ধুবান্ধব এবং পরিবারের মাঝে। ধন্যবাদ
নবীনতর পূর্বতন