মহান আল্লাহ তায়ালা পবিত্র আল কোরআনের সুরা আল ইমরানের ১৮৫ নাম্বারের আয়াতে বলেন, 'কুল্লু নাফসিন যাইকাতুল মাউত।' অর্থাৎ প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। আর এ থেকে প্রমাণ হয়ে যায় যে, পৃথিবীতে আমরা কেউই আজীবন টিকে থাকতে পারবো না। একই সঙ্গে ইসলামী রীতি অনুযায়ী, মৃত্যুর পরেও জীবন আছে এবং এটি আখিরাত নামে পরিচিত। ইসলামে, একজন ব্যক্তি কখন মারা যায় তা একমাত্র আল্লাহই সিদ্ধান্ত নেন এবং বেশিরভাগ মুসলমান বিশ্বাস করেন যে, যখন তারা মারা যায় “ইয়াওম” আল-দিন থেকে বিচারের দিন পর্যন্ত তারা কবরে জীবিত থাকে। কবরে মৃত ব্যক্তির দেহ রাখার আগে এবং পরে মানতে হয় ইসলামিক নানা নিয়ম নীতিমালা। যা অধিকাংশ সাধারণ মানুষ জানেনা। একমাত্র তারাই জানেন, যারা এই শেষ যাত্রার সঙ্গে সম্পূর্ণভাবে সংযুক্ত অর্থাৎ যারা অন্ত্যেষ্টিক্রিয়া সম্পূর্ণ করেন। তাই আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমরা আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি। যেভাবে একটি অ্যাপের মাধ্যমে শিখবেন মুসলিম মৃত ব্যক্তির অন্ত্যেষ্টিক্রিয়া কার্যক্রম যেভাবে পরিচালনা করতে হয়। অ্যাপসটির নাম: জানাযা ও কবর জিয়ারতের নিয়ম। অ্যাপসটির নাম বড় হওয়ার কারণে, আমরা অ্যাপসটি কে “সমাপ্তি” নামে ডাকবো। সো! চলুন আজকের আর্টিকেল শুরু করি।
সমাপ্তি অ্যাপস কি?
এটি একটি রিলিজিয়াস লার্নিং মোবাইল অ্যাপস। যা ব্যবহারের মাধ্যমে যে কোন ব্যক্তি, মুসলিম ব্যাক্তির অন্ত্যেষ্টিক্রিয়া কিভাবে সম্পূর্ণ করতে হয় তা জানতে পারেন। অ্যাপসটির মধ্যে রয়েছে কোনো মুসলিম ব্যক্তি মারা যাওয়া থেকে শুরু করে কবর জিয়ারতের দোয়া পর্যন্ত। এর পাশাপাশি আরো রয়েছে জানাজার নামাজের নিয়ম কানুন, মৃত ব্যক্তির কাপড় কিভাবে পড়াতে হয়, মৃত ব্যক্তির গোসলের নিয়ম সহ সকল প্রকারের কার্যক্রমের বর্ণনা।
আরো জানুন: একসাথে পড়ুন ৪৯ হাজারের অধিক হাদিস।
যেভাবে ব্যবহার করবেন সমাপ্তি অ্যাপস:
• প্রথম প্লে স্টোর অথবা নিচ থেকে অ্যাপস টি ডাউনলোড করুন।
• এরপর ওপেন করুন।
• এরপর দেখতে পাবেন জানাজার নামাজের নিয়ম, কবর জিয়ারতের দোয়া সহ অন্যান্য বিষয়বস্তু। আর এই থেকে বেছে নিন আপনার প্রয়োজনীয় টপিক টি।
সমাপ্তি অ্যাপস এর সুবিধা সমূহ বা বৈশিষ্ট্য:
নির্দিষ্টভাবে এই অ্যাপের সুবিধা সমূহ বা বৈশিষ্ট্য তুলে ধরা সম্ভব নয়। কারণ, এটি একটি টপিকের উপর বেজ করে অ্যাপসটি তৈরি করা। তাই সোজাভাবে বললে, এই অ্যাপের মধ্যে আপনারা পাবেন মুসলিম ব্যক্তি মৃত্যুবরণ করা থেকে শুরু করে কবরে রাখা পর্যন্ত যা যা করতে হয়। তার সকল বিস্তারিত বর্ণনা। এদের মধ্যে উল্লেখযোগ্য অর্থাৎ সাধারণ মানুষের যা যা প্রয়োজন হয়। যেমন: জানাজার নামাজের নিয়ম, কবর জিয়ারতের দোয়া, কবর জিয়ারতের সুন্নাহ পদ্ধতি ইত্যাদি।
সমাপ্তি অ্যাপস এর খারাপ দিক:
থার্ড পার্টি এডভার্টাইজিং রয়েছে।
সমাপ্তি অ্যাপস এর ডিজাইন এবং ইউজার ইন্টারফেস:
ডিজাইন আমার কাছে বেশি একটা ভালো লাগেনি বিশেষ করে এর কালার কম্বিনেশন। মেইন কালার হিসেবে ব্যবহার করা হয়েছে সিলভার। যা একটু একটু দৃষ্টিকটু মনে হয়। তবে এখানে যদি ব্ল্যাক কিংবা অন্য কোন কালার ব্যবহার করা হতো। তাহলে আরো বেশি ভালো লাগতে বলে আমি আশাবাদী। তাছাড়া এর ইউজার ইন্টারফেস বেশ নিট এন্ড ক্লিন। অ্যাপস টি যেহেতু বড়দের, তাই ডিজাইন রাখা হয়েছে একদম সিম্পল। অ্যাপসটি ওপেন করা মাত্রই জানাজার নামাজের নিয়ম, কবর জিয়ারতের দোয়া র মত ক্যাটাগরি গুলো একদম উপরের তালিকায় রয়েছে।
আরো জানুন: একসাথে পড়ুন ২৫ নবীর জীবনী।
সমাপ্তি অ্যাপস এর রেটিং এবং রিভিউ:
রেটিং: 4.6/5★
রিভিউ: 250+
[ প্লে স্টোরের তথ্য অনুযায়ী ]
যেভাবে ডাউনলোড করবেন সমাপ্তি অ্যাপস:
অ্যাপসটি ডাউনলোড করতে প্লে স্টোরে গিয়ে লিখুন “জানাযা ও কবর জিয়ারতের নিয়ম” অথবা এই লিংক ভিজিট করুন।
শেষ কথা:
প্রত্যেকটি মুমিন মুসলমানদের অবশ্যই মৃত ব্যক্তির জানাজার নামাজের নিয়ম কিংবা
কবর জিয়ারতের দোয়া র মত অন্যান্য বিষয়বস্তু জানা প্রয়োজন। এই সমস্ত বিষয়বস্তু জানা থাকলে, নিজ ফ্যামিলির মৃত ব্যক্তির অন্ত্যেষ্টিক্রিয়া সম্পূর্ণ করার জন্য বাড়তি কোন লোকের প্রয়োজন হয় না। তাই আপনি যদি পরিপূর্ণভাবে কোন মুসলিম ব্যক্তির অন্ত্যেষ্টিক্রিয়া সম্পূর্ণ করার প্রতিশ্রুতিবদ্ধ কিংবা নিজে নিজে জানাজার নামাজের নিয়ম কিংবা কবর জিয়ারতের দোয়া র মত অন্যান্য বিষয়বস্তু জানতে আগ্রহী হয়ে থাকেন। তাহলে এখনই ডাউনলোড করুন উল্লেখিত মোবাইল অ্যাপস টি। ধন্যবাদ