সকল প্রকার ইসলামিক ওয়ালপেপার এখানেই!

আল্লাহ পিকচার ডাউনলোড

আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? আশা করছি, মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে সবাই ভাল আছেন। আমাদের ভেতর অনেকেই আছেন, যারা ইসলামিক ওয়ালপেপার খুজে থাকেন। আর ইসলামিক ওয়ালপেপার এর জন্য গুগল কিংবা অন্যান্য অ্যাপস ব্যবহার করে থাকেন। কিন্তু তা থেকে কাঙ্খিত ওয়ালপেপারটি ডাউনলোড বা ব্যাবহার করা বেশ ঝামেলার। তাই আজকের এই আর্টিকেল এর মাধ্যমে আমরা আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি। যেভাবে একটি অ্যাপস ব্যবহার করে খুব দ্রুত সকল প্রকার ইসলামিক ওয়ালপেপার ডাউনলোড এবং ব্যবহার করবেন। অ্যাপসটির নাম: Islamic Wallpaper HD.

IWH অ্যাপস কি?
এটি একটি পার্সোনালাইজেশন মোবাইল অ্যাপ, তথা ইসলামিক ওয়ালপেপার ডাউনলোড করার সেরা মাধ্যম। অ্যাপস টি ব্যবহারের মাধ্যমে দ্রুত কাবা শরিফের ছবি, ইসলামিক বেবি পিক বা আল্লাহ পিকচার ডাউনলোড করতে এবং ওয়ালপেপার হিসেবে ব্যাবহার করতে দেয়। এছাড়াও সম্পূর্ণ ফ্রিতে HD/ UHD এবং সর্বোচ্চ 4K তে সকল ইসলামিক ওয়ালপেপার ডাউনলোড করার সুবিধা রয়েছে।



যেভাবে ব্যবহার করবেন IWH অ্যাপস:
• প্রথম প্লে স্টোর অথবা নিচের লিংক থেকে অ্যাপস টি ডাউনলোড করুন।
• এরপর ওপেন করে স্টোরেজ পারমিশন এলাও করুন।
• এরপর কাঙ্খিত ওয়ালপেপার সিলেক্ট করুন।
• এরপর ডাউনলোড অথবা এপ্লাই বাটনে ক্লিক করে ব্যাবহার করুন আপনার পছন্দের ওয়ালপেপারটি।

IWH অ্যাপস এর সুবিধা সমূহ বা বৈশিষ্ট্য:
ইসলামিক স্বামী স্ত্রী ছবি, কাবা শরিফের ছবি, ইসলামিক বেবি পিক বা আল্লাহ পিকচার ডাউনলোড করতে এবং ওয়ালপেপার হিসেবে ব্যাবহার করার সুবিধা রয়েছে।
• এক হাজারের বেশি ইসলামিক ওয়ালপেপার রয়েছে।
• সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করা যায় প্রতিটি ওয়ালপেপার।
• পছন্দকৃত ওয়ালপেপার ফেভারিট সেকশনে যুক্ত করার সুবিধা।
• ক্যাটাগরি/ শ্রেণিভিত্তিক ওয়ালপেপার খোঁজার সুবিধা।

IWH অ্যাপস এর খারপ দিক:
থার্ড পার্টি এডভার্টাইজিং রয়েছে।



IWH অ্যাপস এর ডিজাইন এবং ইউজার ইন্টারফেস:
ডিজাইন একদম স্বচ্ছ। এতে বাড়তি নেই কোনো উইজেট। কালার কম্বিনেশন এক কথায় জোস। পাশাপাশি ইউজার ইন্টারফেস বেশ ইউজার ফ্রেন্ডলি। অ্যাপস ওপেন করা মাত্র চোখের সামনে ভেসে উঠে কাবা শরিফের ছবি, ইসলামিক বেবি পিক ও অন্যান্য ইসলামিক ওয়ালপেপার গুলো। যার ফলে যে কোন ব্যক্তি অ্যাপস টি ব্যবহার করতে পারেন কোন প্রকারের জটিলতা ছাড়া।

IWH অ্যাপস এর রেটিং এবং রিভিউ:
রেটিং: 4.4/5★
রিভিউ: 4K+

যেভাবে ডাউনলোড করবেন IWH অ্যাপস:
সরাসরি অ্যাপসটি ডাউনলোড করতে এই লিংক ভিজিট করুন।

শেষ কথা:
উপরের উল্লেখিত এই অ্যাপসটির কাজ হয়তো আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন। তাই বেশি কথা বাড়াবো না, শেষ করতেছি আজকের এই আর্টিকেল। আর অ্যাপসটি ডাউনলোড করে ফোনের ওয়ালপেপার হিসেবে ব্যবহার করুন সকল ইসলামিক সুন্দর পিকচার গুলো। ধন্যবাদ
নবীনতর পূর্বতন