নিয়ে নিন | সকল গণিতের সূত্র সমূহ | বীজগণিতের সূত্র সমূহ

বীজগণিতের সূত্র সমূহ

সহজে যে কোন অংক সলভ করার জন্য সূত্রের প্রয়োজন হয়ে থাকে। স্কুল হোক কিংবা কলেজ লাইফ হোক, সব জায়গাতেই অংক সলভ করার ক্ষেত্রে সূত্রের ভূমিকা অপরিসীম। সূত্রগুলোর মধ্যে অন্যতম পাটি গণিত, সুদকষা, শতকরা, লাভ ক্ষতি, ল সা গু, ত্রিকোণমিতি, জ্যামিতি এবং বীজগণিতসহ আরো অনেক কিছু। একেক সূত্রের একেক কাজ। আজ আমরা কোনো সূত্রের কাজ সম্বন্ধে জানবো না। আজ আমরা জানবো, সকল গণিতের সূত্র সমূহ সম্বন্ধে অর্থাৎ যেভাবে বীজগণিতের সূত্র সমূহ সহ অন্যান্য গণিতের সূত্রগুলো একত্রে পাবো। গণিতের সূত্র পাবার বা ব্যবহারের ক্ষেত্রে অনেককে পিডিএফ ফাইল ব্যবহার করতে দেখা যায়। কিন্তু পিডিএফ ফাইল ব্যবহার করতে অনেক জটিলতা ফেস করতে হয়। তাই এই আর্টিকেল এর মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি, বীজগণিতের সূত্র সমূহ সহ অন্যান্য গণিতের সূত্রগুলো পাবার একটি মোবাইল অ্যাপস। যা মূলত এখন রিভিউ করতে চলেছি। অ্যাপস টির নাম: গণিতের সকল সূত্র। যাই হোক! চলুন এবার শুরু করি মূল আর্টিকেল। তার পূর্বে আপনাদের জানিয়ে দেই “গণিতের সকল সূত্র” এপসটি আমরা এই পুরো আর্টিকেল জুড়ে “অংকবিদ্যা” নামে ডাকবো। সো লেটস স্টার্ট দ্যা আর্টিকেল। 

অংকবিদ্যা অ্যাপস কি?
এটি একটি থার্ড পার্টি সকল গণিতের সূত্র সমূহ জানার মোবাইল অ্যাপস। অ্যাপসটির মধ্যে বীজগণিতের সূত্র সমূহ সহ অন্যান্য অংক সলভ করার সকল সূত্র রয়েছে। এছাড়াও গণিত সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা, গণিতের সাধারণ প্রশ্নোত্তর এবং গণিতের বেসিক বিষয়ের উপর আলোচনা করা হয়েছে। 



যেভাবে ব্যবহার করবেন অংকবিদ্যা অ্যাপস:
• প্রথমে প্লে স্টোর অথবা নিচের লিঙ্ক থেকে অ্যাপসটিকে ডাউনলোড করুন।
• এরপর কাঙ্ক্ষিত অংক সলভ করার জন্য প্রয়োজনীয় সূত্র নির্বাচন করুন এবং অংক সলভ করুন। 

অংকবিদ্যা অ্যাপস এর সুবিধা সমূহ:
• যেকোনো অংক সলভ করার জন্য প্রয়োজনীয় সকল গণিতের সূত্র পাবার সুবিধা। সূত্র গুলোর মধ্যে রয়েছে পাটি গণিত, সুদকষা, শতকরা, লাভ ক্ষতি, ল সা গু, ত্রিকোণমিতি, জ্যামিতি এবং বীজগণিতের সূত্র সমূহ
গণিতের বেসিক প্রশ্নোত্তর এর মাধ্যমে সাধারণ জ্ঞান অর্জন করার সুবিধা।
মৌলিক সংখ্যা সহজে মনে রাখার উপায় এবং ক্যালকুলেটর ছাড়া অনুপাতের মত ট্রিক্স পাবার সুবিধা।
• ইন্টারনেট ছাড়া ব্যবহার করা যাবে অ্যাপসটি।

অংকবিদ্যা অ্যাপস এর অসুবিধা:
থার্ড পার্টি অ্যাডভার্টাইজিং রয়েছে। তবে আপনি যদি ইন্টারনেট কানেকশন বন্ধ করে অ্যাপসটি ব্যবহার করেন। তাহলে থার্ড পার্টি এডভারটাইজিং এর দেখা মিলবে না।

অংকবিদ্যা অ্যাপস এর ডিজাইন এবং ইউজার ইন্টারফেস:
অ্যাপসের ডিজাইন সাদামাটা এবং ইউজার ফ্রেন্ডলি। এতে বাড়তি ব্যবহার করা হয়নি কোনো রং। প্রত্যেকটি সূত্রের বাটনে ব্যবহার করা হয়েছে স্টক। যার ফলে দেখতে আরো সুন্দর লাগে। পাশাপাশি ইউজার ইন্টারফেস একদম ক্লিন। অ্যাপস খোলা মাত্রই চোখে পড়বে “সকল গণিতের সূত্র” আর এই বাটনে ক্লিক করা মাত্র খুলে যাবে আরেকটি নতুন ইন্টারফেস। আর সেখানেই মূলত গণিতের সমস্ত বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয়েছে এবং রয়েছে কাঙ্খিত সূত্রগুলো।



অংকবিদ্যা অ্যাপস এর রেটিং এবং রিভিউ:
গুগল প্লে স্টোরে অ্যাপসটির রেটিং 4.5/5 এবং সাতশত এর বেশি রিভিউ রয়েছে। সেই সাথে অ্যাপসটিকে এখন পর্যন্ত ডাউনলোড করা হয়েছে এক লাখের অধিকার।

যেভাবে ডাউনলোড করবেন অংকবিদ্যা অ্যাপস:
এই মুহূর্তে অ্যাপসটিকে পাওয়া যাবে শুধুমাত্র প্লে স্টোরে। তাই অ্যাপ্সটিকে সরাসরি ডাউনলোড করতে ভিজিট করুন প্লে স্টোর অথবা এই লিংক

শেষ কথা:
এক সময় অধিকাংশ শিক্ষার্থীরা মনে করত গণিত একটি ভয়ংকরতম সাবজেক্ট। আর এটা এখনো পর্যন্ত ব্যতিক্রম নয়। গণিতকে আমরা যতটা মনে করি কঠিন তার থেকে অনেকটা সহজ। যদি এটাকে ভিতর থেকে জানা যায় তবে। আর ভিতর থেকে জানার জন্য আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে গণিতের নির্দিষ্ট কিছু সূত্র। যার মাধ্যমে মূলত প্রত্যেকটি অংক সলভ করা সম্ভব। তাই বীজগণিতের সূত্র সমূহ সহ অন্যান্য গণিতের সকল সূত্র এবং গণিতের মজার কিছু বেসিক টিপস এন্ড ট্রিক্স জানার জন্য, ব্যবহার করুন আজকের শেয়ার করা মোবাইল অ্যাপস টি। ধন্যবাদ
নবীনতর পূর্বতন