মজার সব মুহূর্ত ফ্রেমবন্দি করার জন্য প্রয়োজন হয় ছবি তোলার। ছবি তোলার বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। আর এই ক্যাটাগরির উপর নির্ভর করে কাঙ্খিত মডেলকে পোজ দিতে হয়। বিশেষ করে ফ্যাশন, ওয়েডিং, লং এক্সপোজার এবং প্রোটেইড ছবি তোলার ক্ষেত্রে। কিন্তু সঠিক সময়ে সঠিক পোজ না দিতে পারায়, ক্যামেরাম্যান এবং মডেল দুজনই পড়েন বিপাকে। আর এ সমস্যার সমাধানে আজ আমরা নিয়ে এসেছি আপনাদের মাঝে, ছেলে এবং মেয়েদের পিক তোলার স্টাইল এর উপর তৈরি হওয়া একটি মোবাইল অ্যাপস। অ্যাপসটির নাম: Photoideas.
Photoideas অ্যাপস কি?
এটি ছেলে এবং মেয়েদের পিক তোলার স্টাইল খুঁজে পাবার সেরা একটি মাধ্যম। অ্যাপসটির এর মধ্যে ৮ হাজারের অধিক ছেলে এবং মেয়েদের পিক তোলার স্টাইল রয়েছে। যা দিয়ে বিশ্বের জনপ্রিয় সব ব্লগারদের মত ছবি তোলা সম্ভব। (অ্যাপসটির নির্মাতাদের মতে)
যেভাবে ব্যাবহার করবেন Photoideas অ্যাপস:
• প্রথমে প্লে স্টোর অথবা নিচের লিঙ্ক থেকে এপসটি ডাউনলোড করুন।
• এরপর ওপেন করে সকল পারমিশন এলাও করুন।
• এরপর পছন্দ অনুযায়ী ক্যাটাগরি সিলেক্ট করুন এবং নির্দিষ্ট ছবির উপর ক্লিক করুন।
• এরপর ক্যাপচার বাটনে ক্লিক করে উপভোগ করুন ছেলে এবং মেয়েদের পিক তোলার স্টাইল গুলো।
আরো জানুন: টিক টক ভিডিও বানানোর সেরা অ্যাপস।
Photoideas অ্যাপস এর সুবিধা সমূহ:
• ৮ হাজারের বেশি ছেলে এবং মেয়েদের পিক তোলার স্টাইল পাবার সুবিধা।
• ৫০০ এর অধিক ছেলে এবং মেয়েদের পিক তোলার স্টাইল এর উপর ক্যাটাগরি রয়েছে।
• পোজিং সিলুয়েট ব্যবহারের সুবিধা।
• মাত্র তিন ক্লিকে ছবি তোলার দুর্দান্ত সুবিধা। (Photo Select -Posing silhouettes - Capture)
• posing silhouettes + built-in camera একসাথে ব্যবহার করার সুবিধা।
• প্রতিদিন ছেলে এবং মেয়েদের পিক তোলার স্টাইল গুলো আপডেট হয়।
• থার্ড পার্টি এডভার্টাইজিং মুক্ত।
Photoideas অ্যাপস এর অসুবিধা:
নেই।
Photoideas অ্যাপস এর সাবস্ক্রিপশন:
প্রতি মাস ৩৯০৳ টাকা। পেমেন্ট করা যাবে সকল ইন্টার্নেশনাল পেমেন্ট মেথড ব্যবহার করে। আর আপনি যদি অ্যাপসটির ক্র্যাক ভার্সন ব্যবহার করেন। তাহলে এক টাকাও গুনতে হবে না। ক্র্যাক ভার্সন ডাউনলোড করার জন্য গুগলের শরণাপন্ন হন।
Photoideas অ্যাপস এর ডিজাইন এবং ইউজার ইন্টারফেস:
ডিজাইন কুল এন্ড মিনিমালিস্টিক। সাদা এবং অরেঞ্জ কালারের কম্বিনেশন চোখে লাগার মত। সেই সাথে ইউজার ইন্টারফেস বেশ ইউজার ফ্রেন্ডলি এবং সকল এলিমেন্ট সঠিক পজিশনে রয়েছে। অ্যাপস টি ওপেন করা মাত্র সবার আগে চোখে পড়বে ছেলে এবং মেয়েদের পিক তোলার স্টাইল গুলো। আর নিচে চোখে পড়বে ক্যাটাগরি, বুকমার্ক করা ছবি এবং রিসেন্ট তোলা ছবিগুলো।
Photoideas অ্যাপস এর রেটিং এবং রিভিউ:
অ্যাপসটি বর্তমানে পাওয়া যাবে শুধুমাত্র প্লে স্টোর। আর প্লে স্টোরের তথ্য অনুযায়ী অ্যাপসটির বর্তমান রেটিং এবং রিভিউ নিচে দেওয়া হল:
রেটিং: 3.6/5
রিভিউ: 1K+
ডাউনলোড সংখ্যা: 500K+
যেভাবে ডাউনলোড করবেন Photoideas অ্যাপস:
অ্যাপসটিকে সরাসরি ডাউনলোডের জন্য ব্যবহার করুন প্লে স্টোর অথবা এই লিংক।
শেষ কথা:
ছবি তোলার সময় পোজ খুঁজতে গিয়ে জটিলতায় পড়েননি এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর। আর এই ব্যাপারটি একটু বেশিই ঘটে থাকে মেয়েদের বেলায়। তাই সঠিক সময়ে সঠিক পোজ দিতে ব্যাবহার করুন Photoideas অ্যাপস। আর মজার সব মুহূর্ত ফ্রেমবন্দী করুন নিশ্চিন্তে। ধন্যবাদ