এখনই ডাউনলোড করে নিন | সকল ইসলামিক স্ট্যাটাস পিকচার।

ইসলামিক স্ট্যাটাস পিকচার

আমাদের অনেক সময় সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহার করতে গিয়ে প্রয়োজন পড়ে ইসলামিক স্ট্যাটাস পিকচার এর। কিন্তু তখন ইসলামিক স্ট্যাটাস পিকচার না পাওয়াতে অনেকেই পারেন বিব্রতকর অবস্থায়। কারণ, গুগলে সার্চ করলে সব সময় ভালো রেজাল্ট পাওয়া যায় না। কিন্তু কেমন হয়? যদি আপনার ফোনেই থাকে হাজারো ইসলামিক স্ট্যাটাস পিকচার এর সমাহার? জ্বি! ঠিকই শুনেছেন, আজ আমরা কথা বলব যেভাবে আপনার ফোনে রাখবেন হাজারো ইসলামিক স্ট্যাটাস পিকচার। তাও শুধুমাত্র একটি মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করে। এপ্লিকেশনটির নাম: Muslim Status Pro.

মুসলিম স্ট্যাটাস অ্যাপস কি?
এটি একটি ইসলামিক শর্ট ভিডিও এবং ইসলামিক স্ট্যাটাস পিকচার ডাউনলোড করার অন্যতম জনপ্রিয় মাধ্যম। এখানে প্রতিদিন ১০০০ এর উপরে ইসলামিক শর্ট ভিডিও এবং ৫০০ এর মত ইসলামিক স্ট্যাটাস পিকচার পাওয়া যায়। এছাড়াও ভিন্ন ভিন্ন ক্যাটাগরি থেকে অথবা সার্চের মাধ্যমে ইসলামিক স্ট্যাটাস পিকচার এর মত, শর্ট ভিডিও গুলো ডাউনলোড করার সুবিধা প্রধান করে এই অ্যাপস। অ্যাপসটি এই মুহূর্তে ব্যবহার করা যাবে শুধুমাত্র এন্ড্রয়েড ডিভাইস গুলোতে। যা পরবর্তী সময়ে আইওএস তথা অ্যাপল এ ব্যবহার করার সম্ভাবনা থাকছে।



যেভাবে ব্যবহার করবেন মুসলিম স্ট্যাটাস:
অ্যাপসটি প্রথমে প্লে স্টোর অথবা নিচের লিংক থেকে ডাউনলোড করুন। এরপর ওপেন করে ফোনে চাওয়া সকল পারমিশন এলাও করুন। এরপর আপনার পছন্দ অনুযায়ী ক্যাটাগরি নির্বাচন করুন বা সার্চের মাধ্যমে খুঁজে বের করুন আপনার কাঙ্খিত শর্ট ভিডিও কিংবা ইসলামিক স্ট্যাটাস পিকচার গুলো।

মুসলিম স্ট্যাটাস অ্যাপ এর সুবিধা সমূহ বা ভালো দিক:
• ভিন্ন ভিন্ন ক্যাটাগরি থেকে ইসলামিক স্ট্যাটাস পিকচার এবং ইসলামিক শর্ট ভিডিও ডাউনলোডের সুবিধা।

• প্রতিনিয়ত আপডেট হওয়া সকল ইসলামিক স্ট্যাটাস পিকচার এবং শর্ট ভিডিও পাবার সুবিধা।

• প্রতিদিন নোটিফিকেশনের মাধ্যমে ইনস্পিরেশন সকল লাইন পাবার সুবিধা।

ইসলামিক স্ট্যাটাস পিকচার এবং শর্ট ভিডিও গুলো ইনস্ট্যান্ট শেয়ার করার সুবিধা।

• ডাউনলোড করা সকল ইসলামিক স্ট্যাটাস পিকচার এবং শর্ট ভিডিওগুলো ম্যানেজমেন্ট করার সুবিধা।

মুসলিম স্ট্যাটাস অ্যাপ এর খারাপ দিক:
থার্ড পার্টি এডভেটাইজিং রয়েছে।



মুসলিম স্ট্যাটাস অ্যাপের ডিজাইন এবং ইউজার ইন্টারফেস:
ডিজাইন বেশ একটা খারাপ নয়। তবে আরো কয়েকটি থিম যুক্ত করলে ভালো হতো। বিশেষ করে হোয়াইট থিমটি খুব মিস করছি। আমার মত যারা সাদামাটা রয়েছেন, তারাও মিস করবেন আশা করছি। ইন্টেরিয়র ডিজাইন অর্থাৎ অ্যাপের ভেতরের সকল ক্যাটাগরী এবং পোস্টগুলো ঠিকঠাক জায়গামতই ছিল। কিন্তু সমস্যা তৈরি করেছে থার্ড পার্টি এডভার্টাইজিং গুলো। যা খুবই বিরক্তকর। তবে পপ আপ অ্যাডস গুলো খুবই কম। যা আপনাকে বিরক্ত না হতে একটু হলেও সহযোগিতা করবে।

মুসলিম স্ট্যাটাস অ্যাপের রেটিং এবং রিভিউ:
অ্যাপসটির রেটিং এবং রিভিউ খুব ভালো। 4.7/5 রেটিং এবং ২০০০ এর বেশি রিভিউ নিয়ে বসে আছে প্লে স্টোরে। প্লে স্টোর থেকে এ পর্যন্ত অ্যাপসটিকে ডাউনলোড করা হয়েছে এক লাখের অধিক বার। যা প্রতিনিয়ত বেড়েই চলছে।

যেভাবে ডাউনলোড করবেন মুসলিম স্ট্যাটাস অ্যাপ:
অ্যাপস টি সরাসরি ডাউনলোড করার জন্য এই লিংকে ক্লিক করুন অথবা প্লে স্টোরে গিয়ে সার্চ করুন “Muslim Status Pro” লিখে।



শেষ কথা:
অ্যাপসটির মধ্যে থাকা ইসলামিক স্ট্যাটাস পিকচার গুলো বিভিন্ন রকম। যেমন: কোনটা square, আবার কোনটা Portrait বা ল্যান্ডস্কেপ। এর ফলে একই পিকচার আপনি বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারবেন। কোনটা ব্যবহার করতে পারবেন ফেসবুকের কভার ফটো হিসেবে, আবার কোনটা পোস্ট বা স্টোরিতে। সব বিষয়গুলো বিবেচনা করে দেখলে দেখা যায় যে, অ্যাপসটির মধ্যে থাকা প্রত্যেকটি ভিডিও এবং ছবি একই সঙ্গে বিভিন্ন প্লাটফর্মে শেয়ার করা সম্ভব। তাই আপনিও যদি একই জায়গার ছবি অথবা ভিডিও বিভিন্ন জায়গায় প্রকাশ করতে চান। তাহলে এখনি ডাউনলোড করুন আজকের শেয়ারকৃত মোবাইল অ্যাপসটি। আর উপভোগ করুন ইসলামিক স্ট্যাটাস পিকচার এবং ইসলামিক শর্ট ভিডিও। ধন্যবাদ
নবীনতর পূর্বতন