জেনেনিন | যাকাত হিসাব করার নিয়ম সহ সকল বিষয়বস্তু।

যাকাত হিসাব করার নিয়ম

ইসলামে যাকাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রোকন। ঈমানের পর সর্বাধিক গুরুত্বপূর্ণ ও অপরিহার্য ইবাদত হলো: সালাত ও যাকাত। কুরআন মজীদে বহু স্থানে সালাত-যাকাতের আদেশ করা হয়েছে এবং আল্লাহর অনুগত বান্দাদের জন্য অশেষ ছওয়াব, রহমত ও মাগফিরাত এর পাশাপাশি আত্মশুদ্ধি - প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ইসলামে যাকাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হওয়ার কারণে, যাকাত হিসাব করার নিয়ম, যাকাত কাদের উপর ফরজ বা যাকাত প্রদানের খাত কয়টি এ সম্পর্কে মোমিন মুসলমানদের পূর্ণাঙ্গ ধারণা রাখা জরুরি। তাই আজ আমরা আপনাদের মাঝে হাজির হয়েছি, যেভাবে সম্পদের পরিমাণ হিসাব করে যাকাতের টাকা বের করবেন। পাশাপাশি যাকাত সম্পর্কে টুকি টাকি সকল বিষয়বস্তু সম্পর্কে জানতে পারবেন। আর এই বিষয়বস্তুতে সহযোগিতা করবে একটি মোবাইল অ্যাপস। অ্যাপসটির নাম: যাকাত ক্যালকুলেটর

যাকাত ক্যালকুলেটর কি?
মুমিন মুসলমানদের সঠিকভাবে যাকাত প্রদান করতে তৈরি করা এই মোবাইল অ্যাপ্লিকেশন। যার মাধ্যমে মুমিন মুসলমানরা যাকাত হিসাব করার নিয়ম, যাকাত কাদের উপর ফরজ এবং যাকাত প্রদানের খাত কয়টি জানা সহ এরকম নানান প্রশ্নের উত্তর পেয়ে যান। পাশাপাশি সম্পদের পরিমাণ থেকে কতটুকু যাকাত দিতে হবে, তা ক্যালকুলেটরের মাধ্যমে ক্যালকুলেট করে বের করার সুবিধা।



যেভাবে ব্যবহার করবেন যাকাত ক্যালকুলেটর মোবাইল অ্যাপস:
প্রথমে প্লে স্টোর থেকে অ্যাপসটি ডাউনলোড করুন এবং ওপেন করে “যাকাত ক্যালকুলেটর” ক্যাটাগরি সিলেক্ট করুন। এরপর আপনার সকল সম্পদের পরিমাণ সাবমিট করুন এবং সবশেষ ক্যালকুলেট করে দেখুন যে, কত টাকা এ বছর আপনাকে যাকাত দিতে হবে।

[ অ্যাপস টি সম্পূর্ণ বাংলা ভাষায় নির্মিত এবং ব্যবহার করতে লাগেনা কোন অ্যাকাউন্ট। ]

যাকাত ক্যালকুলেটর অ্যাপস এর বৈশিষ্ট্য বা সুবিধা সমূহ:
সম্পদের পরিমাণ এর উপর মূল যাকাত কত টাকা হয়েছে তা ক্যালকুলেট করে বের করার সুবিধা। পাশাপাশি যাকাত সম্পর্কিত সকল বিষয়বস্তুর উপর পূর্ণাঙ্গ ধারণা পাবারও সুবিধা রয়েছে। যেমন: যাকাত হিসাব করার নিয়ম, যাকাত গণনার নিয়ম, যাকাত কাদের উপর ফরজ, যাকাত প্রদানের খাত কয়টি ইত্যাদি ইত্যাদি।

[ অ্যাপসটির মূল কাজ যাকাত ক্যালকুলেট করা। তাই নির্দিষ্টভাবে অ্যাপসের মধ্যে আহামরি কোন সুযোগ সুবিধা নেই। তবে রয়েছে যাকাত সম্পর্কে বিস্তারিত জানার সুবিধা। ]

যাকাত ক্যালকুলেটর অ্যাপস এর খারাপ দিক:
থার্ড পার্টি এডভার্টাইজিং রয়েছে।

যাকাত ক্যালকুলেটর অ্যাপস এর ডিজাইন এবং ইউজার ইন্টারফেস: 
ডিজাইন খুব সুন্দর। সাদা ব্যাকগ্রাউন্ডের মাঝে প্রতিটি ক্যাটাগরি এবং আর্টিকেল ফুটে উঠেছে কালারফুল গ্রেডিয়েন্টে। যা দেখতে এক কথায় অসাধারণ। সেই সাথে ইউজার ইন্টারফেজ ও অনেক সহজ। যা যেকোনো বয়সের মানুষ খুব সহজেই ব্যাবহার করতে পারেন।

যাকাত ক্যালকুলেটর অ্যাপস এর রেটিং এবং রিভিউ:
রেটিং: 4.0/5
রিভিউ: 600+
[ উপরের সম্পন্ন তথ্য প্লে স্টোর থেকে নেয়া। ]



যেভাবে ডাউনলোড করবেন যাকাত ক্যালকুলেটর মোবাইল অ্যাপস:
অ্যাপসটি সরাসরি ডাউনলোড করতে এই লিংকে ক্লিক করুন অথবা প্লে স্টোরে গিয়ে সার্চ করুন “যাকাত ক্যালকুলেটর” লিখে।

শেষ কথা:
নিজের উপার্জিত সম্পদের একটি অংশ গরিব ও মিসকিনদের মাঝে বণ্টন করাকে যাকাত বলা হয়। আর বন্টনের ক্ষেত্রে অবশ্যই কিছু নিয়ম নীতিমালার মধ্যে দিয়ে যেতে হয় একজন মুমিন মুসলমানকে। কোন সেই নিয়ম নীতিমালা বা কিভাবে সঠিক নিয়মে যাকাত ক্যালকুলেট কিংবা বন্টন করবেন। তা বিস্তারিত জানতে এখই ডাউনলোড করুন, আজকের শেয়ারকৃত মোবাইল অ্যাপসটি। ধন্যবাদ
নবীনতর পূর্বতন