সুপারফাস্ট এবং এডভার্টাইজিং মুক্ত “ইমু” অ্যাপস | imo lite ভিডিও কল এবং চ্যাট

imo lite ভিডিও কল এবং চ্যাট

ইমু!
প্রবাসীদের কাছে বহুল জনপ্রিয় একটি শব্দ। হ্যাঁ, বলছিলাম বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় ভিডিও কলিং মোবাইল অ্যাপস এর কথা। ইমোর সঙ্গে প্রবাসীদের অতপ্রতভাবে কানেক্টিভিটি রয়েছে। কারন, একটি জরিপে দেখা গেছে দেশের প্রায় 80 শতাংশ প্রবাসী কমিউনিকেশন করার জন্য “ইমু” ব্যবহার করেন। এজন্য অনেকেই প্লে স্টোর কিংবা ভিন্ন প্লাটফর্ম থেকে imo apps download করে থাকেন। কিন্তু ভোগান্তি বাঁধে তখন যখন তারা অরজিনাল imo apps download করেন। এর অন্যতম কারণ হচ্ছে: অরজিনাল ইমু এপস টি তে রয়েছে প্রচুর এডভার্টাইজিং এবং সেইসাথে টুকিটাকি bugs. তবে এই দিক থেকে আপনি যদি অরজিনাল imo apps download না করে “imo lite ভিডিও কল এবং চ্যাট” ডাউনলোড করেন। তাহলে আপনি পাচ্ছেন বিভিন্ন সুযোগ-সুবিধা। যে বিষয়বস্তু নিয়ে এই আর্টিকেলটি সাজানো হয়েছে। তাহলে চলুন বেশি কথা না বলে, মূল আর্টিকেলে চলে যাওয়া যাক।

Imo Lite কি?
এটি অরজিনাল ইমু অ্যাপ এর আদলে তৈরি করা সুপারফাস্ট এবং এডভার্টাইজিং মুক্ত মোবাইল অ্যাপস। যদি আপনার মোবাইলের সক্ষমতা কম থাকে সে ক্ষেত্রে Imo Lite আপনার পছন্দের প্রথম তালিকা থাকবে। বিশেষ করে “ইমো” তাদের ইউজারদের মাঝে জরিপ চালিয়ে তৈরি করেছে এ অ্যাপ। আর সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে চারটি বিষয়ের উপর। যেমন: সুপার ফাস্ট, এডভেটাইজ মুক্ত, ছোট সাইজ এবং স্মুথ কলিং সিস্টেম।


..

যেভাবে ব্যবহার করবেন Imo Lite apps:
যারা ইতিমধ্যে ইমু ব্যবহার করেছেন। তাদের জন্য হয়তো বলা লাগবে না যে, কিভাবে ব্যবহার করবেন ইমো অ্যাপ। তার পরেও যারা এখনো পর্যন্ত ইমু লাইট এপস টি ব্যবহার করেননি, তাদের জন্য একটু নির্দেশনা দেওয়া হল নিচে:
• প্রথমে প্লে স্টোর থেকে “imo lite ভিডিও কল এবং চ্যাট” অ্যাপসটি ডাউনলোড করুন এবং ওপেন করুন।
• এরপর আপনার ফোন নাম্বার এবং ফাস্ট নেম, লাস্ট নেম দিয়ে ফিনিশ বাটনে ক্লিক করে অ্যাপটি ব্যবহার করা শুরু করুন।

Imo Lite apps অ্যাপস এর সুবিধা সমূহ:
• কম্প্যাক্ট সাইজ। যা অ্যান্ড্রয়েড 4.1 এর উপরের সকল ভার্সনে সূপারফাস্ট ভাবে চলবে। অ্যাপস টির সাইজ মাত্র 6 এমবি।

• টুজি এবং থ্রিজি নেটওয়ার্কে বাফারিং বা কোন প্রকারের লাগিং ছাড়া ভিডিও এবং অডিও কলের সুবিধা।

• কোন প্রকারের অ্যাডভার্টাইজিং নেই। যেখানে অনেকেই অরিজিনাল imo apps download করে আজ বড়ই বিপাকে। তাদের জন্য এটি চমৎকার একটি ফিচার।

imo lite ভিডিও কল এবং চ্যাট এর অন্যতম একটি ফিচার হচ্ছে: অত্যন্ত কম ডাটা খরচ।

Imo Lite apps অ্যাপস এর খারাপ দিক:
নেই।


..

Imo Lite apps অ্যাপস এর ডিজাইন এবং ইউজার ইন্টারফেস:
প্রথমেই বলে নিচ্ছি, এটি একটি ইন্টারন্যাশনাল মোবাইল অ্যাপ্লিকেশন। এর ডিজাইন এবং ইউজার ইন্টারফেস যথেষ্ট পরিমাণ নিট এন ক্লিন। অরজিনাল ইমু অ্যাপ এর থেকে এই অ্যাপসটি আরো লাইট ওয়েট হওয়ার কারণে, ডিজাইন আরো বেশি ফুটে উঠেছে। যা হয়তো ব্যবহারের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন। অরজিনাল ইমু অ্যাপ এ রয়েছে প্রচুর পরিমাণে এডভার্টাইজিং। যে কারনে ব্যবহার করা বেশ জটিল। কিন্তু আপনি আপনি এই জটিলতা খুঁজে পাবেন না “imo lite ভিডিও কল এবং চ্যাট” অ্যাপসটিতে।

Imo Lite apps অ্যাপস এর রেটিং এবং রিভিউ:
অ্যাপসটির লাইট ভার্শন এখনো পর্যন্ত ios ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়নি অর্থাৎ অ্যাপ স্টোরে আপনারা অ্যাপসটিকে এই মুহূর্তে পাবেন না। তবে পাবেন আপনারা প্লে স্টোরে। আর প্লে স্টোর এর রেটিং, রিভিউ এবং ডাউনলোড সংখ্যা নিচে দেওয়া হল:

রেটিং: 4.1/5★
রিভিউ: 84K
ডাউনলোড সংখ্যা: 10M+

যেভাবে ডাউনলোড করবেন Imo Lite apps:
এপ্সটিকে সরাসরি ডাউনলোড করতে এই লিংকে ক্লিক করুন অথবা প্লে স্টোরে গিয়ে সার্চ করুন: imo lite ভিডিও কল এবং চ্যাট লিখে।


..

শেষ কথা:
পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তের মানুষের সঙ্গে কমিউনিকেশন করার জন্য, বর্তমানে রয়েছে নানান সোশ্যাল নেটওয়ার্ক প্লাটফর্ম। তবে এত এত প্লাটফর্ম থাকার পরেও মানুষ হুমরি খেয়ে পড়ছে ইমুর মতো ভিডিও কলিং সিস্টেম এর দিকে। এর অবশ্য বহুল কারণও রয়েছে। যাইহোক! আজ আর আমরা কথা বলবো না কাঙ্খিত সেইসব কারণ নিয়ে। শুধুমাত্র একটি কথা বলেই শেষ করতে চাই আজকের এই আর্টিকেল। আর কথা ঠিক হচ্ছে: আপনারা যারা অরজিনাল imo apps download করে বিগত দিনে এবং এখনো ব্যাবহার করে চলেছেন। তারা একবার হলেও ব্যবহার করুন “imo lite ভিডিও কল এবং চ্যাট” অ্যাপস টি। হয়তো ব্যবহার করার ফলে সুফল আপনারা নিজ চোখেই দেখতে পাবেন। ধন্যবাদ
নবীনতর পূর্বতন