একসাথে করুন তিন ধরনের এডিটিং এর কাজ | alight motion mod apk

alight motion mod apk

একটা সময় ছিল যখন কম্পিউটার এর শরণাপন্ন হয়ে মানুষ ফটো এডিটিং, ভিডিও এডিটিং এবং অ্যানিমেশনের মত কাজগুলো অনেক জটিলতা নিয়ে তৈরি করত। কিন্তু এখন সময় বদলে গেছে, এই সকল কাজই হচ্ছে: মোবাইল দিয়ে। মোবাইল দিয়ে ফটো এডিটিং, ভিডিও এডিটিং এবং এনিমেশন এর কাজ করার জন্য বিভিন্ন এপস এর প্রয়োজন হয় অর্থাৎ একসাথে এগুলো একটি সফটওয়ারের মাধ্যমে করা সম্ভব নয়। এর জন্য আলাদা আলাদা অ্যাপস এর প্রয়োজন হয়। কিন্তু আপনি জেনে অবাক হবেন যে, ফটো এডিটিং, ভিডিও এডিটিং এবং এনিমেশন এর সকল কাজ একটি সফটওয়্যার মাধ্যমে করা সম্ভব। মূলত আজকের এই আর্টিকেলটি এভাবেই সাজানো হয়েছে। আর যে অ্যাপসটি দিয়ে এই তিন ধরনের কাজ করানো সম্ভব তার নাম হচ্ছে: alight motion. আর্টিকেলটি শুরু করার পূর্বে আপনাদের আরো একটি খুশির তথ্য দিয়ে রাখে যে, এই আর্টিকেলটি মাধ্যমে alight motion mod apk/ alight motion pro apk টি একদম ফ্রি তে পাচ্ছেন।

alight motion কি?
এটি একটি মোশন ডিজাইন অ্যাপ। যার মাধ্যমে একসঙ্গে তিন প্রকারের এডিটিং এর কাজ করা সম্ভব। যেমন: ফটো এডিটিং, ভিডিও এবং অ্যানিমেশন। এছাড়াও এই অ্যাপসটি দিয়ে ভিজুয়াল ইফেক্ট, মোশন গ্রাফিক্স এবং ভিডিও কম্পোজিটিং করা হয়।



যেভাবে ব্যবহার করবেন alight motion app:
অ্যাপসটি ব্যবহার করতে গিয়ে আপনি পড়বেন না কখনো বিপাকে। কারণ, এই অ্যাপস ব্যবহার করতে প্রয়োজন হয়না কোন একাউন্টের। তবে অ্যাপসটি ওপেন করার সময় অবশ্যই আপনাকে করতে হবে সাবধানতা। কারণ, অ্যাপসটি ওপেন হওয়া মাত্র আপনার ফোনের ক্যাপাবিলিটি অনুযায়ী, অ্যাপসটি তার নিজ জায়গা থেকে Evaluating Video Codec Performance এর জন্য প্রস্তুত হবে।

alight motion app এর সুবিধাসমুহ বা বৈশিষ্ট্য:
• একসাথে একাধিক লেয়ার ব্যবহার করার সুবিধা। তাদের মধ্যে উল্লেখযোগ্য: গ্রাফিক্স, অডিও এবং ভিডিও।
• ভেক্টর এবং ভিটম্যাপ এডিট করার সুবিধা।
• ১৬০ টির বেশী বেসিক এনিমেশন ব্যবহার করার সুবিধা।
• Grouping, Masking এবং কালার মিক্সিং এর সুবিধা।
• MP4, GIF এবং PNG আকারে এক্সপোট করার সুবিধা।
• কাস্টম ফন্ট, লেয়ার কপি পেস্ট এবং এবং পছন্দের এলিমেন্টস ডাউনলোড করে তা পুনরায় ব্যবহার করার সুবিধা।

alight motion app এর খারাপ দিক:
নেই।


..

alight motion app এর ডিজাইন এবং ইউজার ইন্টারফেস:
এই বিষয়টিতে কথা না বললেও হয়। তবে আপনাদের বোঝার সুবিধার জন্য কিছু কথা বলতে হচ্ছে। অ্যাপস টির ডিজাইন যথেষ্ট পরিমান সুন্দর। আর সুন্দর হবেই না কেন, অ্যাপসটিই তো একটি মোশন ডিজাইন অ্যাপ। পাশাপাশি ইউজার ইন্টারফেস অনেকটা সহজ। তবে প্রথম ব্যবহারে আপনাকে জটিলতা করে তুলবে। কিন্তু আপনি যদি এই অ্যাপসটি বেশ কয়েকবার ব্যবহার করেন এবং ইউটিউব থেকে টিউটোরিয়াল দেখে নেন। তাহলে আশা করছি, এ বিষয়ে আর কোন সমস্যা থাকবে না আপনার। সবকিছু বিবেচনা করলে এই অ্যাপস এর ডিজাইন এবং ইউজার ইন্টারফেস দুটোই চমকপ্রদক। আর এই রিলেটেড যত অ্যাপস রয়েছে। তাদের ডিজাইন একই রকম হয়ে থাকে। তা হয়তো আপনি আমি এবং আমরা সবাই জানি।

alight motion app এর রেটিং এবং রিভিউ:
বর্তমানে এই অ্যাপটিকে দুইটি অপারেটিং সিস্টেমের জন্য, ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্ম পাওয়া যাচ্ছে। আর প্লাটফর্ম দুটি হচ্ছে: অ্যাপ স্টোর এবং প্লে স্টোর।

প্লে স্টোর রেটিং: 4.3/5★
প্লে স্টোর রিভিউ: 751K


.

অ্যাপ স্টোর রেটিং: 4.3/5★
অ্যাপ স্টোর রিভিউ: 19.8K

যেভাবে ডাউনলোড করবেন alight motion app:
অ্যাপস টি কে সরাসরি ডাউনলোড করতে নিচের লিংক দুটি ভিজিট করুন।

প্লে স্টোর (অ্যান্ড্রয়েড)

এছাড়াও আপনি যদি alight motion mod apk ডাউনলোড করতে চান তাহলে এই লিংক ভিজিট করুন। যেখানে গেলে আপনি পেয়ে যাবেন একদম ফ্রিতে alight motion 3.7.1 mod apk

শেষ কথা:
কম্পিউটার দিয়ে যে সকল কাজ করা যায়, তার প্রায় বেশিরভাগ কাজই এখন মোবাইল দিয়ে করা সম্ভব বিভিন্ন প্রকার সফটওয়্যার এর মাধ্যমে। ঠিক তেমনি ফটো এডিটিং, ভিডিও এডিটিং এবং এনিমেশন এর কাজের জন্য আপনাকে আর কষ্ট করে কম্পিউটারের শরণাপন্ন হতে হবে না। তবে অ্যাডভান্স লেভেলের কাজ করার জন্য অবশ্যই আপনাকে কম্পিউটারের শরণাপন্ন হতে হবে। কিন্তু আপনি যদি বেসিক লেভেল এর কোন কাজ করতে চান, সে ক্ষেত্রে অবশ্যই ব্যবহার করুন আজকের শেয়ারকৃত মোবাইল অ্যাপস টি। এর পাশাপাশি alight motion 3.7.1 mod apk টি ডাউনলোড করে উপভোগ করুন আনলক সকল ফিচার। ধন্যবাদ
নবীনতর পূর্বতন