যেভাবে সবার আগে দেখবেন আজকের খেলার খবর! | Ridmik News | খবরের সেরা অ্যাপ

আজকের খেলার খবর

একজন খেলা প্রেমিকের কাছে খেলার খবর দেখা কিংবা শোনা অনেক সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এজন্য অনেকেই খেলার খবর দেখার জন্য টেলিভিশন এর উপর নির্ভরশীল হয়ে পড়ছেন। এর অন্যতম একটি কারণ হচ্ছে: ইন্টারনেটের এই যুগে এসেও সব প্লাটফর্মে অর্থাৎ ইউটিউব, ফেইসবুক কিংবা গুগল এ ভ্যালিড খেলার খবর দেখা সম্ভব হচ্ছে না, শুধুমাত্র অসাধু কিছু কনটেন্ট ক্রিয়েটরদের জন্য। তাই আজ আমি আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি। যেভাবে সবার আগে দেখবেন আজকের খেলার খবর। আর হ্যাঁ, এই সুবিধাটি আপনারা ভোগ করতে পারবেন শুধুমাত্র একটি ছোট্ট মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে। অ্যাপ্লিকেশনটির নাম: Ridmik News.

Ridmik News কি?
এটি Ridmik Labs অর্থাৎ Ridmik Keyboard এর অধীনে তৈরি করা একটি নিউজ রিলেটেড মোবাইল অ্যাপস। যার মাধ্যমে ব্যবহারকারীরা দিনের ২৪ ঘন্টা এবং সপ্তাহের সাত দিনই সকল ধরনের নিউজ এর মূল তথ্য পড়তে পারেন। এর ফলে ব্যবহারকারীদের সময় অপচয় রোধে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই অ্যাপস টি। এছাড়াও বর্তমানে জনপ্রিয় এই নিউজ রিলেটেড অ্যাপসটি, বাংলাদেশের এক নাম্বারে অবস্থান করছে। বিশেষ করে বিনোদন, চাকরি, স্বাস্থ্য , শিক্ষা এবং আজকের খেলার খবর দেখার সুবিধার জন্য।


যেভাবে ব্যবহার করবেন Ridmik News মোবাইল অ্যাপস টি:
• প্রথমে আপনার অপারেটিং সিস্টেম অনুযায়ী অ্যাপ স্টোর কিংবা প্লে স্টোর থেকে ডাউনলোড করুন Ridmik News মোবাইল অ্যাপস টি এবং ওপেন করে ব্যবহার করুন।

[ এপসটি ব্যাবহার করতে আপনার কোন ধরনের অ্যাকাউন্ট তৈরি করার প্রয়োজন নেই। তবে আপনি যদি ক্যুইজ খেলতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনার ফেসবুক অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত করুন Ridmik News মোবাইল অ্যাপস টি। ]


Ridmik News মোবাইল অ্যাপসটির সুবিধাসমূহ:
• সকল খবরের সর্বশেষ আপডেট তাৎক্ষণিক পাবার সুবিধা।

• বিনোদন, রাশিফল এবং কুইজ খেলে মোবাইল রিচার্জ জিতে নেওয়ার সুবিধা।

• ভাইরাল খবরের “পোলে” ভোট দেয়ার সুবিধা। এর ফলে প্রকাশিত খবরের পোস্টে আপনি আপনার ব্যক্তিগত মতামত দিতে পারবেন।

• নিয়মিত খবর পড়ে এবং কুইজ খেলে জিতে নিতে পারেন ব্যাজ।

• কৌতুহলী সব ঘটনা এবং খবর পড়ার পাশাপাশি নির্দিষ্ট খবর অডিও আকারে শোনার সুবিধা।

আজকের খেলার খবর, খেলার সময় সূচি ক্রিকেট লাইভ স্কোর এবং খেলায় ঘটে যাওয়া সকল হাইলাইটস সংক্ষিপ্ত আকারে দেখার সুবিধা।

• নোটিফিকেশনের মাধ্যমে এর খেলাধূলা, প্রযুক্তি এবং কুইজ এর সকল আপডেট জানার সুবিধা। এছাড়াও রয়েছে নেট দুনিয়ায় ঘটে যাওয়া সকল ভাইরাল ভিডিও দেখার সুবিধা।

Ridmik News মোবাইল অ্যাপস এর খারাপ দিক বা অসুবিধা:
লাইট থিম নেই অর্থাৎ অ্যাপটিতে শুধুমাত্র ব্যবহারকারীরা ডার্ক মোড ব্যবহার করতে পারবেন। যা ডিফল্ট ভাবে রয়েছে। এছাড়া অ্যাপসটিতে আর কোন খারাপ দিক নেই। তবে যারা ডার্ক মোড পছন্দ করেন, তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ফিচার। কিন্তু ডার্ক মোড এর বড় সমস্যাটি হচ্ছে: ডেলাইট এ ভালোভাবে আর্টিকেল পড়া সম্ভব নয়। যা লাইট মুডে সম্ভব।


Ridmik News মোবাইল অ্যাপস এর ডিজাইন:
অ্যাপটির ডিজাইন অন্যসব নিউজ রিলেটেড অ্যাপস এর মতই। কিন্তু ডিফল্ট ভাবে ডার্ক মোড এবং ভালো কালার কম্বিনেশন থাকায় অ্যাপসটি দেখতে আরো আকর্ষণীয় লাগে। পাশাপাশি অ্যাপসটিতে প্রত্যেকটি কনটেন্ট বেশ গোছানো। যার ফলে ব্যবহারকারীদের ইউজার এক্সপেরিয়েন্স এক কথায় অসাধারণ।


Ridmik News মোবাইল অ্যাপস এর রেটিং এবং রিভিউ:
Ridmik Labs এর অধীনে তৈরি করা প্রত্যেকটি মোবাইল অ্যাপস ই সাফল্যের শীর্ষে। আর এরই ধারাবাহিকতায় Ridmik News মোবাইল অ্যাপসটিও ব্যতিক্রম নয়। অ্যাপসটি বর্তমানে দুইটি প্লাটফর্মে পাওয়া যাচ্ছে। আর এই দুইটি প্ল্যাটফর্মের রেটিং এবং রিভিউ খুবই ভালো। প্লে স্টোরে 3.9/5 এবং অ্যাপ স্টোরে 5.0/5 ইউজার রেটিং রয়েছে। এছাড়াও এই দুইটি প্লাটফর্মে প্রায় 10 হাজারের কাছাকাছি ইউজারদের রিভিউ রয়েছে।

যেভাবে ডাউনলোড করবেন Ridmik News মোবাইল অ্যাপস:
অ্যাপসটি আপনারা ডাউনলোড করতে পারবেন প্লে স্টোর এবং অ্যাপ স্টোর থেকে। অ্যাপসটি সরাসরি ডাউনলোড করার জন্য, উপরোক্ত প্ল্যাটফর্মের নামের উপর ক্লিক করুন অথবা প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোরে গিয়ে সার্চ করুন: Ridmik News লিখে।

শেষ কথা:
আজকের এই আর্টিকেলের মূল বিষয়বস্তু ছিল। যেভাবে আপনারা খুব সহজেই আজকের খেলার খবর দেখবেন। সো! আশা করছি, আজকের এই আর্টিকেল এ শেয়ারকৃত মোবাইল অ্যাপস টি “আজকের খেলার খবর” দেখার জন্য বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনার জীবনে। তাই দেরি না করে এখনি ডাউনলোড করুন, Ridmik News মোবাইল অ্যাপস টি। আর ইনজয় করুন আজকের খেলার খবর সহ যাবতীয় ভ্যালিড তথ্য কিংবা খবর।
ধন্যবাদ
নবীনতর পূর্বতন