লাইভ দেখুন | আগামীকালের আবহাওয়া কেমন থাকবে? এই মুহুর্তের আবহাওয়ার খবর জানতে চাই

এই মুহুর্তের আবহাওয়ার খবর জানতে চাই

মহান আল্লাহ তা'আলার দেয়া অশেষ রহমত এর ভিতর আবহাওয়া অন্যতম। আবার এই আবহাওয়ার জন্য অনেকেই পড়েন নানান সমস্যায়। এক্ষেত্রে সমস্যাগুলো এড়াতে দেখার প্রয়োজন পড়ে আবহাওয়ার খবর। তাই সাধারণ মানুষ প্রতিনিয়ত ইন্টারনেটে সার্চ করছে: এই মুহুর্তের আবহাওয়ার খবর জানতে চাই বা আগামীকালের আবহাওয়া কেমন থাকবে দেখতে চাই সরাসরি সহ নানা রকম কথা লিখে। আজকের এই আর্টিকেলের মাধ্যমে আশা করছি, আপনাদের আর কষ্ট করে এই মুহুর্তের আবহাওয়ার খবর জানতে চাই বা আগামীকালের আবহাওয়া কেমন থাকবে দেখতে চাই সরাসরি কথা গুলো লিখে ইন্টারনেটে আর সার্চ করতে হবে না। কারন, আজ আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি: আগামীকালের আবহাওয়া কেমন থাকবে? বা এই মুহুর্তের আবহাওয়ার খবর জানতে চাই বা যেভাবে দেখবেন। আর এই সুবিধা গুলো উপভোগ করতে পারবেন, ছোট্ট একটি মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে। অ্যাপ্লিকেশন টির নাম: The Weather Channel.

The Weather Channel কি?
এটি একটি আমেরিকান পে টেলিভিশন চ্যানেল। যার মাধ্যমে আজকের এবং আগামীকালের আবহাওয়া কেমন থাকবে? তা খুব সহজেই নির্ণয় করা সম্ভব। একই সঙ্গে তুষার রাডার, বৃষ্টি, আবহাওয়ার মানচিত্র এবং নোটিফিকেশনের মাধ্যমে আবহাওয়ার সতর্কবার্তা পাবার সুবিধা রয়েছে। বর্তমান এই অ্যাপসটি ব্যবহার করা যাবে দুটি অপারেটিং সিস্টেমে। যেমন: অ্যান্ড্রয়েড এবং আইওএস। পাশাপাশি অফিশিয়াল ওয়েবসাইট এর মাধ্যমেও এই মুহুর্তের আবহাওয়ার খবর এবং আগামীকালের আবহাওয়া কেমন থাকবে? তা দেখা সম্ভব।


যেভাবে ব্যবহার করবেন The Weather Channel মোবাইল অ্যাপস টি:
• প্রথমে অ্যাপসটি প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে আপনার অপারেটিং সিস্টেম অনুযায়ী ডাউনলোড করুন এবং ওপেন করুন।

• এরপর “Next” বাটনে ক্লিক করে “Iunderstand” বাটনে ক্লিক করুন এবং আপনার লোকেশন সেট আপ করে ব্যবহার করুন অ্যাপসটি।

[ এপসটি ব্যাবহার করার পূর্বে অবশ্যই আপনার ফোনের লোকেশন অন করে নিন। ]


The Weather Channel মোবাইল অ্যাপস এর সুবিধা বা বৈশিষ্ট্য সমূহ:
• আপনার সিলেক্ট করা লোকেশন এর উপর ভিত্তি করে তুষার, বৃষ্টি, বৃষ্টির পরিমাণ এবং আগামীকালের আবহাওয়া কেমন থাকবে? তা সঠিক ধারণা পাবার সুবিধা।

• গত 24 ঘন্টা এবং আগামী 48 ঘন্টা পর্যন্ত তুষারপাত কেমন হবে তা দেখার সুবিধা। এমনকি তুষারপাতের সময় আপনি যদি ঘর থেকে বের হন, তবে কি কি পরিধান করবেন তার উপর একটি পূর্ণাঙ্গ ধারণা পাবার সুবিধা রয়েছে।

শীতকালীন ঝড়ের পূর্বাভাস এবং লাইভ রাডার এর মাধ্যমে আবহাওয়ার পূর্বাভাস বা সতর্কবার্তা পাবার সুবিধা। এছাড়াও আপনার লোকেশন অনুযায়ী আগামী তিন ঘন্টার আবহাওয়ার খবর দেখার সুবিধা রয়েছে।

• উইজেট এবং ডার্ক মোড ব্যবহার করা যাবে এই অ্যাপসটি। যার ফলে আবহাওয়ার পূর্বাভাস দেখার চমৎকার একটি এক্সপেরিয়েন্স পাবে প্রত্যেক ব্যবহারকারী।

এই মুহুর্তের আবহাওয়ার খবর জানতে চাই বা আগামীকালের আবহাওয়া কেমন থাকবে দেখতে চাই সরাসরি এমন কথা লিখে যারা ইন্টারনেটে প্রতিনিয়ত সার্চ করেন। তাদের জন্য রয়েছে একটি ইন্টারেস্টিং ফিচার। যার মাধ্যমে তাৎক্ষণিকভাবে বিশ্বের যে কোন জায়গার বা আপনার নির্দিষ্ট লোকেশন এর লাইভ আবহাওয়ার খবর দেখতে পাবার সুবিধা। এর ফলে কষ্ট করে ইন্টারনেটে আর আর লিখতে হবে না, এই মুহুর্তের আবহাওয়ার খবর জানতে চাই বা আগামীকালের আবহাওয়া কেমন থাকবে দেখতে চাই সরাসরি এমন কথা।

• ঘর থেকে বের হওয়ার আগে খুব সহজেই জানতে পারবেন, আপনার নির্দিষ্ট লোকেশনে কেমন ধুলোবালি বা এলার্জিজনিত কোন আবহাওয়া আছে কিনা।

• প্রতিনিয়ত সারা পৃথিবীতে আবহাওয়ার কবলে পড়া সকল দুর্ঘটনার ভিডিও গুলো দেখতে পাওয়ার সুবিধা।


The Weather Channel মোবাইল অ্যাপস এর খারাপ দিক:
থার্ড পার্টি এডভার্টাইজিং যুক্ত। এই সমস্যাটি দূর করতে ব্যবহার করতে হবে প্রিমিয়াম প্যাকেজ। তবে এর জন্য টাকা খরচ করতে হবে, যা অনেকের জন্যই ব্যয়বহুল কিংবা ঝামেলার একটি বিষয়।

[ বিরক্তিকর এডভার্টাইজিং দূর করতে অ্যাপসটির ক্র্যাক ভার্সন ব্যবহার করুন। আপনাদের মাঝে ক্র্যাক ভার্সনটি শেয়ার না করতে পারার জন্য, আন্তরিক ভাবে দুঃখিত। ]

The Weather Channel মোবাইল অ্যাপস এর সাবস্ক্রিপশন রেট:
মাসিক - $4.99
বাৎসরিক: $29.99

The Weather Channel এর পেমেন্ট মেথড:
ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ড সহ যাবতীয় অনলাইন কার্ডের মাধ্যমে পেমেন্ট করা যায়।

The Weather Channel মোবাইল অ্যাপস এর ডিজাইন:
অ্যাপসটির ডিজাইন অনেকটা সাদামাটা। একই সাথে সকল টুলস গুলো গোছানো। যা ব্যবহারকারীদের কোন রকমের সমস্যায় আশা করছি ফেলবে না। তাই ডিজাইন নিয়ে আর কথা বাড়াতে চাইনা। আপনারা অ্যাপ্লিকেশনটি ব্যবহার করুন, তাহলে ডিজাইনের প্রশংসা নিজেরাই করতে বাধ্য হবেন।

The Weather Channel মোবাইল অ্যাপস এর রেটিং এবং রিভিউ:
জনপ্রিয় এই অ্যাপসটির রেটিং এবং রিভিউ দুটোই বেশ ভালো অবস্থানে রয়েছে। যথাক্রমে প্লে স্টোরে 4.4/5 এবং অ্যাপ স্টোরে 4.7/5 রেটিং রয়েছে। একই সঙ্গে প্লে স্টোরে 2+ মিলিয়ন এবং অ্যাপ স্টোরে 3.2+ বিলিয়ন এর অধিক রিভিউ রয়েছে। যা এক কথায় অসাধারণ।


যেভাবে ডাউনলোড করবেন The Weather Channel মোবাইল অ্যাপস:
অ্যাপসটি আপনারা ডাউনলোড করতে পারবেন অ্যাপ স্টোর কিংবা প্লে স্টোর থেকে।

[ সরাসরি ডাউনলোডের জন্য উপরের প্ল্যাটফর্মের নামের উপর ক্লিক করুন। ]

শেষ কথা:
2018 সালের তথ্য অনুযায়ী The Weather Channel অ্যাপসটির ইউজার সংখ্যা ছিল প্রায় 79.128+ মিলিয়ন এর অধিক। যা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। তাই আপনিও যদি আবহাওয়ার সঠিক তথ্য দেখার কোন অ্যাপস খুঁজে থাকেন। তাহলে অবশ্যই ডাউনলোড করুন, আজকের আর্টিকেলে শেয়ারকৃত মোবাইল অ্যাপস টি। কারণ, এই অ্যাপের মাধ্যমে আগামীকালের আবহাওয়া কেমন থাকবে? বা এই মুহুর্তের আবহাওয়ার খবর জানতে চাই? সহ এই রিলেটেড সকল প্রশ্নের জবাব দিবে The Weather Channel.
ধন্যবাদ
নবীনতর পূর্বতন