পড়াশোনার পাশাপাশি ঘরে বসে ইনকাম করুন লাখ টাকা | robi 10 Minute School App Download

পড়াশোনা এখন হাতের মুঠোয় | robi 10 Minute School App Download

ঘরে বসে পড়াশোনা! হয়তো এই বাক্যটির সাথে ৯০ দশকের লোকেরা একটু হলেও অপরিচিত। কিন্তু এখন যুগ প্রতিনিয়ত পাল্টাচ্ছে, এই যেমন ধরুন: ক্রয়-বিক্রয়, কমিউনিকেশন, টাকা আদান-প্রদান করা সহ ঘরে বসেই পড়াশোনা করা সম্ভব, শুধুমাত্র ইন্টারনেট ব্যবহার করে। আমাদের দেশেও বেশ কয়েক বছর আগে ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে পড়াশোনা করার কোন ব্যবস্থা ছিলনা। তবে 10 minute school আসার পর থেকে, স্কুল-কলেজের শিক্ষার্থীরা ঘরে বসেই পড়াশোনা করতে পারছে। আজ আমি এই আর্টিকেলের মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করব, Robi 10 minute school এর জনপ্রিয় মোবাইল অ্যাপ 10 minute school এর সুবিধা-অসুবিধা এবং খারাপ দিক সম্পর্কে।

10 minute school কি?
এটি একটি বাংলাদেশের অন্যতম সেরা শিক্ষাবৃত্তিক অরগানাইজেশন। যা আজ থেকে ছয় বছর আগে (২০১৫) সালে আয়মান সাদিক এর হাত ধরে গঠিত হয়েছিল। এর কিছু বছর পর সার্বিক সহযোগিতায়, বাংলাদেশের অন্যতম মোবাইল অপারেটর “রবি” প্রতিষ্ঠানটির সাথে কোলাবরেশন করেন। বর্তমানে 10 minute school বাংলাদেশের অন্য সব অনলাইন ভিত্তিক শিক্ষামূলক প্ল্যাটফর্ম এর চেয়ে বেশ এগিয়ে।

যেভাবে অ্যাপসটি ব্যবহার করবেন/ 10 minute school login:
• প্রথমে প্লে ষ্টোর অথবা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন robi 10 minute school app.

• এরপর আপনার পড়াশোনার পর্যায়, শ্রেণী এবং বিভাগ নির্বাচন করুন।

• এরপর একদম উপরে হাতের ডানে (•••) ৩ ডটে ক্লিক করে “লগ ইন” সিলেক্ট করুন।

• এরপর আপনার ফোন নাম্বার অথবা ই-মেইল ব্যবহার করুন। পাশাপাশি ফোনে আসা ভেরিফিকেশন কোড সাবমিট করুন।

• এরপর নাম, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দিন এবং অ্যাপে চাওয়া সকল পারমিশন “Allow” করে এপসটি ব্যবহার করুন।

10 minute school app এর সুবিধাসমূহ:
• অনলাইনে কোচিং করার সুবিধা। এটি হুবুহু বাড়ির মত আপনাকে স্বাদ দিবে।

• এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের টেস্ট পেপার সলভ কোর্স, উপভোগ করতে পারার সুযোগ রয়েছে।

• নিত্যনতুন প্রয়োজনীয় বই কেনার সুবিধা।

• ১- ১২ ক্লাস শিক্ষার্থীদের জন্য টিউটোরিয়াল, কুইজ এবং কোর্স পাবার সুবিধা।

• NCTB পাঠ্যক্রমের উপর ভিত্তি করে হাজার হাজার ভিডিও এবং কুইজ অ্যাক্সেস করার সুবিধা।

• একদম ফ্রিতে ৫০ হাজার ভিডিও এবং ৪০ হাজারের বেশি কুইজে অংশগ্রহণ করার সুবিধা।

• ভিডিও এবং পিডিএফ ফাইলগুলো অফলাইনে অ্যাক্সেস করার সুবিধা।


• NCTB নির্দেশিকা অনুসারে বাংলা, ইংরেজি, গণিত, রসায়ন, জীববিদ্যা শেখা এবং অনুশীলন করার সুবিধা।

• বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রতিটি ইউনিটের জন্য রয়েছে আলাদা আলাদা টিউটোরিয়াল।


• ফ্রিল্যান্সিং, স্পোকেন ইংলিশ, কার্টুন অ্যানিমেশন, মাইক্রোসফ্ট পাওয়ারপয়েন্ট ইত্যাদি শিখতে ও অনুশীলন করতে, অ্যাপের ভিতর বিশেষভাবে ডিজাইন করা রয়েছে “স্কিলস সেকশন”

• বিসিএস প্রার্থীদের প্রস্তুতির জন্য একটি সুসংগঠিত কোর্স এবং অন্যান্য চাকরির পরীক্ষার জন্য রয়েছে বিশেষ কিছু টিউটোরিয়াল।

• Enroll করা সকল কোর্স ট্রাক করার সুবিধা। পাশাপাশি প্রত্যেকটি কোর্স শেষে রয়েছে আলাদা আলাদা 10 minute school এর অফিশিয়াল সার্টিফিকেট।

10 minute school এর খারাপ দিক:
অ্যাপসটিতে ঐরকম কোনো খারাপ দিক নেই। তবে সাধারণ ইউজারদের দাবি রয়েছে যে, নির্দিষ্ট কোর্সগুলোর দাম একটু কম হলে ভালো হয়।

10 minute school Courses:
কোর্সগুলো আপনারা সরাসরি 10 minute school App অথবা ওয়েবসাইট এর মধ্য থেকে ক্রয় করতে পারবেন।

10 minute school Payment Methods:
বিকাশ, রকেট, নগদ, সিটি ব্যাংক, আমেরিকান এক্সপ্রেস, ভিসা এবং মাস্টার কার্ড।

10 Minute School App এর ডিজাইন:
ডিজাইনের কথা বলতে গেলে এক কথায় দুর্দান্ত। অ্যাপসটির ভেতরের কালার যে কারোর পছন্দ হতে বাধ্য। মিনিমাল ডিজাইনের পাশাপাশি সেগমেন্ট গুলো অনেক স্বচ্ছ এবং বিরক্তিকর এডস মুক্ত।

10 Minute School App রেটিং এবং রিভিউ:
অ্যাপসটির রেটিং এবং রিভিউ বেশ ভালো বলা চলে। কারণ, প্লে স্টোরে 4.3/5 রেটিং সহ ৪৮ হাজারের বেশি রিভিউ রয়েছে। একই সাথে অ্যাপ স্টোরে 4.3/5 রেটিং এবং হাতে গোনা কিছু রিভিউ রয়েছে।


10 Minute School App Download:
অ্যাপসটি আপনারা দুইটি অপারেটিং সিস্টেমের জন্য, ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্ম থেকে ডাউনলোড করতে পারবেন।


শেষ কথা:
10 Minute School এটি শুধুমাত্র একটি শিক্ষাবৃত্তিক অরগানাইজেশন নয় বরং আগামী দিনে সচ্ছল ভাবে চলার চাবিকাঠি। তাই আপনি যদি মনে করেন, ঘরে বসেই পড়াশোনা এবং অনলাইন থেকে উপার্জন করবেন। তাহলে এখনি ডাউনলোড করুন 10 Minute School App.

ধন্যবাদ
নবীনতর পূর্বতন