আয় করুন এবং ব্যবসা ম্যানেজ করুন নিখুঁতভাবে | Smanager App Download

আয় করুন এবং ব্যবসা ম্যানেজ করুন নিখুঁতভাবে | Smanager App Download

একজন ব্যবসায়ী বা উদ্যোক্তার মূল লক্ষ্য থাকা উচিত, অরিজিনাল প্রডাক্ট বা সঠিক সার্ভিস দেওয়া। এর পাশাপাশি ব্যবসা সঠিকভাবে পরিচালনা করাটাও খুব জরুরী। অনেক ব্যবসায়ী ব্যবসা ম্যানেজমেন্ট করার জন্য লোক নিয়োগ করেন। কিন্তু এই কাজটি সকল ব্যবসায়ী বা উদ্যোক্তারা করতে পারেন না। তবে আপনি জেনে অবাক হবেন যে, এখন থেকে আপনার ব্যবসা যত বড় হোক না কেন, তা আপনি আপনার স্মার্টফোনের সহযোগিতায় ঘরে বসেই ম্যানেজমেন্ট করতে পারবেন। হ্যাঁ বলছিলাম, বাংলাদেশের জনপ্রিয় বিজনেস ম্যানেজমেন্ট অ্যাপ smanager এর কথা।

smanager কি এবং এর কাজ কি?
এটি Sheba Platform Limited এর একটি ব্যবসায়ীক মোবাইল অ্যাপ্লিকেশন। যার মাধ্যমে যেকোনো ব্যবসায়ী কিংবা উদ্যোক্তা তার দৈনিক বিক্রি, বাকির হিসাব, স্টক ম্যানেজ, ব্যবসায়ের আয় বা উন্নতির রিপোর্ট সহ ব্যবসা পরিচালনা করতে আর যা যা দরকার, সবই আছে এই মোবাইল অ্যাপ্লিকেশনে।

Smanager login বা যেভাবে এপসটি ব্যাবহার করবেন:
• প্রথমে প্লে স্টোর থেকে ডাউনলোড করুন smanager app এবং ওপেন করুন।
(অ্যাপসটি শুধুমাত্র অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য রয়েছে। )

• এরপর আপনার ফোন নাম্বার দিন এবং ফোনে আসা ভেরিফিকেশন কোড সাবমিট করুন।

• এরপর পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিন।

• এরপর আপনার নাম, লিঙ্গ, প্রতিষ্ঠানের নাম এবং ব্যবসার ধরন নির্বাচন করুন।

[ উপরের সকল পার্সোনাল ইনফরমেশন ভোটার আইডি কার্ডের তথ্য অনুযায়ী দিন। পাশাপাশি অ্যাপে চাওয়া পার্মিশন গুলো এলাও করে দিন এবং এনআইডি কার্ড দিয়ে আইডেন্টিফিকেশন কমপ্লিট করুন]



Smanager এর বৈশিষ্ট্য বা সুবিধা সমূহ:
• খুব সহজেই পুরো ব্যবসা পরিচালনা করতে পারার সুবিধা।

• অনলাইন POS অর্থাৎ আঞ্চলিক ভাষায় যেটাকে বলা হয় চোতা বা রশিদ সহ ক্লাউড ব্যাকআপ রাখার সুবিধা।

• প্রাথমিক পর্যায়ে বাড়তি আয় করার জন্য Smanager App এ রয়েছে টপ-আপ এর মাধ্যমে ইনকাম করার সুবিধা।

• আপনার ব্যবসার ক্যাটাগরি অনুযায়ী, মাত্র এক মিনিটের ব্যবধানে তৈরি করে নিতে পারবেন ই-কমার্স ওয়েবসাইট।

• অনলাইনে রিমোট অর্ডার নেয়ার সুবিধা। আরেকটু সহজভাবে বললে, আপনি যেকোনো জায়গায় বসে আপনার নির্দিষ্ট অর্ডারগুলো নিতে পারবেন।

• আপনার দোকান বা প্রতিষ্ঠানের যেকোনো পণ্যের অর্ডার, ডেলিভারি করতে পারবেন দেশের ৬৪ জেলাতে।

• ব্যবসা আরো ডিজিটালাইজ করতে, বাকির হিসেবগুলো মনে রাখতে আপনাকে সহযোগিতা করবে Smanager App.

• কাস্টমারকে প্রোমো কোডের মাধ্যমে ডিস্কাউন্ট দিতে পারার সুবিধা।

• একসাথে কন্টাক্ট লিস্টে কাস্টমার ও সাপ্লায়ারকে রাখতে পারার সুবিধা।

• অর্ডার হিস্টোরি দেখতে পারার সুবিধা।

• প্রতিদিনের আয়ের হিসাব নজরদারিতে রাখতে পারার সুবিধা।

• শুরু থেকে মোট কত টাকা উপার্জন করেছেন তা দেখার সুবিধা।

• ব্যবসায়ের উন্নতি পর্যবেক্ষণ করার সুবিধা।

• ব্যবসায়ের রিসোর্স দেখার সুবিধা

• গ্রাহকদের কাছ থেকে রিভিউ নেওয়ার সুবিধা।


Smanager App এর খারাপ দিক:
মাঝেমধ্যে সিস্টেম গত সমস্যা হয়ে থাকে। আর এটা একদমই স্বাভাবিক একটি প্রক্রিয়া মাত্র। কারণ, এত বড় একটি কমিউনিটি ম্যানেজমেন্ট করাটা চাট্টিখানি কথা নয়। 
Smanager App এর ডিজাইন:
অ্যাপসটির ডিজাইন আমার কাছে বেশ ভাল মনে হয়েছে। কারণ, অন্যসব Business Management App এর তুলনায় অনেক সোজাসাপ্টা। যা সকল ব্যবসায়ী বা উদ্যোক্তারা অনায়াসে ব্যবহার করতে সক্ষম। এছাড়াও Smanager App টির কালার দেশ চমকপ্রদক।

Smanager App এর রেটিং এবং রিভিউ:
বর্তমানে প্লে স্টোরে 4.2/5 রেটিং এর পাশাপাশি সাত হাজারের অধিক রিভিউ রয়েছে।

Smanager App Download:
জনপ্রিয় এই অ্যাপ্লিকেশনটি শুধুমাত্র প্লে স্টোর থেকে ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন। আর ইতিমধ্যে অ্যাপসটির ডাউনলোড সংখ্যা প্রায় এক মিলিয়নের অধিক।

[ এপসটি ডাউনলোড করতে এই লিংকে ক্লিক করুন ]

Smanager loan:
ব্যবসা দ্রুত সময়ে এবং সহজে বৃদ্ধি করতে প্রয়োজন পড়ে অধিক মূ্লধনের। তাই smanager নিয়ে এসেছে “Digital Loan” ফিচার, যা দিয়ে সহজে ঘরে বা দেশের যেকোন প্রান্তে বসেই লোনের জন্য আবেদন করতে পারবেন ও সহজ শর্তে বিনা জামানতে লোন নিয়ে, আপনার ব্যবসা নিয়ে যেতে পারবেন নেক্সট লেভেল এ।

Smanager loan এর সুবিধা:
• সময় বাঁচবে।
• বিনা জামানতে লোনের জন্য আবেদন করার সুযোগ।
• ব্যাংকে যাওয়ার কোনো প্রকারের ঝামেলা নেই।
• সহজেই লোন পাওয়ার সুবিধা।


Smanager loan যেভাবে নিবেন বা যেভাবে আবেদন করবেন:
• প্রথমে ডিজিটাল লোন ফিচার ট্যাপ করুন।

• প্রয়োজনীয় Documents আপলোড করে সরাসরি লোন এর জন্য আবেদন করুন।

• লোনের আবেদনটি সরাসরি smanager প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ ব্যাংকের কাছে পৌছে দেয়া হবে। তারপর ব্যাংক আপনার ব্যাবসায়ের বিভিন্ন খুঁটিনাটি বিষয় পর্যালোচনা করে, দ্রুত সময়ের ব্যবধানে আবেদনকারীর সাথে যোগাযোগ করবে।

• লোন পাওয়ার জন্য অবশ্যই ছয় মাস Smanager App টি ব্যবহারকারীকে ব্যবহার করতে হবে।

• প্রতিদিন বিক্রির হিসাব, বাকির হিসাব, স্টক ইত্যাদি আপডেট করতে হবে। কারণ, smanager App টিতে করা ছয় মাসের লেনদেনের Documents দেখেই, ব্যাংক থেকে গ্রাহক লোন পাওয়ার জন্য নির্বাচিত হবে।


Smanager EMI bank list:
সঠিক কোনো তথ্য নেই। তবে আপনারা সরাসরি তাদের কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করুন।

Smanager Helpline Number:
১৬৫১৬ অথবা +880 9678-016516 (247)
ঠিকানা: বাড়ি-৪৫৪ , রোড- ৩১, মহাখালী ডিওএইচএস, ঢাকা - বাংলাদেশ।
ইমেইল: smanager@sheba.xyz

শেষ কথা:
U.S. Bureau of Labor Statistics এর পরিসংখ্যান অনুযায়ী গড়ে ১০০ জনের ভেতর মাত্র ২০ জন ব্যবসায়ী সফল হন। আর বাকি ৮০ জন শুধুমাত্র ব্যাবসা সঠিকভাবে পরিচালনা না করতে পারার জন্য, ১ বছরের নিচেই ব্যাবসা থেকে ছিটকে পড়েন। তাই আপনি যদি একজন ব্যাবসায়ী বা উদ্যোক্তা হয়ে থাকেন, তাহলে ব্যাবসা থেকে ছিটকে পড়ার আগে অন্তত একবার হলেও ব্যবহার করুন smanager App. কারণ, এই অ্যাপে ব্যাবসা পরিচালনা করার যাবতীয় সুযোগ-সুবিধা রয়েছে। এছাড়াও বর্তমানে smanager App প্রায় ১০+ লাখ মানুষ ব্যাবহার করছে।

ধন্যবাদ
নবীনতর পূর্বতন