গাড়ি এবং বাইকের সমস্যা দূর করবে অ্যাপ! | Zantrik

গাড়ি এবং বাইকের সমস্যা দূর করবে অ্যাপ! | Zantrik

একটা সময় মানুষ স্থলভাগে যাতায়াতের জন্য ব্যাবহার করতো ঘোড়া, গাধা, মহিষ সহ নানা প্রাণী। কিন্তু সময়ের বিবর্তনে আজ, যাতায়াতের জন্য মানুষ ব্যবহার করছে বাইসাইকেল, মোটর সাইকেল, রিক্সা, ভ্যান, গাড়ি সহ নানান ধরনের যানবাহন। নিত্যনতুন যানবাহনের ফলে আমাদের দৈনন্দিন জীবন যে রকম সহজ হয়েছে। ঠিক একই রকম আবার, অসুবিধার ও শিকার কেউ কেউ হচ্ছে।

আজকাল অনেকেই ঘুরতে যাওয়ার জন্য নিজস্ব গাড়ি ব্যবহার করে। মাঝ রাস্তায় গাড়ি নষ্ট হয়ে যাওয়াটা বিচিত্র কিছু নয়। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে গাড়ি নষ্ট হওয়ার পর, সারিয়ে তোলা টা কিছুটা বিচিত্র। গাড়ি নষ্ট হওয়ার সমস্যা সমাধানে ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসের ২ তারিখ, প্লে স্টোরে পাবলিশ হয় “Zantrik” নামক একটি বাংলাদেশি অ্যাপ। এর পরপরই ব্যবহারকারীদের কাছে অ্যাপসটি তুমুল আকারে জনপ্রিয়তা লাভ করে।

Zantrik কি?
এটি একটি অটোমোবাইল বিষয়ক সেবা প্রদানকারী অ্যাপ। যার মাধ্যমে ব্যবহারকারী দেশের যেকোনো প্রান্তে বসে। ব্যক্তিগত গাড়ি সারানোর জন্য সুলভ মূল্যে “মেকার” ভাড়া করে গাড়ি সারাতে পারে। “যান্ত্রিক” অ্যাপে রয়েছে দেশের দুই হাজারেরও বেশি গ্যারেজ। যার ফলে অন্যান্য গ্যারেজের তুলনায়, যান্ত্রিক ব্যবহারকারীরা সুনিদৃষ্ট মূল্যতালিকা অনুযায়ী মানসম্পন্ন কাজের নিশ্চয়তা পায়। এছাড়াও ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর জন্য রয়েছে যান্ত্রিকের “Fleet Management System” যেটি ব্যবহার করে প্রতিষ্ঠানগুলো বছরব্যাপী স্বল্প খরচে তাদের গাড়িগুলো পরিচালনা করতে পারে।

যেভাবে যান্ত্রিক/Zantrik ব্যাবহার করবেন:
• প্রথমে প্লে ষ্টোর অথবা অ্যাপল স্টোর থেকে “Zantrik” অ্যাপটি ডাউনলোড করুন এবং ওপেন করুন।

• এরপর “Skip” বাটনে ক্লিক করে “মোবাইল ফোন দিয়ে” বাটনে ক্লিক করুন এবং ফোন নাম্বার দিন।

• এরপর মোবাইলে আসা ভেরিফিকেশন কোড দিন এবং নাম/ইমেইল দিয়ে, আপডেট করুন।

• সর্বশেষ “হোম পেজ এ চলুন” বাটনটিতে ক্লিক করে আপসটি ব্যাবহার করুন।

Zantrik/জান্ত্রিক অ্যাপ এর সুবিধা বা বৈশিষ্ট্য:
• যেকোনো গাড়ির হেলথ চেকআপ করার সুবিধা।

• জীপ, কার, মাইক্রো, মোটরসাইকেল সহ অন্যান্য গাড়ির বিভিন্ন পার্টস রিপেয়ারিং করার সুবিধা।

• কার ওয়াশ, পলিশ এবং ইন্টেরিওর ক্লিনিং করার সুবিধা।

• গাড়ির ওয়েল, ফিল্টার, স্পার্ক প্লাগ সার্ভিসিং করার সুবিধা।

• এলপিজি কনভার্সন করার সুবিধা।

• যেকোনো গাড়ির ‌এয়ারকন্ডিশন পরিবর্তন, ‌ বেসিক সার্ভিসিং, ‌মাস্টার সার্ভিসিং, মাস্টার সার্ভিসিং প্রিমিয়াম সহ এয়ারকন্ডিশনের যাবতীয় সার্ভিসিং করার সুবিধা।

• গাড়ির সুন্দর্য কয়েকগুণ বৃদ্ধি করার ক্ষেত্রে পেইন্টিং করার সুবিধা।

• ইঞ্জিন চেঞ্জ করার সুবিধা। ( গিয়ার বক্স সহ এবং ছাড়া )

• ডিজিটাল ফুয়েল নেওয়ার সুবিধা অর্থাৎ ড্রাইভার কতটুকু ফুয়েল নিচ্ছে তার ওপর নজরদারি রাখার সুবিধা।

• অ্যাপের ভিতর ড্রাইভারের সমস্ত তথ্য দিয়ে, ড্রাইভার এর উপর নজরদারি রাখার সুবিধা।

• কাছাকাছি গ্যারেজ খোঁজার সুবিধা।

• রোডসাইড হেল্পের সুবিধা অর্থাৎ মহাসড়কে গাড়ি নষ্ট হয়ে গেলে। নির্দিষ্ট গাড়ির কাছে গিয়ে সার্ভিস প্রধান করা। এছাড়াও এই অ্যাপে রয়েছে মোটরসাইকেলের যাবতীয় সার্ভিস নেওয়ার সুবিধা।

সাবস্ক্রিপশন:
এই অ্যাপে নির্দিষ্টভাবে কোন সাবস্ক্রিপশন প্যাকেজ নেই। তবে আপনার গাড়ি অনুযায়ী, আপনি নিজেই প্যাকেজ তৈরি করতে পারবেন।

রেটিং: আপসটির বর্তমান প্লে স্টোর রেটিং 4.1★ এবং অ্যাপ স্টোরে রয়েছে 3.0★

ডাউনলোড: আপসটি আপনারা ডাউনলোড করতে পারবেন, প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে।

ধন্যবাদ সবাইকে

নবীনতর পূর্বতন