স্বপ্নপূরণের আরেক নাম “ইভ্যালি” | Evaly Online Shopping

স্বপ্নপূরণের আরেক নাম “ইভ্যালি” | Evaly Online Shopping

বর্তমানে বাংলাদেশের পেক্ষাপটে যতগুলো ই-কর্মাস প্রতিষ্ঠান রয়েছে। তার শীর্ষে অবস্থান করছে “ইভ্যালি” ২০১৮ সালের ডিসেম্বর মাসের ১৬ তারিখ “মোহাম্মদ রাসেল” এর হাত ধরে ইভ্যালির পথচলা। এরপরই ক্রেতাদের চমকপ্রদক সব অফার দিয়ে মন জয় করে নিয়েছে ইভ্যালি। তবে এর পাশাপাশি বেশ সমালোচনাও কুড়িয়ে নিয়েছে ইভ্যালি

ইভ্যালি কি?
এটি একটি ই-কমার্স প্রতিষ্ঠান। যেখানে ক্রেতা এবং বিক্রেতা উভয়ে অন্যসব ই-কমার্সের থেকে বেশি লাভবান হওয়ার সুযোগ পাচ্ছে। বেশ কিছুদিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে, ইভ্যালি উধাও হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। তবে ২০২১ সালের জুলাইয়ের শেষের দিকে “যমুনা গ্রুপ” ইভ্যালি কে ১০০০ কোটি টাকা বিনিয়োগ করার ফলে, সম্পূর্ণ বিষয়টি পরিসমাপ্তি ঘটে।

Evaly Online Shopping যেভাবে ব্যবহার করবেন:
• প্রথমে প্লে ষ্টোর বা অ্যাপ স্টোর থেকে ইভ্যালি অ্যাপসটি ডাউনলোড করুন।

• এরপর অ্যাপস টি ওপেন করুন এবং “Account” বাটনটিতে ক্লিক করুন।

• এরপর “Sign up” বাটনে ক্লিক করে First Name, Last Name, Captcha এবং Terms Of Condition এ একটি ক্লিক করে। সর্বশেষ Sign Up বাটনে ক্লিক করুন।

Evaly Online Shopping বৈশিষ্ট্য বা সুবিধা:
• একজন সাধারন মানুষের জীবনযাত্রায়, যেসব প্রোডাক্ট প্রয়োজন পড়ে। তা সবই ইভ্যালি তে পাওয়ার সুবিধা।

• সাধারণ গ্রাহকদের তথ্য ফাঁস হওয়ার কোন প্রকারের সুযোগ নেই। আজকাল অনেক ই-কমার্স প্রতিষ্ঠানের সাধারণ গ্রাহকদের তথ্য ফাঁস হওয়ার খবর পাওয়া গেলেও, ইভ্যালির এখনো পর্যন্ত এ ধরনের কোনো খবর দেখা যায়নি।

• প্রত্যেকটি প্রোডাক্ট ১০০% পরিশুদ্ধ ভাবে পাওয়ার সুবিধা।

ইভ্যালির ওয়েবসাইট কিংবা অ্যাপ, অন্যান্য ই-কমার্স ওয়েবসাইট/ অ্যাপস এর থেকে সহজ।

• ই পয়েন্ট অর্জন করে, তা থেকে কাঙ্ক্ষিত প্রোডাক্ট সংগ্রহ করার সুবিধা।

• রবি এবং এয়ারটেল সিমে রিচার্জ করার সুবিধা। যা অন্যান্য ই-কমার্স ওয়েবসাইটে নেই বললেই চলে।

• স্টক প্রোডাক্ট ম্যানেজমেন্ট করার সুবিধা।

• বিক্রেতাদের জন্য Dynamic T&C ব্যবহার করার সুবিধা।

• সমতাপূর্ণ ‌অথেন্টিকেশন প্রক্রিয়া সম্পন্ন করার সুবিধা।

ইভ্যালিতে রয়েছে বিভিন্ন ক্যাম্পেইনে অংশগ্রহণ করার সুযোগ। যার ফলে নির্দিষ্ট প্রোডাক্টের রেগুলার দামের চেয়ে কয়েকগুণ কমে কেনার সুবিধা।

ইভ্যালিতে রয়েছে বিভিন্ন ভাউচার এবং গিফট কার্ড ক্রয় করার সুবিধা। ভাউচার এবং গিফট কার্ড ব্যবহার করে, প্রয়োজনীয় প্রডাক্ট স্বল্পমূল্যে কেনার সুযোগ।

• অনলাইন মোবাইল ব্যাংকিং পেমেন্টে থাকছে, বিভিন্ন সব ক্যাশব্যাক অফার। এছাড়াও ইভ্যালিতে রয়েছে দেশের অন্যান্য ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর চেয়ে বেশি সুযোগ-সুবিধা।

ইভ্যালির খারাপ দিক:
ক্রেতাদের তথ্য অনুযায়ী, ইভ্যালি ৪৫ দিনে ডেলিভারি দেয়ার কথা থাকলেও। বাস্তবে তার কোনো প্রকারের মিল খুঁজে পাওয়া সম্ভব  হয়নি।

রেটিং: ইভ্যালি অ্যাপসটির বর্তমান প্লে স্টোর রেটিং 4.2★ এবং অ্যাপ স্টোরে রয়েছে 3.1★

ডাউনলোড: ইভ্যালি অ্যাপসটি আপনারা ডাউনলোড করতে পারবেন, প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে।

শেষ কথা:
ব্যক্তিগতভাবে “ইভ্যালি” থেকে আমি কখনও প্রোডাক্ট সংগ্রহ করিনি। তাই ইভ্যালি সম্বন্ধে আমার ধারনাটাও একটু কম। উপরোক্ত ইভ্যালির খারাপ দিক এবং অ্যাপস এর বৈশিষ্ট্যগুলো, সামাজিক যোগাযোগ আর প্লে স্টোরের ডিস্ক্রিপশন থেকে সংগ্রহ করা।

ধন্যবাদ সবাইকে।

নবীনতর পূর্বতন