Vidmate App এর সাথে আমরা কমবেশি সবাই পরিচিত। স্মার্টফোন কেনার পর পরই, যে অ্যাপ গুলো আমাদের প্রয়োজন পড়ে। তার ভিতর Vidmate App অন্যতম।
অনেকের মাঝে এই ধারণা আছে যে, Vidmate App দিয়ে শুধুমাত্র YouTube এর Video Download করা হয়। আপনি জেনে অবাক হবেন যে, বিষয়টি একদমই এরকম নয়। এই অ্যাপের রয়েছে বিভিন্ন কাজ বা ফিচার, যা আপনার দৈনন্দিন জীবনকে আরও সহজ করে তুলবে।
Vidmate App কি?
YouTube এর ভিডিও ডাউনলোড করার জন্য, এটি একটি Third Party Video Downloader App। যেটা দিন দিন সাধারণ স্মার্টফোন ব্যবহারকারীদের মাঝে বেশ সাড়া ফেলে দিয়েছে। তবে কম্পিউটার ব্যবহারকারীদের জন্য যে, এই অ্যাপটি নেই এরকমটা ও নয়। কম্পিউটার ব্যবহারকারীদের থেকে মোবাইল ব্যবহারকারীদের মাঝে বেশ আলোচিত হয়েছে “এই অ্যাপস”।
Vidmate App এর বৈশিষ্ট্য:
• YouTube এর ভিডিও সকল ফরমেটে ডাউনলোড করার সুবিধা।
• WhatsApp এর সকল প্রকার ছবি কিংবা ভিডিও ডাউনলোড করার সুবিধা।
• ১০০০+ এর উপরে বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করার সুবিধা।
• English, Hindi এবং Bengali Movie ডাউনলোড করার সুবিধা।
• দ্রুতগতিতে ছবি, ভিডিও কিংবা অডিও ডাউনলোডের সুবিধা।
• ফোনে ডাউনলোড থাকা যেকোনো ভিডিও প্লে করার সুবিধা অর্থাৎ এটি একটি Video Player হিসেবে কাজ করে।
• ২০০+ এর উপরে লাইভ টিভি দেখার সুবিধার পাশাপাশি রয়েছে, আরো অনেক কিছু।
Vidmate App এর খারাপ দিক:
• Vidmate App এর সাহায্যে খুব সহজেই দেখা যায়, P×rn ভিডিও।
• Google Play Store এ পাওয়া যায় না।
• Google Play Protect আওতাভুক্ত না।
Vidmate App জনপ্রিয় এর পাশাপাশি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, একজন মোবাইল ব্যবহারকারী কে।
দুর্ভাগ্যবশত: কাঙ্খিত এই অ্যাপসটি এখনো পর্যন্ত প্লে স্টোরে পাবলিশ হয়নি।
কারণ হিসেবে Vidmate App এর অফিশিয়াল ওয়েবসাইটে বলা হয়েছে যে, “গুগলের নিয়ম-নীতিমালার কারণে, এখনো পর্যন্ত Vidmate App প্লে স্টোরে পাবলিশ করা হয়নি। তবে Vidmate App নিরাপদ এবং ম্যালওয়ার মুক্ত” ধন্যবাদ।