ফ্রী ফায়ার গেমারদের প্রয়োজন! | Booyah

Booyah App Review | সম্পূর্ণ বাংলায়


বর্তমান সময়ের স্মার্ট ফোন ভিত্তিক আলোচিত গেমস Garena FreeFire. ছোট-বড় মাঝারি কিংবা বৃদ্ধদের কাছেও, বেশ জনপ্রিয়তার হাতছানি পেয়েছে এ গেমস।

‌২০১৭ সালের নভেম্বর মাসের 20 তারিখ সর্বপ্রথম প্লে স্টোরে পাবলিশ করা হয়, জনপ্রিয় এই “FreeFire” নামক গেমস।

তার ঠিক দুই বছর পর, Garena প্লে স্টোরে পাবলিশ করে Booyah অ্যাপস। বলা বাহুল্য যে, FreeFire এবং Booyah App এর কোম্পানির নাম: Garena. আর এবারও Booyah Apps টি প্লে স্টোরে পাবলিশ করা মাত্রই, FreeFire গেমাররা হুমরি খেয়ে পড়ে।


Booyah App কি?

BOOYAH! সাধারণত একটি Short Gaming Clips, Livestream এবং নির্দিষ্ট এই অ্যাপে FreeFire এর হাইলাইটসগুলো দেখানো হয়।


Booyah App এর বৈশিষ্ট্য:

▪️ এখানে আপনি বিনামূল্যে দেখতে পাবেন, FreeFire Game এর ছোট ছোট সব ভিডিও। উদাহরণস্বরূপ: এই Booyah অ্যাপসটি হুবহু Tik Tok এর মত, যা আপনাকে প্রতিনিয়ত শর্ট ভিডিও প্রোভাইড করে থাকবে।


▪️ ব্যক্তিগতভাবে আপনি এখানে, FreeFire Game এর শর্ট ভিডিও আপলোড করতে পারবেন এবং পাশাপাশি সবার সাথে আপনার প্রোফাইল ভাগ করে নিতে পারবেন।


▪️ Booyah App এর মধ্য থেকে আপনি আপনার প্রিয় FreeFire Games টির Livestream করতে পারবেন এবং ফেইসবুক, ইউটিউব এর মত বড় সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে শেয়ার করতে পারবেন।


তার পাশাপাশি আপনি একজন সাধারণ Member হয়েও, কোন প্রকার টাকা পয়সা কিংবা মেম্বারশিপ এর প্রয়োজন পড়বে না, যেকোনো লাইভ-স্টিমারের সাথে চ্যাটিং করার জন্য।


▪️Booyah App এর মধ্যে আপনি বড় একটি অপরচুনিটি ভোগ করতে পারবেন। যদি আপনি একজন লাইভ-স্ট্রিমার হয়ে থাকেন। আর সেই অপরচুনিটি হল: Highlights এর সুবিধা।


মনে করুন, আপনি ইতিমধ্যে একটি লাইভ স্ট্রিম করেছেন। আপনার কাঙ্খিত লাইভ স্ট্রিম এর মধ্যে যত ধরনের এক্সাইটিং মুহূর্ত ছিল। সেই মুহূর্তগুলো ছোট ভিডিও আকারে Booyah App এর মধ্যে, সবার উপরে সাময়িক সময়ের জন্য কিছুক্ষণ প্রদর্শন করবে। যার ফলে আপনার অডিয়েন্স হু হু করে কয়েকগুণ বেড়ে যাবে, তবে এর জন্য আপনার গেম খেলার স্কিল অবশ্যই ভালো হওয়া চাই।


▪️ Booyah App এর ভিতর আপনি নিজস্ব একটা প্রোফাইল পাবেন। যেখানে আপনার সকল ধরনের শর্ট ভিডিও এবং লাইভ স্ট্রিম গুলো রাখার পাশাপাশি, পিন করে রাখতে পারার সুযোগ রয়েছে।


▪️ Booyah App এর মাধ্যেমে Cashcoin Reward পাওয়ার সুযোগ রয়েছে। যা দিয়ে আপনি আপনার গেমের যেকোনো Equipment ক্রয় করতে পারবেন। Cashcoin Reward অর্জন করার জন্য, আপনাকে শর্ট ভিডিও এবং লাইভ স্ট্রিম করতে হবে।


▪️Booyah App এর আরো একটি গুরুত্বপূর্ণ ফিচার রয়েছে। আর সেটি হচ্ছে: আমার কিংবা আপনার থেকে যারা বড় লাইভ-স্ট্রিমার রয়েছে, তাদের সকল লাইভস্ট্রিমিংয়ের প্রোগ্রাম আপডেট নোটিফিকেশনের মাধ্যমে পাবেন। এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা, যা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। একজন প্রকৃত FreeFire Player এর জন্য Booyah App টি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ: এই অ্যাপের মাধ্যমে বিনোদন পাওয়ার পাশাপাশি, প্রতিনিয়ত নতুন কিছু শেখার সুযোগ রয়েছে।


Booyah App এর ডিজাইন:

এই অ্যাপের ডিজাইনের কথা বলতে গেলে, এক কথায় অসাধারণ। চমৎকার সব কালারে ঠাসা এবং ফিচার পূর্ণ। সোজা সাপ্টা বলতে গেলে সিম্পল এর ভিতর গর্জিয়াস অর্থাৎ Minimalistic. এই ডিজাইন প্রত্যেকটা Free Fire গেমারদের খুবই ভালো লাগবে বলে, আমি ব্যক্তিগতভাবে আশাবাদী।


Booyah App এর রেটিং এবং রিভিউ:

বর্তমানে Booyah App এর প্লে স্টোর রেটিং 4.4/5 এবং প্লে স্টোরে রিভিউ রয়েছে প্রায় ১০ লাখেরও বেশি। পাশাপাশি অ্যাপ স্টোরে রেটিং রয়েছে 4.7/5 এবং অ্যাপ স্টোরে রিভিউ রয়েছে ৪ হাজারেরও বেশি।


ডাউনলোড: বর্তমানে আপনারা এই অ্যাপসটি ডাউনলোড করতে পারবেন, প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে।


ধন্যবাদ সবাইকে

নবীনতর পূর্বতন