সবচেয়ে কম খরচে কথা বলার সেরা অ্যাপস | Alap App Download

আলাপ app download

মাত্র ৩০ পয়সা খরচ করে প্রতি মিনিটে কথা বলা যাবে যে কোন নাম্বারে। কি অবাক হচ্ছেন? অবাক হওয়ারই কথা। কারণ, এরকম সুবিধা দেশের অন্যান্য টেলি যোগাযোগ কোম্পানিগুলো কখনোই দিতে সক্ষম হয় না। যেখানে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি আলাপ নামে একটি অ্যাপ তৈরি করে এই সুবিধা প্রদান করছে। 

আলাপ অ্যাপ কি?

আলাপ হলো: একটি বাংলাদেশি তাৎক্ষণিক যোগাযোগের মোবাইল অ্যাপস। যা বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি এবং মুজিব বর্ষ উপলক্ষে সরকারি টেলিযোগাযোগ সংস্থা বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড দ্বারা চালু করা হয়। এটি এন্ড-টু-এন্ড এনক্রিপশন নিশ্চিত করে বিনামুল্যে কথা বলা, ভিডিও কল,কল রেকর্ডিং, অডিও এবং ভিডিও কনফারেন্স, বার্তা আদান প্রদান, স্বল্প খরচে মুঠোফোনে কল করার সুবিধা দেয়।

আলাপ অ্যাপ ব্যবহারের নিয়ম:

  • প্রথমে প্লেস্টোর অথবা নিচের লিংক থেকে আলাপ অ্যাপ ডাউনলোড করুন।
  • এরপর ওপেন করে সকল পারমিশন এলাও করুন।
  • এরপর ফোন নাম্বার দিন এবং ফোনে আসা ভেরিফিকেশন কোড দিন।

আরো জানুন: ঘরে বসে টিকিট কাটার সেরা মাধ্যম।


[ অ্যাকাউন্ট খোলার পর এনআইডি কার্ডের মাধ্যমে কেওয়াইসি কমপ্লিট করুন। ]

আলাপ অ্যাপ এর সুবিধা:

  • যেকোন নাম্বারে ৩০ পয়সা প্রতি মিনিট কথা বলার সুবিধা।
  • নিজস্ব একটি আলাপ নাম্বার পাওয়া যায়। যা 096 দিয়ে শুরু।
  • রেফার এর মাধ্যমে ক্রেডিট আয় করা যায় এবং তা দিয়ে কথা বলা যায়।
  • ইনকামিং এবং আউটগোয়িং সকল কল রেকর্ড করার সুবিধা।

আলাপ অ্যাপ এর অসুবিধা:

নেই।

আলাপ অ্যাপ এর ডিজাইন এবং ইউজার ইন্টারফেস:

আলাপ অ্যাপ এর ডিজাইন খুবই সুন্দর। সেই সাথে এর ইউজার ইন্টারফেস একদম সহজ করে তৈরি করা হয়েছে। এর ফলে এই অ্যাপটি ব্যবহার করতে পারবেন সকল বয়সের মানুষ। আলাপ অ্যাপ ব্যবহারের পূর্বে আপনি যদি ব্রিলিয়ান্ট অ্যাপটি ব্যবহার করে থাকেন। তাহলে কিছুটা সেই অ্যাপের সাথে তুলনা করতে পারেন এই অ্যাপকে। কারণ, ব্রিলিয়ান্ট অ্যাপের ডিজাইন এবং ইউজার ইন্টারফেস যেমন তার আদলে তৈরি করা হয়েছে আলাপ অ্যাপের ডিজাইন ও ইউজার ইন্টারফেস।

আরো জানুন: পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করুন।

আলাপ অ্যাপ এর রেটিং এবং রিভিউ:

রেটিং: 4.1/5
রিভিউ: 28K+

যেভাবে আলাপ app download করবেন:

alap app download এর জন্য সরাসরি এই লিংক ভিজিট করুন।

শেষ কথা:

সবচেয়ে কম রেটে কথা বলার অন্যতম মোবাইল অ্যাপ: আলাপ। যা বর্তমানে ব্যবহার করছেন দেশের অধিকাংশ অ্যান্ড্রয়েড ব্যবহারকারী। কাজেই আপনি যদি ইতিমধ্যে ব্রিলিয়ান্ট অ্যাপ ব্যবহার করে থাকেন। তাহলে অনুরোধ থাকবে অন্তত আলাপ মোবাইল অ্যাপটি একবার হলেও ডাউনলোড করে ব্যবহার করুন। আশা করছি, এই অ্যাপ আপনাকে নিরাশ করবে না। আর আপনি যদি ব্রিলিয়ান্ট কিংবা আলাপ অ্যাপ কখনো না ব্যবহার করে থাকেন। তাহলে অবশ্যই অবশ্যই ব্যবহার করুন আজকের শেয়ার করা এই আলাপ অ্যাপটি। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। ধন্যবাদ

নবীনতর পূর্বতন