খুশির সব মুহূর্ত তাৎক্ষণিকভাবে ফ্রেমবন্দি করার জন্য কমবেশি সবাই ছবি তুলে থাকেন। এবার এই ছবিগুলো একসাথে সাজিয়ে অনেকে সামাজিক যোগযোগ মাধ্যমেও পোস্ট করেন। এ ছাড়াও বিভিন্ন সময়ে তুলা ছবি একসাথে সাজানোর প্রয়োজন পড়ে। এ কারণে আজ আমরা আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি। সবার সেরা একটি ছবি সাজানো সফটওয়্যার। যা ব্যাবহারের মাধ্যেমে নিজের তোলা সকল ছবি একসাথে জড়ো করে সাজাতে পারবেন।
ছবি সাজানো সফটওয়্যার টি ব্যাবহার করে যেভাবে ছবি সাজাবেন:
• প্রথমে ছবি সাজানো সফটওয়্যার টি নিচ থেকে ডাউনলোড করুন।
• এরপর ওপেন করুন এবং অ্যাপ এ চাওয়া সকল পারমিশন এলাও করুন।
• এরপর Collage বাটনে ক্লিক করে যে ছবিগুলো সাজাতে চান তা সিলেক্ট করুন।
• এরপর পছন্দ অনুযায়ী ছবিগুলো কাস্টমাইজ করুন এবং সবশেষ Export বাটনে ক্লিক করে ছবিগুলো মেমোরি কার্ডে সেভ করুন।
আরো জানুন: সময়ের সেরা ফটো এডিটিং অ্যাপস।
[ উল্লেখিত ছবি সাজানো সফটওয়্যার টি ব্যবহার করে শুধুমাত্র ছবি সাজানো নয় এর পাশাপাশি বেসিক এডিটেরও কাজ করা সম্ভব। ]
কিভাবে ছবি সাজানো সফটওয়্যার ডাউনলোড করব:
ছবি সাজানো সফটওয়্যার টি ডাউনলোডের জন্য সরাসরি এই লিংক ভিজিট করুন।
শেষ কথা:
সামাজিক যোগাযোগ মাধ্যমে সবার থেকে ব্যতিক্রমভাবে একসাথে অনেকগুলো ছবি পোস্ট করতে উপরের ছবি সাজানো সফটওয়্যার টি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আশা করছি, যারা এতদিন ভালো একটি ছবি সাজানো সফটওয়্যার খুঁজছিলেন। তারা ইতিমধ্যে পেয়ে গেছেন। এরকম প্রতিনিয়ত টিপস এন্ড ট্রিক্স ও মোবাইলের গুরুত্বপূর্ণ অ্যাপের রিভিউ পেতে অবশ্যই আমাদের এই ওয়েবসাইটের সাথে থাকুন। ধন্যবাদ