সবার সেরা ৫ টি বাংলা কিবোর্ড | top 5 bangla keyboard apps

bangla keyboard apps

নিজের মাতৃভাষায় কথোপকথন অথবা দ্রুত মেসেজ লেখার জন্য বাংলা লেখার কিবোর্ড এর গুরুত্ব অপরিসীম। যদি আপনি একজন এন্ড্রয়েড ফোন ব্যবহারকারী হয়ে থাকেন। বর্তমানে প্লে স্টোর এবং অ্যাপ স্টোরে রয়েছে বাংলা লেখার হাজারো কিবোর্ড। কিন্তু সকল বাংলা কিবোর্ড দিয়ে পরিপূর্ণভাবে লেখা সম্ভব না। তাই এই আর্টিকেল এর মাধ্যমে আমরা আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি, সবার সেরা ৫টি bangla keyboard apps download যেভাবে করবেন।

সেরা পাঁচটি bangla keyboard apps:
5) Borno Keyboard
সম্পূর্ণ ফ্রি এবং অ্যাডভার্টাইজিং মুক্ত এই কিবোর্ডটির মূল বৈশিষ্ট্য। এছাড়াও অ্যাপটি তে রয়েছে ফনেটিক, ফিক্সড কিবোর্ড লে আউট, টেক্সট এডিটর, লেটেস্ট ইমোজি, থিম, ক্লিপবোর্ড সহ এক হতে ব্যবহার করার সুবিধা।

4) Desh Keyboard 
ইমোজি, মজার জিআইএফ, থিম এবং আরও অনেক কিছু সহ সেরা বাংলা কীবোর্ড অ্যাপ এর তালিকায় এটি অন্যতম। জনপ্রিয় এই কিবোর্ড টি ব্যবহার করে বাংলা থেকে ইংরেজি এবং ইংরেজি থেকে বাংলা অনুবাদ ও লেখা সম্ভব। এছাড়াও ভয়েস টাইপিং এবং টাইপ করার সময় ফোনে থাকা অ্যাপ সাজেস্ট করে।




3) Ridmik Keyboard 
দেশের শীর্ষে থাকা বাংলা কিবোর্ড এর তকমা হয়তো এই অ্যাপটি ইতিমধ্যে নিয়েছে। এর অন্যতম কারণ, এই অ্যাপটি থেকে স্বাচ্ছন্দ্যে বাংলা লেখা সম্ভব। কারণ, এতে রয়েছে ভয়েস টাইপিং, অভ্র এবং জাতীয় কিবোর্ড। যার ফলে একজন ব্যবহারকারী কোন ঝামেলা ছাড়াই লিখতে পারেন বাংলা।

2) Bobble Keyboard
এটি একটি এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট কিবোর্ড। অ্যাপটি থেকে বাংলার পাশাপাশি অন্যান্য ভাষায়ও লেখা সম্ভব। আর লেখাগুলো একটু ব্যতিক্রম করতে এতে রয়েছে পপ টেক্সট এর মাধ্যমে লেখার পরিবর্তন ঘটানো, বড় ইমোজি, নিজের ছবি দিয়ে স্টিকার তৈরি এবং স্টাইলিশ ফন্ট ব্যবহারের সুবিধা।

1) Gboard Keyword
এটি গুগলের নিজস্ব তৈরি একটি কিবোর্ড। যা সম্পূর্ণ ফ্রি এবং এডভার্টাইজিং মুক্ত। জনপ্রিয় এই কিবোর্ডটি ব্যবহার করে স্মার্ট টাইপিং, গ্লাইড টাইপিং, ভয়েস টাইপিং, মাল্টি লেঙ্গুয়াল টাইপিং এবং হ্যান্ড রাইটিং করা সম্ভব। এছাড়াও ইমোজি, কালারফুল থিম, ক্লিপবোর্ড, স্টিকার, টেক্সট কারেকশন, ডিকশনারি সহ লেখার যাবতীয় ইকুপমেন্ট এর মধ্যে বিদ্যমান।




সেরা পাঁচটি bangla keyboard apps download যেভাবে করবেন:

শেষ কথা:
আর্টিকেলে উল্লেখিত সকল কিবোর্ডগুলো ব্যবহার করে আপনি স্বাচ্ছন্দ্যে বাংলা লিখতে পারবেন। তবে ব্যক্তিগতভাবে আমার পরামর্শ থাকবে গুগলের নিজস্ব তৈরি Gboard Keyword টি ব্যাবহার করুন। কারণ, এটি অন্য সকল কিবোর্ড এর থেকে সম্পূর্ণ আলাদা এবং খুবই কার্যকর। এই ছিল আমাদের তৈরি ছোট্ট একটি আর্টিকেল। যেখানে আপনাদের দেখানো হয়েছে সবার সেরা পাঁচটি bangla keyboard apps কে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ
নবীনতর পূর্বতন