বিভিন্ন সময় আমাদের bkash customer care number বা bkash helpline number জানার প্রয়োজন হয়। কারণ, বিকাশ একাউন্টে কোন ধরনের সমস্যা দেখা দিলেই একমাত্র bkash customer care number সংগ্রহ করে বিকাশ কর্মকর্তাদের সাথে কাঙ্খিত বিষয়টি নিয়ে আমরা আলোচনা করি এবং সমাধান নিয়ে থাকি। তাই প্রত্যেক বিকাশ ইউজারদের bkash customer care number জানা খুবই জরুরি।
bkash customer care number:
16247 অথবা 02-55663001
bkash customer care number যদি ব্যাস্ত থাকে তাহলে যা করবেন:
অনেক সময় দেখা যায় bkash helpline number প্রচুর ব্যস্ত থাকে। এর ফলে একজন গ্রাহক আরো বেশি হতাশ হন। যদিও bkash helpline number ব্যস্ত থাকার অনেক কারণ থাকতে পারে। তবে কারণগুলোর মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে: একই সাথে আপনার আমার মত অসংখ্য মানুষ তাদের সঙ্গে অর্থাৎ বিকাশ কাস্টমার কেয়ার এর প্রতিনিধির সঙ্গে কথা বলছেন। যদি এরকম পরিস্থিতি পার করেন এক্ষেত্রে এই আর্টিকেলটি দেখতে পারেন। যেখানে আমরা bkash live chat support এ কথা বলার নিয়ম দেখিয়েছি। আশা করছি, এই নিয়মটি অনুসরণ করলে খুব দ্রুত সময়ের মধ্যে বিকাশ কাস্টমার কেয়ার এর প্রতিনিধির সঙ্গে আপনি কথা বলতে সক্ষম হবেন।
শেষ কথা:
এই ছিল আমাদের ছোট্ট একটি আর্টিকেল। আশা করছি, এই আর্টিকেলটির মধ্য থেকে আপনারা bkash customer care number জানতে এবং সংগ্রহ করতে পারছেন। আর্টিকেলটি যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়। তাহলে অবশ্যই শেয়ার করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ