নিজেই তৈরি করুন ভালোবাসার পিকচার মেসেজ | রোমান্টিক পিকচার মেসেজ

ভালোবাসার পিকচার মেসেজ

সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভাকাঙ্ক্ষীর সঙ্গে কনভারসেশন চালানোর সময় প্রায়ই আমরা ভালোবাসার পিকচার মেসেজ আদান প্রদান করি। কিন্তু এই ভালোবাসার পিকচার মেসেজ বিভিন্ন সোর্স থেকে আমাদের সংগ্রহ করতে হয়। হোক সেটা ফেসবুক কিংবা গুগল থেকে। কিন্তু কেমন হয় যদি আপনি নিজেই ভালোবাসার পিকচার মেসেজ তৈরি করে আপনার শুভাকাঙ্ক্ষীকে পাঠাতে পারেন? জ্বি! আজ আমরা এই আর্টিকেলের মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। যেভাবে একটি অ্যাপের সাহায্যে নিজেই তৈরি করবেন ভালোবাসার পিকচার মেসেজ অর্থাৎ নির্দিষ্ট একটি ছবিতে আপনার মনের কথাগুলো লেখা আকারে থাকবে। আর এই তৈরিকৃত ভালোবাসার পিকচার মেসেজ আপনার শুভাকাঙ্ক্ষীর উপর কতটা ইম্প্যাক্ট পড়বে, তা আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন। ভালোবাসার পিকচার মেসেজ বা রোমান্টিক পিকচার মেসেজ তৈরীর জন্য আমাদের ”লিখন”নামে একটি অ্যাপের প্রয়োজন পড়বে। অ্যাপটি এই আর্টিকেলের নিচ থেকে সংগ্রহ করুন।

ভালোবাসার পিকচার মেসেজ তৈরির লেখাগুলো যেভাবে পাবেন:
যদি আপনি সত্যিই ভালোবাসার পিকচার মেসেজ নিজে থেকে তৈরি করে আপনার শুভাকাঙ্খীকে প্রদান করতে চান। এক্ষেত্রে অবশ্যই আপনার মস্তিষ্ক দ্বারা বের করতে হবে কাঙ্খিত কথাগুলো। আর এটা যদি আপনার কাছে একটু প্যারা দায়ক মনে হয় তাহলেও সমস্যা নেই। এরও একটি সমাধান আমরা ইতিমধ্যে বের করে দিয়েছি। প্রথমে এই লিংক ভিজিট করুন। তারপর আর্টিকেলের নিচ থেকে একটি অ্যাপ পাবেন। জাস্ট সেটি ডাউনলোড করুন আর সেখান থেকে সংগ্রহ করুন সকল ভালোবাসার পিকচার মেসেজ এর কথাগুলো।

যেভাবে ভালোবাসার পিকচার মেসেজ তৈরি করবেন:
• প্রথমে এই আর্টিকেলের নিচ থেকে অ্যাপটি ডাউনলোড করুন।
• এরপর ওপেন করুন এবং সকল পারমিশন এলাও করুন।
• এরপর গ্যালারি অথবা অনলাইন থেকে লাভ রিলেটেড একটি ছবি নির্বাচন করুন। এখানে আপনি আপনাদের কাপল ছবি ও ব্যবহার করতে পারেন। পাশাপাশি অনলাইনের ব্যাপারটি এই অ্যাপের মধ্যেই বিদ্যমান অর্থাৎ এই অ্যাপের মধ্যে আলাদা একটি সেকশন পাবেন। যেখান থেকে সকল প্রকারের ছবি ডাউনলোড করতে পারবেন এবং সেই ছবির উপরে আপনার কথাগুলো লিখতে পারবেন।
• ছবি নির্বাচনের পর আপনার মনের কথাগুলো লিখুন এবং কাস্টমাইজ করে তৈরি করুন ভালবাসার পিকচার মেসেজ।




[ ভালোবাসার পিকচার মেসেজ বা রোমান্টিক পিকচার মেসেজ তৈরির জন্য আপনাকে একটু এডিটিং এর বেসিক নলেজ থাকা প্রয়োজন। এর ফলে এই অ্যাপ থেকে প্রফেশনাল ভাবে ভালোবাসার পিকচার মেসেজ তৈরি পারবেন। যদি একান্ত আপনার এডিটিং সম্বন্ধে বেসিক নলেজ নাও থাকে। তাহলেও সমস্যা নেই। কারণ, এই অ্যাপ খুবই ইজি। দু'একবার ঘাটাঘাটি করলে, আপনিও তৈরি করতে পারবেন আপনার প্রিয় মানুষের জন্য ভালোবাসার পিকচার মেসেজ। ]

ভালোবাসার পিকচার মেসেজ তৈরির অ্যাপ যেভাবে ডাউনলোড করবেন:
প্লে স্টোরে গিয়ে সার্চ করুন “লিখন” লিখে অথবা এই লিংক ভিজিট করুন।

শেষ কথা:
সো! এই ছিল আজকের আর্টিকেল। আশা করছি, আর্টিকেলটি আপনারা যারা পড়েছেন তাদের সবারই একজন করে প্রিয়জন ব্যক্তি রয়েছেন। আর তার জন্যই হয়তো ভালোবাসার পিকচার মেসেজ খুঁজতে গিয়ে এই আর্টিকেলটি আপনি খুঁজে পেয়েছেন। তাই অনুরোধ থাকবে এই আর্টিকেলটি থেকে আপনি যদি নতুনত্ব কিছু খুঁজে পেয়ে থাকেন। তাহলে এই আর্টিকেলটি অবশ্যই আপনার বন্ধু মহলে শেয়ার করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ
নবীনতর পূর্বতন