ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন করার উপায় | bangla to english translation app

ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন

আন্তর্জাতিক ভাষা ইংলিশ হওয়ার ফলে, অন্যান্য ভাষার তুলনায় ইংলিশ ভাষার কদর একটু বেশি। আমাদের দেশের অধিকাংশ লোকই ইংলিশ ভালো করে বুঝেন না। এর ফলে তাদের বাধ্য হয়ে ব্যবহার করতে হয় ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন অ্যাপ। ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন অ্যাপের বেশ কয়েকটি ভালো দিক রয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য: কনভারসেশন ট্রান্সলেট, অবজেক্ট ট্রান্সলেশন এবং ভয়েস ট্রান্সলেট। আর এই সুবিধাগুলো ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন অ্যাপের মধ্যে থাকার ফলে, যেকোনো ব্যক্তি খুব সহজেই আন্তর্জাতিক ভাষা তথা ইংলিশ বুঝতে পারেন। কিন্তু কথা হচ্ছে; কিভাবে ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন করবেন বা কিভাবে ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন অ্যাপ খুঁজে পাবেন?
জ্বি! এই সকল উত্তর মিলবে এবারের এই আর্টিকেলে। তাহলে চলুন, বেশি কথা না বলে মূল আর্টিকেলে ঝাঁপিয়ে পড়ি।

যেভাবে অ্যাপের মাধ্যমে ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন করবেন:
• প্রথমে অ্যাপ স্টোর কিংবা প্লে স্টোর থেকে “গুগল ট্রান্সলেট” অ্যাপটি ডাউনলোড করুন।
• এরপর গুগল ট্রান্সলেট এপসটি ওপেন করুন এবং Primary Language এবং Translate Language সিলেক্ট করে “Done” বাটনে ক্লিক করুন। ব্যাস! আপনার কাজ শেষ এখন শুধু ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন করুন।




যেভাবে অ্যাপ ছাড়া ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন করবেন:
• প্রথমে গুগলে গিয়ে সার্চ করুন Translate/ ট্রান্সলেট লিখে।
• এরপর আপনার সামনে গুগল ট্রান্সলেটর উইজেট চলে আসবে।
• এরপর আপনার ভাষা এবং যে ভাষায় আপনার লেখা ট্রান্সলেট করতে চান সেই ভাষা সিলেক্ট করুন। আর ফ্রিতে উপভোগ করুন ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন এর সুবিধা।

যেভাবে সবার সেরা ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন অ্যাপ ডাউনলোড করবেন:
সঠিক এবং নির্ভেজাল ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন অ্যাপ বলতে, আমাদের সবার মাথায় গুগল ট্রান্সলেটের নাম আসে। তাই এই অ্যাপটি কে ঘিরে তৈরি হয়েছে অনেক ফেক বা ভুয়ো মোবাইল অ্যাপ। এজন্য গুগল ট্রান্সলেট অ্যাপসটি ডাউনলোড করতে প্লে স্টোর, অ্যাপ স্টোর অথবা এই লিংক ভিজিট করুন।


শেষ কথা:
ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন এর জন্য গুগল অলওয়েজ বেস্ট। বিশেষ করে গুগল ট্রান্সলেট মোবাইল অ্যাপটির কথা না বললেই নয়। আর এ কারণেই, গুগলের অ্যাপটিকে এই আর্টিকেলের মধ্যে তুলে ধরা হয়েছে। পাশাপাশি কোন প্রকারের অ্যাপ ছাড়া ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন কিভবে করবেন। তাও হয়তো এই আর্টিকেল পড়ে জানতে পেরেছেন। সো! সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ
নবীনতর পূর্বতন