বাংলা টু english translation app | appdorkar

বাংলা টু english translation app

বহুল ব্যবহৃত ভাষা ইংলিশ। যা আন্তর্জাতিক ভাষা হিসেবেও গণ্য হয়ে থাকে। আর এ ভাষা বাঙালির মধ্যে ৭০ শতাংশ মানুষই বোঝেনা। যার ফলে ব্যবহার বাংলা টু english translation app. কিন্তু বর্তমান সময়ে যতগুলো বাংলা টু english translation app রয়েছে। তার বেশিরভাগই জটিলতা যুক্ত অর্থাৎ ব্যবহার করতে বেশ বেগ পেতে হয়। তাই এই সমস্যার সমাধান নিয়ে আজ এই আর্টিকেল আপনাদের জন্য সাজানো হয়েছে। যেখানে আমরা আপনাদের মাঝে একটি সহজতর বাংলা টু english translation app শেয়ার করতে চলেছি। যার ফলে খুব সহজেই আপনি বাংলা টু ইংলিশ কিংবা ইংলিশ টু বাংলা কনভার্ট করতে পারবেন। বাংলা টু english translation app টির নাম: Bengali - English Translator.

অ্যাপটির কাজ কি?
এটি একটি বাংলা টু english translation app. যার মাধ্যমে ইংলিশ ভাষা নিজের ভাষাতে ট্রান্সলেট তথা কনভার্ট করা যায়। একইভাবে নিজের ভাষা (বাংলা) কনভার্ট করে ইংলিশেও রূপান্তরিত করা সম্ভব। জনপ্রিয় এই অ্যাপটির মধ্যে আরো রয়েছে ভয়েস ইনপুট, ফেভারিট লিস্ট, ওয়ার্ড এন্ড পার্সেস সহ ইন্টারফেস চেঞ্জ করার সুবিধা।




যেভাবে অ্যাপটি ব্যবহার করবেন:
• প্রথমে এই আর্টিকেল এর নিচ থেকে অথবা প্লে স্টোর থেকে বাংলা টু english translation app টি ডাউনলোড করুন।
• এরপর ওপেন করে ফোনে যাওয়া পারমিশন এলাও করুন।
• এরপর ট্রান্সলেট করার জন্য প্রাইমারি এবং সেকেন্ডারি ভাষা নির্বাচন করুন।
• সব শেষ ইংলিশ ভাষা নিজের ভাষায় ট্রান্সলেট করুন।

অ্যাপটির সুবিধা সমূহ বা বৈশিষ্ট্য:
• জনপ্রিয় এই বাংলা টু english translation app এর মাধ্যেমে দ্রুত ইংলিশ ভাষা নিজের ভাষায় কনভার্ট করার সুবিধা।
• ট্রান্সলেট করা কথাগুলো পরবর্তী সময়ে হিস্টোরির মাধ্যমে দেখার সুবিধা।
• পছন্দ কৃত কথা ফেবারেট লিস্টে যুক্ত করার সুবিধা।
ভয়েজ ট্রান্সলেট করার সুবিধা।
• ফন্ট ছোট এবং বড় করার সুবিধা।
• ট্রান্সলেট করা কথা কপি ও শেয়ার করার সুবিধা।

অ্যাপটির খারাপ দিক:
থার্ড পার্টি এডভেটাইজিং রয়েছে।




অ্যাপটির ডিজাইন এবং ইউজার ইন্টারফেস:
অ্যাপের ডিজাইন খুবই সুন্দর এবং চোখে লাগার মত। যা অ্যাপটি ব্যবহার করতে ব্যবহারকারীদের আকৃষ্ট করে। অ্যাপটিতে নাই কোনো বাড়তি উইজেট কিংবা বাটন। সেই সাথে ইউজার ইন্টারফেস একদম নিট এন্ড ক্লিন। সব মিলিয়ে এই অ্যাপের ডিজাইন এবং ইউজার ইন্টারফেস যে কোন ব্যবহারকারীকে অ্যাপটি কে ব্যবহার করতে উদ্বুদ্ধ করবে। 

অ্যাপটির রেটিং ও রিভিউ:
রেটিং: 4.5/5★
রিভিউ: 28K+

যেভাবে অ্যাপটি ডাউনলোড করবেন:
প্লে স্টোর (অ্যান্ড্রয়েড)

শেষ কথা:
উপরে উল্লেখিত জনপ্রিয় এই বাংলা টু english translation app টির সবথেকে বড় সুবিধা হচ্ছে: এই অ্যাপ থেকে শুধুমাত্র বাংলা টু ইংলিশ কিংবা ইংলিশ টু বাংলা ট্রান্সলেট করা সম্ভব। যদিও এই সুবিধা অন্যান্য ট্রান্সলেটর অ্যাপ প্রদান করে। কিন্তু এই অ্যাপের মধ্যে আপনারা শুধুমাত্র পেয়ে যাবেন দুইটি ভাষা ট্রান্সলেট করার সুবিধা। কাজেই যারা জটিলতা ছাড়া ইংরেজি ভাষা ট্রান্সলেট করার স্পেসিফিক অ্যাপ খুঁজছিলেন। তাদের জন্য এটি বেটার অপশন হতে পারে। সবাই ভালো থাকুন, আজকের আর্টিকেল এখানেই শেষ করছি। ধন্যবাদ
নবীনতর পূর্বতন