আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? আশা করছি, সবাই আপনারা ভালো আছেন। আজ আমরা আপনাদের মাঝে শেয়ার করব, বড় ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা বার্তা যেভাবে তৈরি করবেন। কমবেশি সবারই বড় ভাই রয়েছে। আর বড় ভাইকে কেন্দ্র করে সোশ্যাল নেটওয়ার্কে বড় ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা জানানো একটি সাধারণ বিষয়। কিন্তু শুধুমাত্র লেখা পোস্ট করে বড় ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা বার্তা যেন একটু ছোটই হয়ে যায়। কারণ, যেহেতু 'ভাই বড় ধন রক্তের বাঁধন” তাই এবারের এই আর্টিকেলে আপনারা দেখবেন একটু ভিন্নভাবে বড় ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা বার্তা যেভাবে তৈরি করবেন। তাহলে চলুন! বেশি কথা না বলে মুল আর্টিকেল শুরু করি। ওহ্ হ্যাঁ, বড় ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা বার্তা তৈরির জন্য আমাদের প্রয়োজন হবে একটি মোবাইল অ্যাপের। যেটি মূলত এই আর্টিকেলে আমরা রিভিউ করতে চলেছি। অ্যাপসটির নাম: Adobe Express.
অ্যাপসটির কাজ কি?
এটি জনপ্রিয় আমেরিকান সফটওয়্যার কোম্পানি এডোবি এর তৈরিকৃত একটি মোবাইল অ্যাপ। যার মাধ্যমে সম্পন্ন ফ্রিতে গ্রাফিক্সের সকল ধরনের কাজ করা যায়। উল্লেখযোগ্য কাজগুলো হলো: Logo, Posters and flyers, Banners, Photo collages, Invitations, Business graphics, Presentations ETC. এই মুহূর্তে অ্যাপটিকে দুটি প্লাটফর্মেই তথা প্লে স্টোর এবং অ্যাপ স্টোরে রয়েছে।
যেভাবে ব্যবহার করবেন অ্যাপসটি:
• প্রথমে প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে অ্যাপসটিকে ডাউনলোড করুন।
• এরপর ওপেন করুন এবং ফোনে চাওয়া সকল পারমিশন এলাও করুন।
• এরপর জিমেইল একাউন্ট অথবা যে কোন সোশ্যাল নেটওয়ার্ক এর একাউন্ট দিয়ে সাইন-আপ সম্পন্ন করুন।
আরো জানুন: যেভাবে যেকোনো গানের লিরিক্স খুঁজে করবেন।
যেভাবে বড় ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা বার্তা তৈরি করবেন:
• ভিন্ন ভাবে বড় ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা বার্তা তৈরি করার জন্য প্রথমে এপসটি ওপেন করুন।
• এরপর উপরে সার্চ বাটনে “Birthday Template” লিখে সার্চ করুন এবং টেমপ্লেট গুলো আসলে পছন্দ হওয়ার টেমপ্লেটের উপর ক্লিক করুন।
• এরপর আপনার নিজের মত করে কাস্টমাইজ করে তৈরি করুন বড় ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা ব্যানার অথবা পোস্টার।
অ্যাপসটির সুবিধা সমূহ বা বৈশিষ্ট্য:
• যেকোনো ছবির ব্যাকগ্রাউন্ড নিমিষেই রিমুভ করার সুবিধা।
• তোলা ছবি কনভার্ট করে GIF তৈরির সুবিধা।
• এক ক্লিকে যেকোন ছবি রিসাইজ এবং সোশ্যাল নেটওয়ার্কে শেয়ার করার সুবিধা।
• হাজারের বেশি বড় ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা টেমপ্লেট সহ অন্যান্য টেমপ্লেট ফ্রি তে ব্যবহার করার সুবিধা।
• ফ্রিতে স্টক ভিডিও ফুটেজ এবং ছবি ব্যবহার করার সুবিধা।
• এনিমেটেড ভিডিও তৈরি এবং সোশ্যাল মিডিয়ার জন্য শর্ট ভিডিও তৈরি করার সুবিধা।
অ্যাপসটির খারাপ দিক:
নেই। (থার্ড পার্টি এডভার্টাইজিং রয়েছে)
অ্যাপসটির ডিজাইন এবং ইউজার ইন্টারফেস:
আপনারা যারা ইতিমধ্যে ফটোশপ ব্যবহার করেছেন। তারা হয়তো এডোবির প্রত্যেকটি সফটওয়্যার এর ডিজাইন এবং ইউজার ইন্টারফেস সম্বন্ধে অবগত রয়েছেন। তাই এই অ্যাপের ডিজাইন এবং ইউজার ইন্টারফেস নিয়ে বলার মত কিছুই নেই। শুধু এটাই বলব; অ্যাপসটি ডাউনলোড করুন এবং উপভোগ করুন ফ্রিতে হাজারো বড় ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা বার্তা তৈরি করার টেমপ্লেট।
আরো জানুন: নতুন মুভি ডাউনলোড করার সেরা মাধ্যম।
.
অ্যাপসটির রেটিং এবং রিভিউ:
প্লে স্টোর:-
রেটিং: 4.5/5★
রিভিউ: 132K+
অ্যাপ স্টোর:-
রেটিং: 4.8/5★
রিভিউ: 251K+
যেভাবে অ্যাপসটি ডাউনলোড করবেন:
প্লে স্টোর (অ্যান্ড্রয়েড)
অ্যাপ স্টোর (আইওএস)
শেষ কথা:
বাবার পর বড় ভাই তার অন্য সব ভাইবোনদের বৃক্ষের ছায়া প্রদান করে। আর বড় ভাইয়েlর জন্মদিনকে আরো আনন্দময় করতে তাকে গিফট থেকে শুরু করে ঘুরতে নিয়ে যাওয়া যেমন সাধারণ। তেমনি ফেসবুকে বড় ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা দেয়াও সাধারণ। তবে আপনি যদি আজকের শেয়ার করা মোবাইল অ্যাপস ব্যবহার করে, বড় ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা বার্তা তৈরি করেন। তাহলে আশা করছি, এটি সবথেকে ভিন্ন একটি মেথড হবে বড় ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা বার্তা পৌঁছানোর জন্য। সো! সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের আর্টিকেল এখানেই শেষ করছি। ধন্যবাদ