আনলিমিটেড স্ন্যাপসিড ব্যাকগ্রাউন্ড | snapseed background hd

new snapseed background 4k

নির্দিষ্ট ছবিকে আরো সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য এডিটের প্রয়োজন হয়। আর বর্তমান সময়ে এডিটের জন্য রয়েছে নানান মোবাইল অ্যাপস। কিন্তু হাতে গোনা কয়েকটা মোবাইল অ্যাপস ছাড়া বাকিগুলো মোটেও কাজের না। প্রথম সারির ফটো এডিটিং অ্যাপ এর তালিকায় snapseed অন্যতম। snapseed দিয়ে ফটো এডিটিং করার সময় snapseed background hd অথবা snapseed 4k background এর প্রয়োজন পড়ে। তাই এবারের আর্টিকেলের মূল বিষয়বস্তু হচ্ছে: যেভাবে একটি অ্যাপের সহযোগিতায় আনলিমিটেড snapseed background hd বা snapseed 4k background ডাউনলোড করবেন। অ্যাপসটির নাম: imagesearchman. তাহলে চলুন! এই অ্যাপের সকল বিষয়বস্তু জেনে নেওয়া যাক।

imagesearchman অ্যাপস কি?
এটি একটি ইমেজ সার্চ ইঞ্জিন। যা গুগল সার্চ ইঞ্জিনের মত কাজ করে। তবে মজার বিষয় হচ্ছে: গুগল থেকে আপনি সমস্ত তথ্য দেখতে পারবেন। আর এখান থেকে আপনি শুধুমাত্র ছবি সংগ্রহ করতে পারবেন।

যেভাবে ব্যবহার করবেন imagesearchman অ্যাপস:
• প্রথমে প্লে স্টোর অথবা নিচের লিংক থেকে imagesearchman অ্যাপসটি ডাউনলোড করুন।
• এরপর ওপেন করে সার্চ বারে প্রয়োজনীয় ছবির নাম লেখুন। উদাহরণস্বরূপ: আপনার প্রয়োজন new snapseed background 4k এই কথাটি অর্থাৎ new snapseed background 4k লিখে সার্চ বাটনে ক্লিক করুন।
• এরপর নির্দিষ্ট ছবির উপর ক্লিক করুন অর্থাৎ যেটি আপনার পছন্দ হয়েছে বা ডাউনলোড করতে চান।
• এরপর ডাউনলোড বাটনে ক্লিক করুন। ব্যাস! আপনার কাজ শেষ।



imagesearchman অ্যাপস এর সুবিধা:
• যেকোনো ইমেজ একটি ক্লিকের ডাউনলোড করার সুবিধা।
• পছন্দকৃত ইমেজ সরাসরি ওয়ালপেপার হিসেবে ব্যবহার করার সুবিধা।
• পছন্দকৃত ইমেজ শেয়ারের সুবিধা।
• সেফ (safe) search এর সুবিধা। এরফলে অশ্লীল কোন ছবি প্রদর্শন হবে না।
• ছবি দিয়ে ছবি খোঁজার সুবিধা। মনে করুন! আপনার ফোনে একটি snapseed 4k background রয়েছে। এখন আপনি চাচ্ছেন, কাঙ্খিত সেই snapseed 4k background রিলেটেড ছবি খুঁজতে। তাও এই অ্যাপের মাধ্যমে করা সম্ভব।

imagesearchman অ্যাপস এর অসুবিধা:
নেই।

imagesearchman অ্যাপস এর ডিজাইন ও ইউজার ইন্টারফেস:
অ্যাপসটির ডিজাইন খুবই সুন্দর এবং মিনিমাল। এর বড় কারণ হচ্ছে: অ্যাপসটির কালার কম্বিনেশন। কালার হিসেবে এতে ব্যবহার করা হয়েছে শুধুমাত্র কালো কালার। যার ফলে অ্যাপসটি দেখতে বেশ গর্জিয়াস লাগে। পাশাপাশি ইউজার ইন্টারফেস একদম ক্লিন। এতে বাড়তি কোন ধরনের থার্ড পার্টি অ্যাডভার্টাইজিং ব্যবহার করা হয়নি। অ্যাপসটি ওপেন করা মাত্র আপনার সামনে খুলে যাবে “সার্চ বার” যেখানে নির্দিষ্ট টপিক লিখে সার্চ করা একদম সহজ।



imagesearchman অ্যাপস এর রেটিং এবং রিভিউ:
রেটিং: 4.4/5★
রিভিউ: 91K+

যেভাবে ডাউনলোড করবেন imagesearchman অ্যাপস:
অ্যাপসটিকে সরাসরি ডাউনলোডের জন্য এই লিংক ভিজিট করুন।

শেষ কথা:
snapseed দিয়ে যেকোনো ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার জন্য, আমাদের প্রয়োজন হয় snapseed background hd অথবা snapseed 4k background এর। কিন্তু snapseed background hd অথবা snapseed 4k background খুঁজে না পাওয়ার ফলে, আমরা কাঙ্খিত ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারি না। তাই আপনি যদি এই সমস্যায় ভুগে থাকেন। তাহলে অবশ্যই ব্যবহার করুন imagesearchman অ্যাপস। এর ফলে হয়তো আপনাকে আর পরবর্তী সময়ে snapseed background hd অথবা snapseed 4k background খুঁজতে গিয়ে জটিলতা পড়তে হবে না। ধন্যবাদ
নবীনতর পূর্বতন