সবার সেরা এবং জনপ্রিয় লুডু গেম | লুডু গেম ডাউনলোড

লুডু গেম ডাউনলোড

৯০ দশকের দিকে লুডু খেলাটি খুব জনপ্রিয় হয়েছিল গ্রাম বাংলায়। কিন্তু সময়ের বিবর্তনে এসে, লুডু যেন এক সময় হারিয়ে গিয়েছিল। যখন ফিচার ফোনগুলো দেশের বাজারে ঢুকতে শুরু করে। কিন্তু সেই ৯০ দশকের লুডু খেলাটি এখন আবার বেশ আলোচিত হয়ে উঠছে এন্ড্রয়েড ফোনের মাধ্যমে। কারণ, এন্ড্রয়েড ফোনের মাধ্যমে লুডু গেম ডাউনলোড করে খেলতে পারেন সকল অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা। তাই আজকের এই আর্টিকেলের মূল বিষয়বস্তু হচ্ছে: যেভাবে লুডু গেম ডাউনলোড করবেন এবং সেই সাথে থাকবে লুডু গেম এর ইন ডেপথ রিভিউ। আর্টিকেল শুরু করার পূর্বে আপনাদের আরো একটি ছোট্ট বার্তা দিয়ে রাখি। সেটা হচ্ছে: বর্তমান সময়ে প্লে স্টোর থেকে আপনি অসংখ্য লুডু গেম ডাউনলোড করতে এবং খেলতে পারবেন। তবে সবগুলো গেম ইউজার ফ্রেন্ডলি এবং স্মুথলি রান করে না। তাই এই আর্টিকেলের মাধ্যমে বহুল জনপ্রিয় এবং ইউজার ফ্রেন্ডলি একটি লুডু গেম ডাউনলোড করার প্রসেস আপনাদের দেখাতে চলেছি। গেমটির নাম: লুডু কিং (Ludo King)

লুডু কিং গেম কি?
এটি একটি বোর্ড গেম। যা গ্রামবাংলায় লুডু নামে সুপরিচিত। গেমসটি একসাথে ফ্যামিলি এবং বন্ধুবান্ধবদের সাথে খেলা যায়। গেমসটি তৈরি করেছে পাশের দেশ তথা ভারতের অন্যতম সেরা গেম নির্মাতা প্রতিষ্ঠান Gametion Technologies. বর্তমানে গেমটি খেলা যাবে সকল অপারেটিং সিস্টেমে। (অ্যান্ড্রয়েড টু উইন্ডোজ)



যেভাবে ব্যবহার করবেন লুডু কিং গেম:
• প্রথমে আপনার অপারেটিং সিস্টেম অনুযায়ী প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে লুডু গেম ডাউনলোড করুন। 
• এরপর ওপেন করে ফেসবুক অথবা জিমেইল একাউন্টের সঙ্গে কানেক্ট করুন। কানেক্ট না করলেও গেম খেলা সম্ভব। তবে কানেক্ট করলে বেশ কিছু সুবিধা ভোগ করতে পারবেন।
• এরপর “pass in play” বাটনে ক্লিক করে একসঙ্গে কতজন খেলতে চান এবং গুটির রং সিলেক্ট করে “play” বাটনে ক্লিক করুন।

[ লুডু খেলার নিয়ম অফলাইনে যেরকম, হুবহু সেম। পাশাপাশি অন্যান্য খেলার মোড গুলো উপরের সেইম নিয়মে প্লে করুন। ]

লুডু কিং গেম এর বৈশিষ্ট্য:
• ইন্টারনেট কানেকশন ছাড়া অফলাইনে ২জন এবং সর্বোচ্চ ছয় জন মিলে খেলার সুবিধা।
• অনলাইন মোডে দূরবর্তী ফেসবুক ফ্রেন্ডের সঙ্গে খেলার সুবিধা।
• সর্বমোট সাতটি বেরিলিয়েন্ট মুডে খেলার সুবিধা।
• খেলার মধ্যে প্রতিপক্ষের সঙ্গে কনভারসেশন করার সুবিধা।

লুডু কিং গেম এর খারাপ দিক:
থার্ড পার্টি এডভার্টাইজিং রয়েছে।

লুডু কিং গেম এর ডিজাইন এবং ইউজার ইন্টারফেস:
গেমসের ডিজাইন এককথায় অসাধারণ। তবে ইউজার ইন্টারফেস একটু অগোছানো। এটি হওয়ার মূল কারণ হচ্ছে: গেমসটিতে অতিরিক্ত থার্ড পার্টি এডভার্টাইজিং। গেমসের কালার কম্বিনেশন, সাউন্ড ইফেক্ট এবং বাটন পজিশন ঠিক ঠাক জায়গাতেই রয়েছে। আশা করছি, গেমসটি খেলতে গিয়ে কোন প্রকারের জটিলতার মুখোমুখি হবেন না। তবে অ্যাডভার্টাইজিং এর জন্য একটু বিরক্তি হতে পারেন।



লুডু কিং গেম এর রেটিং এবং রিভিউ:
প্লে স্টোর:-
রেটিং: 4.3/5★
রিভিউ: 8M+

অ্যাপ স্টোর:-
রেটিং: 3.7/5★
রিভিউ: 130K+

যেভাবে লুডু গেম ডাউনলোড করবেন:
জনপ্রিয় এই লুডু গেম ডাউনলোড করতে নিচের প্ল্যাটফর্ম ভিজিট করুন।

প্লে স্টোর ( অ্যান্ড্রয়েড)

শেষ কথা:
দিন যত সামনের দিকে আগাচ্ছে, প্রযুক্তির কল্যাণে আমরা হারিয়ে ফেলেছি পুরনো দিনের বেশ কিছু স্মৃতি। এই যেমন ধরুন! লুডু গেমটি। একটা সময় কত মানুষই না গেমটি খেলার সময় ভিড় করে থাকতো। যা এখন নেই বললেই চলে। তবে সেই দিন কিছুটা ফিরে এসেছে। লুডু গেম ডাউনলোড করে খেলার মাধ্যমে। কারণ, রিভিউ করা আজকের লুডু গেম ডাউনলোড করার ফলে কিছুটা আপনি শৈশবে ফিরে যেতে পারবেন। পাশাপাশি সময় কাটানোর অন্যতম একটি মাধ্যম এই “লুডু”। তাই এখনই লুডু গেম ডাউনলোড করুন আর উপভোগ করুন শৈশবের সেই সময়ের দিন গুলোকে। ধন্যবাদ
নবীনতর পূর্বতন