১ক্লিকে জানুন আজকের সূর্যোদয় ও সূর্যাস্তের সময়সূচী।

আজকের সূর্যোদয় ও সূর্যাস্তের সময়সূচী

জীবনকে গতিময় ও সুন্দর করে তুলতে সময়ের ভূমিকা অপরিসীম। বলা হয়ে থাকে প্রত্যেকটি মিনিট কিংবা সেকেন্ড আমাদের জীবন পাল্টাতে সাহায্য করে। যদি আমরা কাঙ্খিত সময়কে সঠিকভাবে কাজে লাগাতে পারি তবে। আর এজন্য মাঝেমধ্যে আমাদের প্রয়োজন হয় “আজকের সূর্যোদয় ও সূর্যাস্তের সময়সূচী”র। কারণ, দিনের কাজ দিনে, আর রাতের কাজ রাতে করাই উত্তম। তাই এবারের এই আর্টিকেল এর মূল আলোচনার বিষয়বস্তু হচ্ছে: যেভাবে জানবেন আজকের সূর্যোদয় ও সূর্যাস্তের সময়সূচীআজকের সূর্যোদয় ও সূর্যাস্তের সময়সূচী সঠিকভাবে দেখার জন্য আপনাদের প্রয়োজন পড়বে একটি মোবাইল অ্যাপস। যেটি মূলত আজ আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি। অ্যাপসটির নাম: Sunrise And Sunset Times. তাহলে চলুন! এক ঝলকে নিচ থেকে দেখে নেয়া যাক অ্যাপসটির সকল সুবিধা সমূহ সহ অন্যান্য ভালো এবং খারাপ দিকগুলো। ও হ্যাঁ! অ্যাপসটির নাম বড় হওয়ার কারণে, আমরা অ্যাপসটিকে “অর্ক” নামে ডাকবো এই পুরো আর্টিকেল জুড়ে।

অর্ক অ্যাপস কি?
এটি একটি ওয়েদার রিলেটেড টুল অ্যাপস। যা ব্যবহার করার মাধ্যমে কোন প্রকার ঝামেলা ছাড়া আজকের সূর্যোদয় ও সূর্যাস্তের সময়সূচী সহ এক টানা ১২ মাসের সূর্যোদয় ও সূর্যাস্তের সময়সূচী দেখা সম্ভব।



যেভাবে ব্যবহার করবেন অর্ক অ্যাপস:
• সরাসরি নিচের লিংক অথবা প্লে স্টোর থেকে অ্যাপস টি ডাউনলোড করুন।
• এরপর ফোনে চাওয়া পারমিশন তথা ফোনের লোকেশন এলাও করুন।
• এরপর যে এরিয়ার আজকের সূর্যোদয় ও সূর্যাস্তের সময়সূচী দেখবেন তা সার্চ করুন।

অর্ক অ্যাপস এর সুবিধা সমূহ বা বৈশিষ্ট্য:
• একটানা ১২ মাসের বিগত সাত দিন, ১৫ দিন, ৩০ দিন বা প্রতিদিনের/ আজকের সূর্যোদয় ও সূর্যাস্তের সময়সূচী দেখার সুবিধা।

• ম্যানুয়াল বা কাস্টমলি সূর্যোদয় ও সূর্যাস্তের সময়সূচী দেখার সুবিধা। যেমন: আজকের সূর্যোদয় ঢাকা, বরিশাল, সিলেট বা চট্টগ্রামসহ পৃথিবীর যেকোন দেশের এরিয়ার সূর্যোদয় ও সূর্যাস্তের সময়সূচী দেখার সুবিধা।

• নেই কোন থার্ড পার্টি এডভার্টাইজিং।

• নোটিফিকেশনের মাধ্যমে প্রতিদিন/ আজকের সূর্যোদয় ও সূর্যাস্তের সময়সূচী পাবার সুবিধা।

• উইজেট ব্যবহার করার সুবিধা। এর ফলে অ্যাপের মধ্যে প্রবেশ না করেই প্রতিদিনের/ আজকের সূর্যোদয়ের সময় সহ সূর্যাস্ত এর সময় দেখার সুবিধা।

• পছন্দকৃত লোকেশন ফেবারেট লিস্টে রাখার সুবিধা।

অর্ক অ্যাপস এর খারাপ দিক:
নেই।



অর্ক অ্যাপস এর ডিজাইন এবং ইউজার ইন্টারফেস: 
অ্যাপসটির ডিজাইন ফ্লাট, তবে মারাত্মক আকারে মিনিমাল। যা এক কথায় চোখের শান্তি দেয়। কোন ধরনের এডভার্টাইজিং ছাড়াই ব্যবহার করা যায় এই অ্যাপ। তাই ইউজার ইন্টারফেসও একদম নিট এন্ড ক্লিন। অ্যাপস টি ওপেন করা মাত্রই চোখের সামনে ভেসে উঠে আজকের সূর্যোদয় ও সূর্যাস্তের সময়সূচী। পাশাপাশি কালার কম্বিনেশনও ছিল দুর্দান্ত। এছাড়াও উইজেট, আইকন, টেক্সট এবং বাটন পজিশন ঠিকঠাক জায়গা মতোই ছিল।

অর্ক অ্যাপস এর রেটিং এবং রিভিউ:
রেটিং: 4.3/5★
রিভিউ: 3K+

[ প্লে স্টোরের তথ্য অনুযায়ী ]


যেভাবে ডাউনলোড করবেন অর্ক অ্যাপস:
অ্যাপস টি ডাউনলোডের জন্য এই লিংক ভিজিট করুন অথবা প্লে স্টোরে গিয়ে সার্চ করুন “Sunrise And Sunset Times” লিখে।

শেষ কথা:
পৃথিবীর বড় বড় মনীষী কিংবা মোটিভেশনাল স্পিকার রা প্রতিনিয়ত বলে আসছে যে, সময়ের মূল্য দিতে শিখুন এবং সময়কে সঠিকভাবে কাজে লাগান। পাশাপাশি ইসলামিক দৃষ্টিকোণ থেকে বেশ কিছু কাজ রয়েছে, যা সূর্যোদয় ও সূর্যাস্তের আগে পরে করতে হয়। কোন সেই কাজ যা সূর্যোদয় ও সূর্যাস্তের আগে পরে করতে হয়? এই বিষয়ে আমরা অন্য কোন আর্টিকেলে কথা বলব। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আর এই আর্টিকেলের শেয়ারকৃত অ্যাপস টি ব্যবহার করে উপভোগ করুন আজকের সূর্যোদয় ও সূর্যাস্তের সময়সূচী। ধন্যবাদ
নবীনতর পূর্বতন