সবার সেরা আদর্শ লিপি বই | ১ থেকে ১০০ পর্যন্ত বানান

১ থেকে ১০০ পর্যন্ত বানান

আজ থেকে কিছু বছর আগেও বাচ্চাদের স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, বাংলা সংখ্যা, ইংরেজি বর্ণ, ইংরেজি সংখ্যা, ১ থেকে ১০০ পর্যন্ত বানান এবং বাংলা থেকে ইংরেজি বানান শেখানোর জন্য বাজার থেকে “আদর্শ লিপি” বই কিনতে হতো। কিন্তু যুগের বিবর্তনে আজকালকার ছেলেমেয়েরা আদর্শলিপি বই চিনে না বললেই চলে। কারণ, বর্তমান সময়ে ১ থেকে ১০০ পর্যন্ত বানান হোক কিংবা বাংলা থেকে ইংরেজি বানান হোক বা স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, বাংলা সংখ্যা, ইংরেজি বর্ণ হোক না কেন, এখন এই সবকিছুই হচ্ছে মোবাইলের মাধ্যমে। মোবাইল ছাড়াও রয়েছে এখন ডিজিটাল কিছু গ্যাজেট। যা ব্যবহারের মাধ্যমে এক সময় আদর্শলিপি বইয়ের মাঝে যা থাকতো, তার প্রায় কয়েক গুণ বেশি পাওয়া সম্ভব। আর এরকমই একটি মোবাইল অ্যাপস এবারের এই আর্টিকেলে আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি। অ্যাপস টির নাম: শিশু শিক্ষা

শিশু শিক্ষা অ্যাপস কি?
এটি একটি এডুকেশন রিলেটেড মোবাইল অ্যাপ। যা তৈরি করা হয়েছে শুধুমাত্র বাচ্চাদের স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, বাংলা সংখ্যা, ইংরেজি বর্ণ, ইংরেজি সংখ্যা, ১ থেকে ১০০ পর্যন্ত বানান এবং বাংলা থেকে ইংরেজি বানান শেখানোর জন্য। পাশাপাশি আরো রয়েছে কবিতা, গল্প, সাধারণ জ্ঞান, নামতা, ফলের নাম, পাখির নাম, শাকসবজির নাম এবং অডিও আকারে পশুপাখির ডাক।



যেভাবে ব্যবহার করবেন শিশু শিক্ষা অ্যাপস:
• প্রথমে প্লে স্টোর অথবা নিচের লিংক থেকে অ্যাপস টি ডাউনলোড করুন।
• এরপর ওপেন করে আপনার প্রয়োজনীয় ক্যাটাগরি নির্বাচন করুন। আর উপভোগ করুন “আদর্শ লিপি” বই এর মাঝে থাকা সকল বিষয়বস্তু।

শিশু শিক্ষা অ্যাপস এর সুবিধা সমূহ বা বৈশিষ্ট্য:
১ থেকে ১০০ পর্যন্ত বানান এবং বাংলা থেকে ইংরেজি বানান শেখার সুবিধা।
• স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, বাংলা সংখ্যা, ইংরেজি বর্ণ, ইংরেজি সংখ্যা অডিও আকারে শোনার সুবিধা।
• ফুল, ফল, শাক সবজির, পাখি, এবং পশুপাখির নাম ও শোনার সুবিধা।
• খেলার মাধ্যমে যোগ, বিয়োগ, গুন এবং ভাগ শেখার সুবিধা।
• বাংলা অক্ষর চেনা এবং অক্ষরের উপর হাত দিয়ে লেখার সুবিধা।
• অডিও আকারে বাংলা ৭ দিনের নাম, বাংলা ১২ মাসের নামবাংলা ৬ ঋতুর নাম শেখার সুবিধা। এছাড়াও রয়েছে ছোটদের শিক্ষামূলক মজার সব গল্প, কবিতা ও ছড়া।

শিশু শিক্ষা অ্যাপস এর খারাপ দিক:
নেই।

শিশু শিক্ষা অ্যাপস এর ডিজাইন এবং ইউজার ইন্টারফেস:
অ্যাপস টির ডিজাইন ডায়নামিক এবং মিনিমাল। তাই অ্যাপসটির মধ্যে প্রবেশ করা মাত্র আলাদা একটি ফিল কাজ যে কোন শিশুর। পাশাপাশি সুন্দর সব আইকন, কালার এবং কার্টুন দিয়ে সাজানো হয়েছে। ইউজার ইন্টারফেসও একদম ক্লিন রাখা হয়েছে। যার ফলে বাচ্চা এবং বাচ্চার বাবা মায়েরা খুব সহজেই ব্যবহার করতে পারেন অ্যাপসটি। সেই সাথে অ্যাপসটিকে করা হয়েছে থার্ড পার্টি এডভার্টাইজিং মুক্ত।



শিশু শিক্ষা অ্যাপস এর রেটিং এবং রিভিউ:
রেটিং: 4.3/5
রিভিউ: -100

[ উপরের রেটিং এবং রিভিউ প্লে স্টোরের উপর নির্ভর হয়ে দেওয়া হয়েছে। ]

যেভাবে ডাউনলোড করবেন শিশু শিক্ষা অ্যাপস:
অ্যাপসটি সরাসরি ডাউনলোড করার জন্য এই লিংক ভিজিট করুন অথবা প্লে স্টোরে গিয়ে সার্চ করুন “শিশু শিক্ষা” লিখে।
দুর্ভাগ্যবশত: এই মুহূর্তে অ্যাপসটিকে পাওয়া যাবে না অ্যাপ স্টোরে।

শেষ কথা:
বাচ্চাদের স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, বাংলা সংখ্যা, ইংরেজি বর্ণ, ১ থেকে ১০০ পর্যন্ত বানান বা বাংলা থেকে ইংরেজি বানান সম্পূর্ণভাবে শেখানোর জন্য, আমাদের বাজার থেকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বই কিনতে হয়। কিন্তু আপনি যদি এই অ্যাপসটি ব্যবহার করেন আপনার বাচ্চাদের জন্য। তাহলে হয়তো প্রতিনিয়ত আর কিনতে হবে না বাজার থেকে আদর্শলিপি বই। কারণ, এই অ্যাপস এর মধ্যে আদর্শলিপি বইয়ের মধ্যে যা না রয়েছে, তার বেশি রয়েছে। পাশাপশি এই বই ছিড়তেও ব্যর্থ হবে বাচ্চারা। যেখানে বাচ্চারা প্রায়ই বই পুস্তক না বুঝে ছিঁড়ে ফেলার ঘটনা ঘটায়। ধন্যবাদ
নবীনতর পূর্বতন