সবার সেরা ভিডিও ডাউনলোড করার apps | এখনই ডাউনলোড করুন

ভিডিও ডাউনলোড করার apps

আমাদের কমবেশি সবারই ভিডিও ডাউনলোড করার apps প্রয়োজন হয়ে থাকে। কিন্তু সঠিক ভিডিও ডাউনলোড করার apps নির্বাচন না করতে পারার ফলে অনেকেই পড়েন জটিলতায়। আর এই জটিলতা ছাড়াতে মূলত আজকের এই আর্টিকেল। যেখানে আপনারা একটি দুর্দান্ত ভিডিও ডাউনলোড করার apps এর সাথে পরিচিত হতে চলেছেন। অ্যাপসটির নাম: Videoder.

Videoder অ্যাপস কি?
এটি ইন্ডিয়ান একটি থার্ড পার্টি ভিডিও ডাউনলোড করার apps. যা ব্যবহারের মাধ্যমে ইউটিউব, ফেসবুক সহ অন্যান্য সকল সোশ্যাল নেটওয়ার্কের ভিডিও ডাউনলোড করা যায়।

যেভাবে ব্যবহার করবেন Videoder অ্যাপস:
• প্রথমে অ্যাপসটি নিচের লিংক থেকে ডাউনলোড করুন।
• এরপর ওপেন করে ফোনে চাওয়া সকল পারমিশন আলাও করুন।
• এরপর যে প্ল্যাটফর্ম থেকে ভিডিও ডাউনলোড করবেন, সেই প্ল্যাটফর্মের লিংক কপি করুন এবং (↓) ডাউনলোড বাটনে ক্লিক করে কাঙ্খিত ভিডিও টি ডাউনলোড সম্পূর্ণ করুন।



Videoder অ্যাপস এর সুবিধা সমূহ:
• ফেসবুক এবং ইউটিউব সহ জনপ্রিয় ৫০ টি ভিডিও প্লাটফর্ম থেকে ভিডিও ডাউনলোড করা যায়।
• নাইট মোড রয়েছে।
• সর্বনিম্ন 144p থেকে 4K পর্যন্ত ভিডিও ডাউনলোড করা যায়।
• মাল্টিপল ডাউনলোড অ্যাকসেস দেয়।
• সর্বোচ্চ ১০ গুন পর্যন্ত যেকোন ভিডিও ডাউনলোড করা যায়।
অডিও গান ডাউনলোড করার সময় ট্যাগ এডিট করার সুবিধা রয়েছে।
• স্মার্ট লিংক ডিটেকশন টুল রয়েছে।
• আনলিমিটেড থিম পরিবর্তন করা যায়।
• ইন বিল্ডট এড ব্লকার রয়েছে। এছাড়াও একটি ভিডিও ডাউনলোড করার apps হিসাবে প্রয়োজনীয় সকল টুলস এই অ্যাপের মধ্যে বিদ্যমান।

Videoder অ্যাপস এর অসুবিধা:
এই মুহূর্তে অ্যাপসটিকে পাওয়া যাবে না প্লে স্টোর এবং অ্যাপ স্টোর এ। কারণ, এটি একটি থার্ড পার্টি মোবাইল অ্যাপস।

Videoder অ্যাপস এর ডিজাইন এবং ইউজার ইন্টারফেস:
এটি থার্ড পার্টি অ্যাপস হলেও এর ডিজাইনে কোন কিছুর কমতি নেই। সুন্দর কালার কম্বিনেশন এবং মিনিমালিস্টিক ডিজাইন। পাশাপাশি আপনি যদি ডার্ক মুড ব্যবহার করেন। তাহলে এই অ্যাপের আসল সৌন্দর্য দেখতে পাবেন। এছাড়াও ইউজার ফ্রেন্ডলি ইউজার ইন্টারফেস। অ্যাপস টি কে করে তুলেছে 



Videoder অ্যাপস এর রেটিং এবং রিভিউ:
খোঁজে পাওয়া যায়নি।

যেভাবে ডাউনলোড করবেন Videoder অ্যাপস:
সরাসরি ডাউনলোডের জন্য এই লিংক ভিজিট করুন।

শেষ কথা:
যদি আপনি সঠিক ভিডিও ডাউনলোড করার apps খুঁজে থাকেন এবং না পেয়ে থাকেন। তাহলে অনুরোধ করবো আজকের অ্যাপসটি ব্যবহার করার। ব্যক্তিগতভাবে অ্যাপসটি আমি বেশ কয়েক বছর যাবত ব্যবহার করে আসছি। তা থেকে আমার এক কথায় রিভিউ: অসাধারণ এক অভিজ্ঞতা। ধন্যবাদ
নবীনতর পূর্বতন