পাথরকুচি পাতার উপকারিতা সহ জানুন সকল ঔষধি গাছের উপকারিতা।

পাথরকুচি পাতার উপকারিতা

প্রাচীনকাল থেকেই আমাদের আশেপাশে থাকা অনেক গাছপালা, উদ্ভিদ বা তরুলতা নানা ঔষধি কাজে মানুষ ব্যবহার করে আসছে। বিশেষ করে আয়ুর্বেদিক ও ইউনানি ওষুধের ক্ষেত্রে এসব গাছ-গাছড়ার ব্যাপক চাহিদা এবং ব্যবহার রয়েছে। অন্যান্য দেশের গবেষকদের পাশাপাশি বাংলাদেশের গবেষকরাও বলছেন, আমাদের আশেপাশে থাকা অনেক গাছের ঔষধি গুনাগুন রয়েছে। যা গ্রামাঞ্চলের মানুষ এগুলো প্রজন্মের পর প্রজন্ম ধরে ব্যবহার করে আসছেন। এছাড়াও বর্তমানে এখন গবেষণায় ও এগুলোর নানা গুণাগুণ দেখতে পাওয়া যাচ্ছে। সূত্র: বিবিসি।
ঘরে বসে ডাক্তারের শরণাপন্ন ছাড়াই সিংহভাগ রোগ শুধুমাত্র গাছ-গাছড়া দিয়ে নির্মূল করা সম্ভব। যদি এর সঠিক ব্যবহার জানা থাকে। কিন্তু আমরা অনেকেই গাছগাছড়ার সঠিক ব্যবহার জানিনা। যার ফলে আমাদের আশেপাশে ছড়িয়ে থাকা হাজারো গাছপালা, উদ্ভিদ এবং তরুলতা থাকার পরেও, বিভিন্ন রোগের জন্য আমরা বিভিন্ন সময়ে ডাক্তারের শরণাপন্ন হই। তাই এবারের আমাদের আয়োজন যেভাবে আপনার আশেপাশে থাকা গাছপালা কে ব্যবহার করে যেকোন রোগ সারাবেন এবং সকল গাছ গাছড়ার উপকারিতা ও অপকারিতা সম্বন্ধে বিস্তারিত জানবেন। আর জানার জন্য ব্যবহার করতে হবে আপনাকে ছোট্ট একটি মোবাইল অ্যাপস। অ্যাপসটির নাম: ঔষধি গাছের উপকারিতা। যাকে নিয়ে মূলত আজকের এই আর্টিকেল। তাহলে চলুন মূল আর্টিকেল শুরু করি। ও হ্যাঁ! অ্যাপসটির নাম বড় হওয়ার কারণে, আমরা এটিকে শুধুমাত্র “ঔষধি” বলে ডাকবো এই পুরো আর্টিকেল জুড়ে।



ঔষধি অ্যাপস কি?
আমাদের আশেপাশে থাকা গাছপালা, উদ্ভিদ এবং তরুলতা ব্যাবহার ঘরে বসেই ডাক্তারের শরণাপন্ন না হয়ে রোগ সারানোর চমৎকার একটি মাধ্যম। জনপ্রিয় এই অ্যাপসটিতে রয়েছে পাথরকুচি পাতার উপকারিতা, আমলকির উপকারিতা ও অপকারিতা সহ নিম, থানকুনি, তুলসি, আমলকি, অর্জুন এবং বাসক পাতার গুণাবলী এবং ব্যবহারের নিয়মাবলী। এছাড়াও অ্যাপসটিতে আরো রয়েছে প্রতিটি গাছের ছবিসহ বর্ণনা। আর নানান রোগের বৈশিষ্ট্য সমূহ।

যেভাবে ব্যবহার করবেন ঔষধি অ্যাপস:
প্রথমে প্লে স্টোর থেকে অ্যাপসটি কে ডাউনলোড করুন অথবা নিচের লিংক থেকে। এরপর অ্যাপসটি ওপেন করে “ঔষধি গাছের উপকারিতা” বাটনে ক্লিক করুন আর পেয়ে যান আমলকির উপকারিতা ও অপকারিতা, পাথরকুচি পাতার উপকারিতা কিংবা অশ্বগন্ধার উপকারিতা ও অপকারিতা সহ বিস্তারিত। 

ঔষধি অ্যাপস এর সুবিধা সমূহ বা বৈশিষ্ট্য:
সকল ওষুধি গাছের গুণাগুণ সম্বন্ধে জানার সুবিধা। গাছগুলোর মধ্যে রয়েছে পাথরকুচি পাতার উপকারিতা, আমলকির উপকারিতা ও অপকারিতা এবং অশ্বগন্ধার উপকারিতা ও অপকারিতা সহ বিস্তারিত জানতে পারবেন। এছাড়াও প্রায় সকল ঔষধি গাছ, ফল, তরুলতা এবং উদ্ভিদ এর তালিকা রয়েছে এই অ্যাপের মধ্যে। পাশাপাশি মানব দেহের চুল থেকে শুরু করে নখ পর্যন্ত, যতগুলো অঙ্গ-প্রত্যঙ্গ রয়েছে। তার প্রায় সিংহভাগ অঙ্গ-প্রত্যঙ্গের যত্নে যা করণীয় তা জানতে পারবেন।

ঔষধি অ্যাপসের খারাপ দিক:
• থার্ড পার্টি এডভারটাইজিং রয়েছে।
• আমাদের চোখে লাগিং সমস্যা ধরা পড়েছে।



ঔষধি অ্যাপসের ডিজাইন এবং ইউজার ইন্টারফেস:
ডিজাইন খুবই সুন্দর। ব্যাকগ্রাউন্ডে সবুজ কালারের মাঝে ব্লার এবং প্রত্যেকটি ক্যাটাগরি আলাদা সেপ করে সাজানো হয়েছে। যার ফলে ব্যবহার করা অনেক সহজ। একই সাথে ইউজার ইন্টারফেস একদম স্বচ্ছ। অ্যাপস এ ঢোকা মাত্র চোখে পড়বে না বাড়তি কোন এডভেটাইজিং বা উইজেট। এছাড়াও কালার কম্বিনেশন দেখার মত ছিল। কিন্তু টেক্সট এর পজিশন আমাদের কাছে ভালো লাগেনি অর্থাৎ টেক্সটগুলো একটু বড়। তবে এটা খারাপ দিক ও নয়। যেহেতু অ্যাপসটি পূর্ণবয়স্ক মানুষেরা বেশি ব্যবহার করেন, তাই এটা মেনে নেওয়াই যায়। কারণ, আজকাল বেশিরভাগ মানুষেরই চোখে সমস্যা রয়েছে।

ঔষধি অ্যাপস এর রেটিং এবং রিভিউ:
প্লে স্টোরে বর্তমানে অ্যাপসটির রেটিং 4.3/5 এবং রিভিউ রয়েছে প্রায় 600 এর অধিক। এই মুহূর্তে যেহেতু অ্যাপসটিকে শুধুমাত্র প্লে স্টোরে পাওয়া যাবে। তাই উপরে শুধুই প্লে স্টোরের তথ্য দেওয়া হয়েছে।



যেভাবে ডাউনলোড করবেন ঔষধি অ্যাপস:
সরাসরি অ্যাপসটিকে ডাউনলোড করতে এই লিংক ভিজিট করুন।

শেষ কথা:
অনেকের এখনো গাছপালা, উদ্ভিদ এবং তরুলতা ব্যাবহার করতে নাক ছিটকাতে দেখা যায়। কিন্তু আপনি অবাক হবেন যে, বর্তমান সময়ে বেশিরভাগ অথেন্টিক ওষুধ মানুষ ব্যবহারের দিকে অগ্রসর হচ্ছে। আর এই সমস্ত অথেন্টিক ওষুধ তৈরি করা হয় গাছপালা, উদ্ভিদ এবং তরুলতা ব্যবহার করে। যেগুলোকে সাধারণত আয়ুর্বেদিক বা ইউনানী বলা হয়ে থাকে। আবার এই আয়ুর্বেদিক বা ইউনানী ওষুধ না ব্যবহার করেও, শুধুমাত্র গাছ-গাছরা ব্যবহার করে রোগ দমন করা সম্ভব। আর রোগ দমন করার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন আপনি, আজকের শেয়ার করে মোবাইল অ্যাপসটিকে। আর খুব সহজে জানতে পারেন পাথরকুচি পাতার উপকারিতা, আমলকির উপকারিতা ও অপকারিতা এবং অশ্বগন্ধার উপকারিতা ও অপকারিতা সহ সকল প্রকারের রোগ যেভাবে গাছগাছড়ার মাধ্যমে দমন করবেন। ধন্যবাদ
নবীনতর পূর্বতন