“কবিতা যারে খায়, প্লেট-সুদ্ধা খায়” মারজুক রাসেলের জনপ্রিয় এই উক্তি দিয়ে শুরু করতেছি আজকের এই আর্টিকেল। আর্টিকেলের মূল বিষয়বস্তু হচ্ছে: জনপ্রিয় সকল কবিদের কবিতা যেভাবে পাবেন। আর পুরো বিষয়টিতে বিগত আর্টিকেলের মত এবারও সহযোগিতা করবে একটি মোবাইল অ্যাপস। অ্যাপসটির নাম: কবি ও কবিতা।
কবি ও কবিতা অ্যাপস কি?
এটি বড়দের কবিতা পড়ার সেরা একটি মোবাইল অ্যাপস। যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেমের কবিতা, কাজী নজরুল ইসলামের কবিতা, সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা এবং জীবনানন্দ দাশ এর কবিতা সহ রয়েছে আরও অনেক সুনামধন্য কবিদের হাজারেরও বেশি কবিতা। অ্যাপসটিতে এই মুহূর্তে ৯৪ জন কবি এবং ২৬০০ এর উপর বেশি কবিতা রয়েছে।
যেভাবে ব্যবহার করবেন কবি ও কবিতা মোবাইল অ্যাপস:
অ্যাপসটি ব্যবহার করতে কোন একাউন্টের প্রয়োজন হয় না। তাই শুধুমাত্র প্লে স্টোর থেকে অথবা নিচের লিংক থেকে ডাউনলোড করুন ”কবি ও কবিতা” নামক মোবাইল অ্যাপসটি। আর ওপেন করে আপনার কাঙ্খিত কবির পড়ে ফেলুন সকল কবিতা।
কবি ও কবিতা অ্যাপস এর সুবিধা সমূহ বা বৈশিষ্ট্য:
জনপ্রিয় ছোট বড় ৯৪ জন বাংলাদেশী এবং ভারতীয় কবিদের ২৬০০ এর অধিক কবিতা পড়ার সুবিধা। কবিতার মধ্যে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেমের কবিতা, কাজী নজরুল ইসলামের জীবন ভিত্তিক কবিতা, সুকান্ত ভট্টাচার্য এর দেশ প্রেম ভিত্তিক কবিতা সহ এরকম নানান রকমের কবিতা রয়েছে এই এপসের ভিতর। অ্যাপস এর সুবিধা সমূহের ভিতর কবিতা গুলোই হচ্ছে মূল। তাই আলাদা করে এই অ্যাপসের ঐরকম সুবিধাসমূহ আমাদের চোখে ধরা পড়েনি।
এরপরেও নিচে অ্যাপস টির কয়েকটি ছোট বৈশিষ্ট্য দেওয়া হল:
• থিম পরিবর্তন করার সুবিধা।
• বুকমার্ক এবং হিস্টোরি চেক করার সুবিধা।
• গ্রিড এবং লিস্ট আকারে সকল কবিদের নাম দেখার সুবিধা।
কবি ও কবিতা অ্যাপস এর খারাপ দিক:
• থার্ড পার্টি এডভারটাইজিং রয়েছে।
• কবিতা কপি এবং শেয়ার করার সুযোগ নেই।
কবি ও কবিতা অ্যাপস এর ডিজাইন এবং ইউজার ইন্টারফেস:
এপসটি অনেক সাজানো গোছানো। ডিজাইনের দিকে তাকালে খুব সহজেই যে কোন কবিতা প্রেমীরা প্রেমে পড়ে যাবেন এই অ্যাপসের প্রতি। এর অন্যতম কারণ হচ্ছে: minimalistic এবং কালার কম্বিনেশনে সাজানো প্রতিটা কবিতা। অ্যাপসটির মূল কালার হোয়াইট এবং টেক্সট কালার ব্ল্যাক। যা একদম চোখে পড়ার মতো। পাশাপাশি ইউজার ইন্টারফেস আরো চমৎকার। প্রতিটা কবিতার জন্য রয়েছে আলাদা আলাদা সেগমেন্ট। সেই সাথে বেশ কয়েকটা ভিউ পয়েন্ট রয়েছে। এর ফলে খুব সহজেই যে কোন কবিকে খুঁজে পাওয়া সম্ভব।
আরো জানুন: যেভাবে দেখবেন সকল ক্রিকেট খেলার লাইভ স্কোর।
কবি ও কবিতা অ্যাপস এর রেটিং এবং রিভিউ:
বর্তমানে প্লে স্টোর থেকে এই অ্যাপসটি কে অলরেডি ডাউনলোড করা হয়েছে এক লাখের অধিক বার। আর 4.2/5 রেটিং সহ রিভিউ রয়েছে প্রায় কয়েকশোর মতো। যা থেকে খুব সহজেই বোঝা যায় অ্যাপসটি কতটা জনপ্রিয় এবং ইউজার ফ্রেন্ডলি।
যেভাবে ডাউনলোড করবেন কবি ও কবিতা অ্যাপস:
অ্যাপসটি যেহেতু এই মুহূর্তে শুধুমাত্র প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। তাই আপনারা যদি অ্যাপস টি কে ডাউনলোড করতে চান। এর জন্য সরাসরি প্লে স্টোরে গিয়ে সার্চ করুন “কবি ও কবিতা” লিখে কিংবা এই লিংক ভিজিট করুন।
শেষ কথা:
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেমের কবিতা হোক বা যে কোন কবির হাসি-তামাশার কবিতা হোক কেন। সকল কবিতার ভান্ডার জনপ্রিয় এই অ্যাপ। এই অ্যাপের মধ্যে পেয়ে যাবেন সকল প্রকারের কবিতা। তাই আপনি একজন কবিতা প্রেমী ব্যক্তি হয়ে থাকলে, এখনই ডাউনলোড করুন “কবি ও কবিতা” নামক এই অ্যাপসটিকে। আর উপভোগ করুন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেমের কবিতা থেকে শুরু করে রাজনৈতিক, দেশ, সংসার, এবং জীবন থেকে নেয়া সকল প্রকারের কবিতা। ধন্যবাদ