নিয়েনিন প্রয়োজনীয় সকল সকল দোয়া | দুই সিজদার মাঝের দোয়া টু অসুস্থ ব্যক্তির জন্য দোয়া

দুই সিজদার মাঝের দোয়া

মহান আল্লাহতালার কাছ থেকে সাহায্য পেতে হলে তার কাছে ক্ষমা চাওয়া, ধরনা দেয়া কিংবা দোয়া করার বিকল্প কোনো উপায় নেই। এ সাহায্য পাবার সর্বোত্তম উপায় কিংবা পদ্ধতি হচ্ছে: মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনুসরণে দোয়া করা। মহানবী সাল্লাল্লাহু আলাই সাল্লাম আরো বলেন, "দোয়া ইবাদতের সারাংশ"; আর আল্লাহ তার প্রেরিত ধর্মগ্রন্থ কোরআন-এ বলেছেন: তোমাদের পালনকর্তা বলেন, তোমরা আমাকে ডাক, আমি তোমাদের ডাকে সাড়া দেব। যারা আমার এবাদতে অহংকার করে তারা সত্বরই জাহান্নামে দাখিল হবে, এবং লাঞ্চিত হবে। { সোর্স: সূরা আল-মু'মিন, আয়াত - ৬০ } দোয়া যে শুধুমাত্র মহান আল্লাহ তায়ালার কাছ থেকে সাহায্য পাবার জন্য পড়তে হয়। ব্যাপারটা ঠিক এরকম নয়। বিভিন্ন কাজের ক্ষেত্রে বা ইবাদতের সময় ব্যবহার করা হয় নানান দোয়া। যেমন: পড়া মনে রাখার দোয়া, লম্বা হওয়ার দোয়া, দুই সিজদার মাঝের দোয়া, অসুস্থ ব্যক্তির জন্য দোয়া, আয়না দেখার দোয়া সহ রয়েছে বিভিন্ন দোয়ার ছোট ছোট বইয়ে কয়েক শত দোয়া। যা একজন মুমিন মুসলমানের দৈনন্দিন জীবনে প্রয়োজন পড়ে। তাই আজকের মূল টপিক হচ্ছে: যেভাবে এক অ্যাপে পেয়ে যাবেন দৈনিন্দ্য জীবনের প্রয়োজনীয় সকল দোয়া। অ্যাপসটির নাম: হিসনুল মুসলিম

হিসনুল অ্যাপস কি?
এটি মুমিন মুসলমানদের জন্য তৈরি করা ইসলামিক একটি মোবাইল অ্যাপ। যার মাধ্যমে প্রতিটি মুসলমান ব্যক্তি এডভেটাইজিং ঝামেলা ছাড়া এবং সম্পন্ন ফ্রিতে পবিত্র কুরআন এবং হাদিস থেকে বর্ণিত সকল সংকলিত সহীহ দোয়া ও জিকির পড়তে এবং অডিও আকারে শুনতে পারেন।



যেভাবে ব্যবহার করবেন হিসনুল মোবাইল অ্যাপস:
প্রথমে প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন “হিসনুল অ্যাপসটি” এবং ওপেন করে পছন্দ করেন আপনার প্রয়োজনীয় ক্যাটাগরিটি। অ্যাপ স্টোরে এপসটির শুধুমাত্র ইংলিশ ভার্শন রয়েছে। তাই বাংলা ভার্সন পেতে চাইলে অবশ্যই ভিজিট করুন প্লে স্টোর।

হিসনুল মোবাইল অ্যাপসের সুবিধা সমূহ:
প্রয়োজনীয় সকল দোয়া আরবি, বাংলা, উচ্চারণ এবং অডিও আকারে শোনার সুবিধা। দোয়া গুলোর মধ্যে রয়েছে: পড়া মনে রাখার দোয়া, লম্বা হওয়ার দোয়া, দুই সিজদার মাঝের দোয়া, অসুস্থ ব্যক্তির জন্য দোয়া, আয়না দেখার দোয়া ইত্যাদি ইত্যাদি।
• কোরআন এবং সহীহ হাদিস থেকে বর্ণিত সকল জিকির পাবার সুবিধা।
• পছন্দকৃত দোয়া বুকমার্কের মাধ্যমে সেভ করে রাখার সুবিধা।
• পছন্দমত ফন্ট সাইজ ছোট কিংবা বড় করার সুবিধা।
সকল দোয়া অডিও আকারে শোনার সুবিধা।
• search এর মাধ্যমে কাঙ্খিত জিকির কিংবা দোয়া খুঁজে পাওয়ার সুবিধা।
• ডার্ক মোড রয়েছে।
• কোন এডভেটাইজিং নেই।
• পাঠকদের সুবিধার জন্য এতে রয়েছে আলাদা আলাদা ক্যাটাগরি। যার ফলে যে কোন টপিক তাড়াতাড়ি খুজে পাওয়া সম্ভব না।

হিসনুল অ্যাপস এর খারাপ দিক:
নেই।


হিসনুল অ্যাপস এর ডিজাইন এবং ইউজার ইন্টারফেস:
অ্যাপের ডিজাইন যথেষ্ট পরিমাণ মিলেমাস্টিক। তবে প্রথম দেখাতে একটু হলেও আপনি বিব্রতকর অবস্থায় পড়বেন। এর কারণ, ডিফল্ট থিম। যদিও সবার চোখ এক নয়। তাই এই সমস্যা আপনার কাছে মনে নাও হতে পারে। তবে আমার কাছে ডিফল্ট থিমটিকে মনে হয়েছে রিডিং মোড বা আই কমফোর্ট মুডে ফোন ব্যবহার করলে, যে একটা ভাইভ চলে আসে তার মত। সোজা বাংলায় বললে, হালকা একটু লালছে টাইপ। এটা সম্ভবত অ্যাপের লোগোর কালার এর সাথে মিল রেখে করা হয়েছে। কিন্তু আপনি যদি ডার্ক মুড ব্যবহার করে অ্যাপসটিকে ব্যবহার করেন। তাহলে হয়তো আমার মত অস্বস্তিতে আপনি পড়বেন না। এ তো গেল ডিজাইনের কথা। এবার যদি আসি ইউজার ইন্টারফেস এর দিকে, তাহলে এক কথায় বলবো: অসাধারণ। প্রতিটি ক্যাটাগরি ঠিকঠাক জায়গা মতই ছিল। ব্যবহার করতে কোন অসুবিধা হয়নি। একই সাথে কালার কম্বিনেশনও বেশ ভালো। তবে এক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে ডার্ক মোড।



হিসনুল অ্যাপস এর রেটিং এবং রিভিউ:
প্লে স্টোর:-
রেটিং: 4.7/5
রিভিউ: 80K+

অ্যাপ স্টোর:-
রেটিং: 4.7/5
রিভিউ: 240+

যেভাবে ডাউনলোড করবেন হিসনুল মোবাইল অ্যাপস:
প্লে স্টোর (অ্যান্ড্রয়েড)

[ অ্যাপটি কে আপনার প্ল্যাটফর্ম অনুযায়ী ডাউনলোড করতে, উপরের লিংক দুটি অনুসরণ করুন। ]

শেষ কথা:
মহান আল্লাহতালা দোয়াকে ইবাদতের একটি অংশ হিসেবে অভিহিত করেছেন। তাই একজন মুমিন মুসলমানের মূল ইবাদতের পরে দোয়া পাঠ করা এবং কিছু পূর্ণ আশা লাভ এর জন্য দোয়ার ভূমিকা অপরিসীম। এছাড়াও দৈনন্দিন জীবনে বেশ কয়েক বার প্রয়োজন পড়ে দোয়া পাঠ করার। তাদের মধ্যে উল্লেখযোগ্য: পড়া মনে রাখার দোয়া, লম্বা হওয়ার দোয়া, দুই সিজদার মাঝের দোয়া, অসুস্থ ব্যক্তির জন্য দোয়া, আয়না দেখার দোয়া ইত্যাদি। তাই আপনি যদি দোয়া এবং জিকির এর পূর্নাঙ্গ কোনো অ্যাপ খুঁজে থাকেন। তাহলে এখনি ডাউনলোড করুন “হিনসুল অ্যাপস” টি আর উপভোগ করুন দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় সকল জিকির এবং দোয়ার তালিকা। ধন্যবাদ
নবীনতর পূর্বতন