গ্রামীন সিমের সকল সার্ভিস এখন হাতের মুঠোয় | my gp apps download

my gp apps download

বাংলাদেশের বাজারে বর্তমানে চারটি সিম অপারেটর কোম্পানি রয়েছে। যথাক্রমে তাদের নাম: grameenphone, Robi, Banglalink এবং Teletalk. তাদের মধ্যে শীর্ষ অবস্থান করছে গ্রামীণফোন। আর এই গ্রামীনফোনের জনপ্রিয় অ্যাপস “মাই জিপি” কে নিয়ে শুরু করতে যাচ্ছি আজকের এই আর্টিকেল। যেখানে আপনারা মাইজিবি অ্যাপের ভালো দিক, মন্দ দিক, সুবিধা সমূহ সহ কিভাবে my gp apps download করবেন তা দেখানো হবে। এছাড়াও এই আর্টিকেল শেষে আপনাদের দেখানো হবে grameenphone customer care near me অর্থাৎ যেভাবে খুঁজবেন আপনার আশেপাশে থাকা grameenphone customer care স্টোর, গ্রামীণফোন কাস্টমার কেয়ার নাম্বার ইত্যাদি।
তাহলে চলুন! বেশি কথা না বলে মূল আর্টিকেলে ঝাঁপ দেওয়া যাক।

my gp / মাই জিপি কি?
এটি গ্রামীণফোনের ব্যবহারকারীদের জন্য তৈরি করা একটি মোবাইল অ্যাপস। এর সাহায্যে ব্যবহারকারীরা gp minute offer list, gp minute offer 30 days, গ্রামীণফোন মিনিট অফার, ইন্টারনেট এবং রিচার্জ করতে পারেন। পাশাপাশি লাইফ চ্যাট সাপোর্ট সহ আনলিমিটেড স্পোর্টস বিনোদন উপভোগ সুযোগ রয়েছে। মাই জিপি অ্যাপসটি এই মুহূর্তে পাওয়া যাচ্ছে, দুইটি ভিন্ন ভিন্ন প্লাটফর্মে তথা প্লে স্টোর এবং অ্যাপ স্টোরে।



যেভাবে ব্যবহার করবেন মাই জিপি অ্যাপস:
• প্রথমে প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে অ্যাপসটি ডাউনলোড করুন এবং ওপেন করুন।
• এরপর ফোন নাম্বার এবং ফোনে আসা ভেরিফিকেশন কোড, ফার্স্ট নেম, লাস্ট নেম লিখে অ্যাকাউন্ট খোলার ধাপটি কমপ্লিট করুন।

মাই জিপি অ্যাপস এর সুবিধা সমূহ বা বৈশিষ্ট্য:
 • Internet, gp minute offer list, gp minute offer 30 days এবং গ্রামীণফোন মিনিট অফার সুলভ মূল্যে কিনে উপভোগ করার সুবিধা।
 
• পছন্দের ইন্টারনেট প্যাকের উ পর থাকছে সর্বোচ্চ ৫০% ডিসকাউন্ট উপভোগ করার সুযোগ।

• একটি ক্লিকে ইন্টারনেট, ব্যালেন্স, মিনিট এবং বান্ডেল প্যাক দেখার সুবিধা।

• বিকাশ, নগদ, ডেবিট এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে পছন্দের প্যাক কিংবা মোবাইল রিচার্জ করার সুবিধা।

মিসকল এলার্ট, ওয়েলকাম টিউন এবং এফএনএফ নিজে থেকে ম্যানেজ করার সুবিধা।

• বায়োস্কোপ এবং জি৫ এর মত ওটিপি প্লাটফর্মের সকল মুভি, ওয়েব সিরিজ এবং নাটক দেখার সুবিধা।

• পোস্টপেইড বিল পেমেন্ট, লাইভ চ্যাট, স্পেশাল অফার এবং গ্রামীণফোনের অথরাইজ সেন্টার থেকে প্রোডাক্ট সংগ্রহ করার সুবিধা।



মাই জিপি অ্যাপস এর খারাপ দিক:
নেই।

মাই জিপি অ্যাপস এর ডিজাইন এবং ইউজার ইন্টারফেস:
my gp apps download করে প্রথম দেখাতে আপনার মনে দাগ কেটে যাবে এতটুকু শিওর থাকুন। কারণ, এর নিট এন্ড ক্লিন ডিজাইন, ইউজার ফ্রেন্ডলি ইউজার ইন্টারফেস এবং কালার কম্বিনেশন চোখে লাগার মত। অন্যান্য প্রত্যেক সিম অপারেটরদের ব্যবহারকারীদের জন্য রয়েছে আলাদা আলাদা মোবাইল অ্যাপস। তাই অন্য সব অপারেটরদের অ্যাপসের সাথে কম্পেয়ার করলে, এগিয়ে থাকবে “মাই জিপি” অ্যাপস। মাই জিপি অ্যাপের ডিজাইন এবং ইউজার ইন্টারফেসের উপর ভিত্তি করে, আমি আমার পার্সোনাল রেটিং দিব 10/10। (দশে দশ)

মাই জিপি অ্যাপস এর রেটিং এবং রিভিউ:
↓প্লে স্টোর↓
রেটিং: 4.3/5
রিভিউ: 519K+
ডাউনলোড সংখ্যা: 10M+

↓অ্যাপ স্টোর↓
রেটিং: 3.8/5
রিভিউ: 2100+
ডাউনলোড সংখ্যা: Not Found

যেভাবে ডাউনলোড করবেন মাই জিপি অ্যাপস:
সরাসরি my gp apps download করতে নিচের প্লাটফর্মের নামের উপর ক্লিক করুন অথবা অ্যাপ স্টোর কিংবা প্লে স্টোরে গিয়ে সার্চ করুন “My Gp” লিখে।

প্লে স্টোর (অ্যান্ড্রয়েড)



শেষ কথা:
my gp apps download করে ব্যবহার করলে, বদলে যাবে আপনার গ্রামীণফোনের সকল সেবার অভিজ্ঞতা। কারণ, এই অ্যাপসের মাধ্যমেই আপনি ঘরে বসে পেয়ে যাচ্ছেন gp minute offer list, gp minute offer 30 days, গ্রামীণফোন মিনিট অফার, ইন্টারনেট সহ আরো অনেক কিছু। তাই এখুনি my gp apps download করুন এবং এক্সপ্লোর করুন মিনিট, বান্ডেল প্যাক, ইন্টারনেট, এসএমএস ইত্যাদি। ধন্যবাদ

যেভাবে খুজে পাবেন আপনার আশেপাশের grameenphone customer care:
গুগল অথবা গুগল ম্যাপস এ গিয়ে এই (grameenphone customer care near me)কথাটি লিখে সার্চ করুন। তার পর দেখতে পাবেন আপনার আশেপাশের সকল grameenphone customer care গুলো।

গ্রামীণফোন কাস্টমার কেয়ার নাম্বার:
121.

নবীনতর পূর্বতন