সালাতুত তাসবিহ নামাজের নিয়ম সহ জানুন অন্যান্য নামাজের নিয়ম কানুন।

সালাতুত তাসবিহ নামাজের নিয়ম

নামাজ বেহেস্তের চাবি!
আর এই চাবিকে কেন্দ্র করে মহান আল্লাহ তায়ালা পবিত্র কোরআন শরীফে, সর্বমোট ৮২ বার মুসলিম মুমিনগণদের উদ্দেশ্যে উল্লেখ করেছেন। তাই একজন প্রকৃত মুসলিম হিসেবে অবশ্যই, মহান আল্লাহ তায়ালার দেয়া এই নির্দেশ পালন করা উচিত। কিন্তু আমাদের মাঝে অনেকেই রয়েছেন যারা সঠিকভাবে জানেন না যে, পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি সালাতুত তাসবিহ নামাজের নিয়ম, সালাতুল হাজত নামাজের নিয়ম, বেতের নামাজের নিয়ম, লাইলাতুল কদর নামাজের নিয়ম, ঈদুল ফিতরের নামাজের নিয়ম সহ অন্যান্য নামাজের নিয়ম। তাই আজকের এই আর্টিকেলের মাঝে আমরা আপনাদের মাঝে একটি “সহীহ নামাজ শিক্ষা” মোবাইল অ্যাপস শেয়ার করতে যাচ্ছি। এপ্সটির নাম: সহীহ নামাজ শিক্ষা

সহীহ নামাজ শিক্ষা অ্যাপস কি?
এটি একটি মোবাইল ভিত্তিক সহীহ নামাজ শিক্ষা অ্যাপস। ফিজিক্যাল সহীহ নামাজ শিক্ষা বইয়ের মাঝে প্রয়োজনীয় যে সকল বিষয়বস্তু রয়েছে। তার প্রায় সব কিছুই রয়েছে এই অ্যাপসটিতে। এছাড়াও ফিজিক্যাল সহীহ নামাজ শিক্ষা বইয়ের থেকে বেশ কয়েকটা দিক দিয়ে এই অ্যাপসটি এগিয়ে। যেমন: তাসবিহ, কম্পাস এবং অডিও কুরআন রয়েছে।


..

যেভাবে ব্যবহার করবেন সহীহ নামাজ শিক্ষা অ্যাপস:
প্রথমে প্লে স্টোর থেকে সহীহ নামাজ শিক্ষা অ্যাপস টি ডাউনলোড করুন এবং ওপেন করে ফোনে চাওয়ার সকল পারমিশন এলাও করুন। বিশেষ করে লোকেশনটা অবশ্যই অন করবেন। কারণ, লোকেশন এর উপরে নির্ভর করবে আপনার স্থানীয় আজকের নামাজের সময়সূচী। এরপর আপনার প্রয়োজনীয় ক্যাটাগরি সিলেক্ট করে নামাজের সকল নিয়ম কানুন জানুন।

সহীহ নামাজ শিক্ষা অ্যাপস এর সুবিধা সমূহ বা বৈশিষ্ট্য:
• পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি সালাতুত তাসবিহ নামাজের নিয়ম, সালাতুল হাজত নামাজের নিয়ম, বেতের নামাজের নিয়ম, লাইলাতুল কদর নামাজের নিয়ম, ঈদুল ফিতরের নামাজের নিয়ম এবং অন্যান্য নামাজের নিয়ম জানার সুবিধা।

• পবিত্র কুরআন শিক্ষা, কোরআনের সকল সূরার ফজিলত, উচ্চারণ, অনুবাদ, আরবি এবং শানে নুযুল দেখে পড়ার সুবিধা।

• রোজা, ঈদ, হজ্জ ও ওমরা, কোরবানি ও আকিকা এবং যাকাত সম্বন্ধে বিস্তারিত জানার সুবিধা।

• দোয়া দরুদ, আমল ও সাইয়িদুল ইস্তেগফার , বিভিন্ন আয়াতের আমল ও ফজিলত, মৃত্যু, কাফন-দাফন, কবরে প্রশ্ন ও শাস্তি এবং কবর জিয়ারতের নিয়ম কানুন জানার সুবিধা।

• স্থানীয় নামাজের সময়সূচী, কম্পাস, তাসবিহ, হাদীস, আল্লাহর ৯৯ নাম, ছেলেমেয়েদের ইসলামিক নাম এবং সেহরি ও ইফতারের সময়সূচী দেখা সহ, এই অ্যাপস এ রয়েছে এরকম প্রয়োজনীয় আরো বেশ কয়েকটি ক্যাটাগরি। 


..

সহীহ নামাজ শিক্ষা অ্যাপস এর খারাপ দিক:
নেই।

সহীহ নামাজ শিক্ষা অ্যাপস এর ডিজাইন এবং ইউজার ইন্টারফেস:
অ্যাপস টির ডিজাইন মনোমুগ্ধকর। অন্য সব ইসলামিক রিলেটেড অ্যাপসের মতোই, এই অ্যাপসেও রয়েছে একই রকম সবুজ কালারের কম্বিনেশন। যা ইসলামের প্রতীক হিসেবে কাজ করে। পাশাপাশি ইউজার ইন্টারফেস বেশ সহজ এবং ইউজার ফ্রেন্ডলি। কাজেই আপনাকে অ্যাপসের মাঝে প্রবেশ করে জটিলতায় পড়তে হবে না। এতোটুকু নিশ্চিন্তে থাকুন।

সহীহ নামাজ শিক্ষা অ্যাপস এর রেটিং এবং রিভিউ:
বর্তমানে যেহেতু অ্যাপসটিকে শুধুমাত্র প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। তাই নিচে তুলে ধরা হলো প্লে স্টোরের রেটিং, রিভিউ এবং ডাউনলোড সংখ্যা:
রেটিং: 4.8/5
রিভিউ: 33K+
ডাউনলোড সংখ্যা: 1M+

যেভাবে ডাউনলোড করবেন সহীহ নামাজ শিক্ষা অ্যাপস:
প্লে স্টোরে গিয়ে সার্চ করুন “সহীহ নামাজ শিক্ষা” লিখে অথবা এই লিংক থেকে সরাসরি ডাউনলোড করুন।


..

শেষ কথা:
নামাজ শিক্ষার জন্য অনেকেই অনেক ধরনের মেথড বর্তমান সময়ে অবলম্বন করে থাকেন। যেমন; কেউ ইউটিউব থেকে ভিডিও দেখে নামাজ শিক্ষা অর্জন করেন কিংবা কেউ আবার বিভিন্ন ওয়েবসাইট ঘাটাঘাঁটি করেন। তবে ব্যক্তিগতভাবে আমার কাছে এপসটিকে বেশ ভালোই মনে হয়েছে। এছাড়াও এই অ্যাপসটির মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন একসাথে অনেকগুলো সুযোগ সুবিধা। যা হয়তো উপরে আপনারা ইতিমধ্যে দেখেছেন। তাই আপনি যদি নামাজ শিক্ষার জন্য পূর্ণাঙ্গ কোন মেথড খোঁজাখুঁজি করে থাকেন। তাহলে আমি আপনাকে বলব অবশ্যই, আজকের শেয়ার করা মোবাইল অ্যাপসটি ব্যবহার করে একবার দেখতে পারেন। ধন্যবাদ
নবীনতর পূর্বতন