পৃথিবীর সকল পোস্টাল কোড | mirpur postal code এবং los angeles zip code

mirpur postal code

পোস্টাল কোড বা জিপ কোড আমাদের প্রায় সময়ই প্রয়োজন হয়। কিন্তু নিজের এলাকার বা অন্যান্য এলাকার পোস্টাল কোড কিংবা জিপ কোড মনে না থাকার কারণে, অনেকেই পড়েন বিপাকে। এক জায়গা থেকে অন্য জায়গায় চিঠি পাঠানো হোক বা অ্যাড্রেস ভেরিফিকেশন করা হোক, সব জায়গাতেই প্রয়োজন হয় পোস্টাল কোড এর। তাই আজ আমরা এই আর্টিকেলের মাঝে শেয়ার করতে চলেছি। যেভাবে একটি অ্যাপ এর সহযোগিতায় mirpur postal code, zip code of dhaka, dhanmondi postal code সহ বাংলাদেশের সকল অঞ্চলের জিপ কোড বা পোস্টাল কোড জানতে পারবেন। এছাড়াও los angeles zip code এবং united states zip code জানতে পারবেন অর্থাৎ এই অ্যাপের মাধ্যমে সারা পৃথিবীর সকল অঞ্চল বা দেশের জিপ কোড জানতে পারবেন। অ্যাপসটির নাম: Zip Code.

Zip Code App কি?
এটি একটি লোকেশন ফাইন্ডার টুলস রিলেটেড অ্যান্ড্রয়েড ভিত্তিক মোবাইল অ্যাপস। যার প্রধান কাজ যে কোন অঞ্চল বা দেশের পোস্টাল অর্থাৎ জিপ কোড সংগ্রহ করে সাধারণ ইউজারদের মাঝে ছড়িয়ে দেওয়া। এই অ্যাপস এর মাধ্যমে অটোমেটিক লোকেশন এর সহযোগিতায় পোস্টাল কোড খুঁজে পাওয়া সম্ভব। 



যেভাবে ব্যবহার করবেন Zip Code App:
• প্রথমে প্লে ষ্টোর, অ্যাপ স্টোর অথবা নিচের লিংক থেকে অ্যাপসটি ডাউনলোড করুন এবং ওপেন করুন।

• এরপর ফোনে চাওয়া সকল পারমিশন অ্যালাও করুন। বিশেষ করে অ্যাপস এ প্রবেশ করার আগে ফোনের লোকেশন অন রাখুন।

• এরপর কাঙ্খিত দেশ অথবা অঞ্চল নির্বাচন করে সার্চ করুন।

• এরপর পোস্টাল কোড সংগ্রহ করার জন্য কোড এর পাশের (•••) থ্রি ডট বাটনে ক্লিক করুন এবং কপি করুন।

[ অ্যাপে প্রবেশ করার আগে ফোনের লোকেশন অন থাকলে, অটোমেটিক পোস্টাল কোড ডিটেক্ট হবে অর্থাৎ আপনি যে লোকেশনে বসে আছেন ওই লোকেশনের পোস্টাল কোড দেখতে পাবেন। আর যদি আপনি ম্যানুয়ালি অন্য এলাকার বা অঞ্চলের পোস্টাল কোড দেখতে চান, এজন্য উপরের নির্দেশনা অনুসরন করুন। ]

Zip Code App এর বৈশিষ্ট্য বা সুবিধা সমূহ:
• অটোমেটিক পোস্টাল কোড ডিটেক্ট করার সুবিধা। এর জন্য অবশ্যই ফোনের লোকেশন অন রাখতে হবে এবং আপনি যে জায়গায় বসে আছেন, ওই জায়গার পোস্টাল কোড দেখতে পাবেন।

• ম্যানুয়ালি যে কোনো দেশ বা অঞ্চলের পোস্টাল কোড দেখার সুবিধা। উদাহরণস্বরূপ: মনে করুন! আপনি বর্তমানে রয়েছেন ইতালিতে। আর আপনি দেখতে চাচ্ছেন mirpur postal code, zip code of dhaka, dhanmondi postal code, los angeles zip code কিংবা united states zip code. এক্ষেত্রে আপনার কাছে যদি আজকের শেয়ারকৃত মোবাইল অ্যাপসটি থাকে। তাহলে খুব সহজেই উল্লেখিত জিপ কোড গুলো সহজেই দেখতে পাবেন।

• খুঁজে পাওয়া পোস্টাল কোড সহজে শেয়ার অথবা কপি করার সুবিধা।



• কান্খিত পোস্টাল কোড টি অর্থাৎ যে পোস্ট অফিসের কোড অ্যাপের মধ্যে দেখতে পেয়েছেন। তা আপনার কাছ থেকে কতটুকু দূরে তা দেখার সুবিধা। এছাড়াও এলাকা শহর এবং দেশ দেখার সুবিধা রয়েছে এই অ্যাপে।

Zip Code App এর খারাপ দিক:
অ্যাপসটির কোন খারাপ দিক নেই। তবে আমরা যখন ব্যবহার করে এই রিভিউ টি লিখতে বসেছি। তখন হালকা ল্যাগিং সমস্যা ফেস করেছি। যতটা সম্ভব আমাদের কাছে মনে হয়েছে, এটি সফটওয়্যারজনিত সমস্যা। যা পরবর্তী আপডেট এ দূর হয়ে যাবে।

Zip Code App এর ডিজাইন এবং ইউজার ইন্টারফেস:
অ্যাপস এর ডিজাইন ততো টাও মিনিমালিস্টিক নয়। তবে ইউজার ইন্টারফেস বেশ সহজ এবং গোছানো। পাশাপাশি কালার কম্বিনেশনও খারাপ নয়। এককথায় চালিয়ে নেওয়ার মতো।

Zip Code App এর রেটিং এবং রিভিউ:
অ্যাপসটি বর্তমানে দুইটি ভিন্ন ভিন্ন প্লাটফর্মে পাওয়া যাচ্ছে, তথা অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে। অ্যাপ স্টোরে অ্যাপসটির রেটিং 3.1/5 এবং ২০+ এর অধিক রিভিউ রয়েছে। একই সাথে প্লে স্টোরে 4.4/5 রেটিং সহ রিভিউ রয়েছে ৭৫০+ এর বেশি। আর এই দুইটি প্লাটফর্ম থেকে ইতিমধ্যে অ্যাপটিকে ডাউনলোড করা হয়েছে 50 হাজারেরও বেশি বার।

যেভাবে ডাউনলোড করবেন Zip Code App:
প্লে স্টোর (অ্যান্ড্রয়েড)



[ অ্যাপসটি সরাসরি ডাউনলোড করতে উপরের লিংক দুটি ভিজিট করুন অথবা প্লে স্টোর/ অ্যাপ স্টোরে গিয়েZip Codeলিখে সার্চ করুন। ]

শেষ কথা:
বর্তমানে পোস্টাল কোড সবথেকে বেশি ব্যবহার হয়, গুগল এডসেন্স সহ অন্যান্য প্ল্যাটফর্ম ভেরিফিকেশন করার জন্য। তাই আপনিও যদি পোস্টাল কোড খোঁজার জন্য গুগলের শরণাপন্ন হয়ে থাকেন এবং বিভ্রান্তিকর তথ্যের জালে আটকা পড়ে যান। তাহলে অনুরোধ থাকবে, অবশ্যই আজকের এই অ্যাপসটি একবার হলেও ব্যবহার করুন। এপসটি ব্যবহারের মাধ্যমে mirpur postal code, zip code of dhaka, dhanmondi postal code বা los angeles zip code সহ অন্যান্য পোস্টাল কোড খোঁজার জন্য আর গুগলের শরণাপন্ন আপনাকে হতে হবে না। এতটুকু নিশ্চিত থাকুন। ধন্যবাদ
নবীনতর পূর্বতন