সহজে দেখুন যেকোনো পরীক্ষার রেজাল্ট | রোল নাম্বার দিয়ে এসএসসি রেজাল্ট

রোল নাম্বার দিয়ে এসএসসি রেজাল্ট

একটা সময় ছিল যখন ফাইনাল পরীক্ষার পর, রোল নাম্বার দিয়ে এসএসসি রেজাল্ট সহ অন্যান্য পরীক্ষার রেজাল্ট দেখার জন্য এলাকার কম্পিউটারের দোকান গুলোতে হিড়িক পড়ে যেত। কিন্তু এখন যুগ পাল্টিয়েছে, আর কষ্ট করে রোল নাম্বার দিয়ে এসএসসি রেজাল্ট সহ অন্যান্য পরীক্ষার রেজাল্ট দেখার জন্য এলাকার কম্পিউটারের দোকানে লাইন দিতে হবে না। কারণ, রোল নাম্বার দিয়ে এসএসসি রেজাল্ট সহ সকল পরীক্ষার ফলাফল দেখতে পাবেন খুব সহজে। আর এই বিষয়টিতে সহযোগিতা করবে ছোট্ট একটি মোবাইল অ্যাপস। অ্যাপসটির নাম: All Exam Results.

All Exam Results কি?
এটি রোল নাম্বার দিয়ে এসএসসি রেজাল্ট দেখা সহ, বাংলাদেশের সকল পরীক্ষার রেজাল্ট দেখার জনপ্রিয় একটি মোবাইল অ্যাপস। অ্যাপসটি তৈরি করা হয়েছে শিক্ষাবোর্ড সহ অন্যান্য স্কুল/কলেজের ওয়েবসাইট কে কনভার্ট করে অর্থাৎ এই অ্যাপের মধ্যে সাধারণ মানুষ পেয়ে যাবে বাংলাদেশের সকল পরীক্ষার রেজাল্ট প্রকাশ করার ওয়েবসাইট। যার ফলে কাঙ্খিত ওয়েবসাইট ব্রাউজ করা আরো সহজ হবে এবং রেজাল্ট দেখাও। রোল নাম্বার দিয়ে এসএসসি রেজাল্ট, JSC Results, JDC Results, Dakhil Results, Alim Results এবং Vocational Results সহ বাংলাদেশের সকল শিক্ষাখাতের পরীক্ষার রেজাল্ট এই অ্যাপের মাধ্যমে দেখা সম্ভব।



যেভাবে ব্যবহার করবেন All Exam Results App:
প্রথমে প্লে স্টোর থেকে অ্যাপসটি ডাউনলোড করুন অথবা নিচের লিঙ্ক থেকে। এরপর অ্যাপস টি ওপেন করে আপডেটের জন্য অপেক্ষা করুন। কারণ, সকল পরীক্ষার রেজাল্ট দেখার ওয়েবসাইট গুলো আপডেট হবে। আপডেট হওয়ার পর, আপনার কাঙ্খিত ওয়েবসাইট নির্বাচন করুন অর্থাৎ যে রেজাল্ট আপনি দেখতে চাচ্ছেন। এরপর রেজাল্ট দেখার ইনফর্মেশন বা রোল নাম্বার দিয়ে এসএসসি রেজাল্ট সহ অন্যান্য রেজাল্ট দেখুন।

All Exam Results App এর সুবিধাসমুহ বা বৈশিষ্ট্য:
স্পেসিফিক ভাবে তৈরি করা এ অ্যাপস অর্থাৎ এই অ্যাপের মাধ্যমে শুধুমাত্র ব্যবহারকারীরা একটি কাজই করতে পারবে। আর সেটি হচ্ছে: বাংলাদেশের যেকোনো পরীক্ষার রেজাল্ট ইনফর্মেশন অথবা রোল নাম্বার দিয়ে এসএসসি রেজাল্ট সহ অন্যান্য পরীক্ষার রেজাল্ট দেখতে পাবেন। অ্যাপসটিতে সর্বমোট দুইটি পদ্ধতিতে শিক্ষার্থীরা রেজাল্ট দেখতে পাবেন। ১) অনলাইনে। ২) এসএমএসের মাধ্যমে। এছাড়াও ব্যবহারকারীরা দ্রুত রেজাল্ট দেখার জন্য কাঙ্খিত বোর্ড নির্বাচন করার জন্য সার্চ অপশন পেয়ে যাবেন।

All Exam Results App এর খারাপ দিক:
• থার্ড পার্টি এডভার্টাইজিং রয়েছে।
• সকল ওয়েব সাইটে কাজ করে না। (এখানে অ্যাপের কোনো দোষ নেই। কাঙ্খিত ওয়েবসাইট এর সার্ভার ডাউন হলে, এরকম হওয়াটা স্বাভাবিক।)
• এই অ্যাপের ডেভলপার এর আরো তৈরি করা অ্যাপস দিয়ে ভরে রাখা ইউজার ইন্টারফেস।
• ইউজার ইন্টারফেস আরো নিট এন্ড ক্লিন হওয়া দরকার ছিল।
hsc result 2022 published date in bangladesh এবং hsc result 2022 update news নোটিফিকেশনের মাধ্যমে পাবার সুবিধা থাকলে আরো ভালো হতো। (এটা আমার ব্যক্তিগত চাওয়া পাওয়া)



All Exam Results App এর ডিজাইন বা ইউজার ইন্টারফেস:
ডিজাইন আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। কিন্তু ইউজার ইন্টারফেস আরো ক্লিন হলে, বেশ ভালো হতো। পাশাপাশি অ্যাপসটির কালার একদম চোখে লাগার মত। যারা ব্রাইট পছন্দ করেন তাদের জন্য এটা চমকপ্রদক। সর্বোপরি কথা হচ্ছে: এটি একটি বাংলাদেশের অ্যাপস হিসেবে যথেষ্ট পরিমাণ সুইটেবল এটা মানতে হবে।

All Exam Results App এর রেটিং এবং রিভিউ:
একটি বাংলাদেশী এডুকেশন অ্যাপ হিসেবে প্লে স্টোরে এর ভূমিকা অপরিসীম। কারণ, প্লে স্টোর থেকে ইতিমধ্যে 1+ মিলিয়ন ডাউনলোড এবং 4.0 রেটিং সহ রিভিউ আছে প্রায় তিন হাজারের অধিক। হয়তো অনেকেই ডাউনলোড এবং রিভিউ দেখে অ্যাপস টি ডাউনলোড করে হতাশ হন। এর অন্যতম কারণ হিসেবে আমি মনে করি, অ্যাপস এর মধ্যে থাকা third-party এডভার্টাইজিং এবং নিট এন্ড ক্লিন ইউজার ইন্টারফেস না থাকাটা। আশা করছি, পরবর্তী আপডেট এ এই অ্যাপ এর নির্মাতা বিষয়টিকে আমলে নিবেন।

যেভাবে ডাউনলোড All Exam Results App:
প্রথমেই বলে নিচ্ছি, অ্যাপস টি আইওএস ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য নয় অর্থাৎ অ্যাপেল ইউজারদের জন্য অ্যাপসটি এখনো পর্যন্ত উন্মুক্ত করা হয়নি। হয়তো আগামী দিনে উন্মুক্ত করা হলেও হতে পারে। যাইহোক! এবার বলি অ্যাপসটি যেভাবে ডাউনলোড করবেন। অ্যাপটি ডাউনলোড করার জন্য প্লে স্টোরে গিয়ে সার্চ করুন অ্যাপসটির নাম লিখে অথবা এই লিংকে ক্লিক করুন।



শেষ কথা:
এতক্ষণ রিভিউ পড়ে হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে, অ্যাপসটি মোটামুটি ভালো। তবে পুরোটা নয়। জ্বি এটা সত্যি। কিন্তু আপনি যদি একজন শিক্ষার্থী হয়ে থাকেন এবং রোল নাম্বার দিয়ে এসএসসি রেজাল্ট সহ অন্যান্য পরীক্ষার রেজাল্ট দেখতে চান। তবে অ্যাপসটি এখন ইনস্টল করুন। কারণ, এই অ্যাপে শুধুমাত্র third-party এডভার্টাইজিং ছাড়া আর কোনো জামেলা নেই বললেই চলে। পাশাপাশি ছোটখাটো bugs রয়েছে, কিন্তু তা চোখে লাগার মত না। আর হ্যাঁ! অনেক সময় রোল নাম্বার দিয়ে এসএসসি রেজাল্ট সহ অন্যান্য রেজাল্ট দেখার সময়, কাঙ্খিত ওয়েবসাইট এর সার্ভারে সমস্যা হয়ে থাকে। যা হয়তো আপনি, আমি এবং আমরা সবাই জানি। কাজেই এটি অ্যাপের কোন bugs কিংবা আপডেট জনিত সমস্যা নয়। ধন্যবাদ
নবীনতর পূর্বতন