আসছে পবিত্র মাহে রমজান!
আর এ রমজান কে কেন্দ্র করে সাধারণ অনেক মানুষই রোজার নিয়ত ও ইফতারের দোয়া বাংলা ভাষাতে পড়তে কিংবা শিখতে ইচ্ছে পোষণ করেন। কারণ, আমাদের ভেতর অনেকেই রয়েছেন যারা ইসলাম সম্বন্ধে বেশি ধারণা রাখেন না। তাই সাধারণ মানুষের এই বিষয়টিকে মাথায় রেখে, আজকের এই আর্টিকেলটি তৈরি করা। যেখানে আপনারা শুধুমাত্র একটি মোবাইল অ্যাপ ব্যবহার করে জানতে পারবেন। আশুরার রোজার নিয়ত, আরাফার রোজার নিয়ত, মহরমের রোজার নিয়ত, শাওয়াল মাসের রোজার নিয়ত, জিলহজ্জ মাসের রোজার নিয়ত, শবে বরাতের রোজার নিয়ত বাংলায় সহ রমজানের প্রয়োজনীয় সকল বিষয়বস্তু।
অ্যাপসটির নাম: Muslim Bangla.
Muslim Bangla কি?
এটি সম্পূর্ণ বাংলা ভাষায় নির্মিত একটি রিলিজিয়ন ভিত্তিক মোবাইল অ্যাপস। যার মাধ্যমে সকল মুসলমান ব্যক্তিগণ ইসলামের প্রয়োজনীয়তা জানতে কিংবা শিখতে পারেন।
যেভাবে ব্যবহার করবেন Muslim Bangla:
এপসটি ব্যাবহার করতে কোন একাউন্ট এর প্রয়োজন পড়ে না। তাই আশা করছি, অ্যাপসটি ব্যবহার করতে গিয়ে আপনারা কোন ধরনের জটিলতায় ভুগবেন না। এপসটি ব্যাবহার করতে শুধুমাত্র প্লে স্টোর এবং অ্যাপ স্টোর থেকে আপনার অপারেটিং সিস্টেম অনুযায়ী ডাউনলোড করলেই হবে।
[ অ্যাপটিতে আপনার ডাটা সংরক্ষণ করার জন্য, আপনার গুগল অ্যাকাউন্টের সঙ্গে কানেক্ট করতে পারেন। আবার এটি না করলেও চলে, বাকিটা আপনার ইচ্ছা। ]
Muslim Bangla অ্যাপ এর সুবিধা:
• প্রত্যেক নামাযের সময় এলার্ম এবং নোটিফিকেশনের মাধ্যমে বার্তা পাওয়ার সুবিধা। পাঁচ ওয়াক্ত নামাজের সময় ছাড়াও তাহাজ্জুদ, ইশরাক এবং চাশত নামাজের সময়সীমা দেখতে পাবেন।
• সম্পূর্ণ কুরআন বাংলা অর্থসহ পড়া, অডিও আকারে শোনা, শেয়ার করা এবং বুকমার্ক করে রাখার সুবিধা।
• প্রয়োজনীয় দোয়া, কিতাব, হাদিস ও মাসাইল পড়ার সুবিধা।
• ফিজিক্যাল তজবি ছাড়া তবজী পড়ার সুবিধা এবং জনপ্রিয় সব বক্তাদের খুতবা ও বয়ান ভিডিও আকারে দেখার সুবিধা।
• নির্ভুলভাবে কোরআন শিক্ষা, কিবলা নির্ধারণ এবং লোকেশন এর মাধ্যমে আপনার আশেপাশের মসজিদ দেখার সুবিধা।
• হজ এর সকল প্রয়োজনীয়তা এবং যাকাতের ক্যালকুলেটর ব্যবহারের সুবিধা।
• রমজান মাস সহ বাকি সকল মাসের রোজার প্রয়োজনীয়তা থেকে শুরু করে বর্জনীয় কাজ পর্যন্ত জানতে পারার সুবিধা। তাদের মধ্যে উল্লেখযোগ্য: আশুরার রোজার নিয়ত, আরাফার রোজার নিয়ত, মহরমের রোজার নিয়ত, শাওয়াল মাসের রোজার নিয়ত, জিলহজ্জ মাসের রোজার নিয়ত এবং শবে বরাতের রোজার নিয়ত বাংলায় পাবার সুবিধা। এছাড়াও অ্যাপস টি তে রয়েছে মহান আল্লাহতালা 99 নাম, লাইভ, ক্যালেন্ডার এবং গুরুত্বপূর্ণ দিনের তালিকা।
[অ্যাপসটির রোজা ক্যাটাগরিতে ফাজায়েল, দোয়া, হাদিস, মাসাইল এবং কিতাব রয়েছে। ]
Muslim Bangla অ্যাপ এর অসুবিধা:
নেই।
Muslim Bangla অ্যাপ এর দাম:
অ্যাপসটি আপনারা একদম বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। কিন্তু আপনি যদি চান, তাহলে তাদের সহযোগিতা করতে পারেন। এক্ষেত্রে অ্যাপ এর ভিতরে “ডোনেশন” নামক একটি সেগমেন্ট রয়েছে। যেখানে ক্লিক করে আপনি সকল ইনফরমেশন পেয়ে যাবেন অর্থাৎ টাকা যেভাবে দিবেন।
Muslim Bangla অ্যাপ এর ডিজাইন:
মাশাল্লাহ! খুবই সুন্দর এপসটির ডিজাইন। কারণ হিসেবে দুইটি বিষয় আমি উল্লেখ করতে চাই। আর তা হচ্ছে: অ্যাপসটির কালার এবং থিম। অ্যাপসটিতে ব্যবহার করা হয়েছে শান্তির প্রতীক বা মুসলমানদের কালার তথা সবুজ এবং বেশ কয়েকটি থিম এর সমন্বয়ে অ্যাপস টি কে দেখতে এবং ব্যবহার করতে বেশ আগ্রহ জন্ম নেয়। পাশাপাশি ইনফরমেটিভ তথ্য তো আছেই। যা অ্যাপস টি কে ইতিমধ্যে তুলে ধরেছে সবার মাঝে ও গ্রহণযোগ্যতারও শেষ নেই।
Muslim Bangla অ্যাপ এর রেটিং এবং রিভিউ:
প্লে স্টোরে 4.9/5 এবং অ্যাপ স্টোরে 4.7/5 রেটিং রয়েছে। একই সঙ্গে প্লে স্টোর এবং অ্যাপ স্টোর মিলিয়ে অ্যাপটি ডাউনলোড হয়েছে প্রায় এক মিলিয়নের অধিকবার। যা আশা করা যাচ্ছে, আগামীতে আরও ভাল রেজাল্ট করবে।
যেভাবে ডাউনলোড করবেন Muslim Bangla অ্যাপ:
অ্যাপ স্টোর অথবা প্লে স্টোরে গিয়ে সার্চ করুন Muslim Bangla লিখে অথবা নিচ থেকে আপনার অপারেটিং সিস্টেম অনুযায়ী ডাউনলোড করুন।
ডাউনলোড লিংক: (আইওএস)
ডাউনলোড লিংক: (অ্যান্ড্রয়েড)
আরো পড়ুন: যেভাবে জানবেন সকল দেশের আজানের সময়সূচী।
শেষ কথা:
পাপমোচনের সেরা মাস হল: রমযান মাস। আর এই রমজান মাসে পরিশুদ্ধ বা রমজানের সকল বিষয়বস্তুর সঙ্গে সংযুক্ত থাকতে থাকার জন্য, এখনই ডাউনলোড করুন Muslim Bangla মোবাইল অ্যাপস। কারণ, এই অ্যাপসটিতে শুধুমাত্র আশুরার রোজার নিয়ত, আরাফার রোজার নিয়ত, মহরমের রোজার নিয়ত, শাওয়াল মাসের রোজার নিয়ত, জিলহজ্জ মাসের রোজার নিয়ত নয় বরং অ্যাপস টি তে রয়েছে প্রকৃত একজন মুসলমানের যাবতীয় নিয়ম কানুন শেখার সুযোগ।
ধন্যবাদ