সকল সরকারী সেবা এখন হাতের মুঠোয়! আমার সরকার | My Government

সকল সরকারী সেবা এখন হাতের মুঠোয়! আমার সরকার | My Government

আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? আশা করছি, মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভালো আছেন। আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি, খুবই গুরুত্বপূর্ণ একটি সরকারি মোবাইল অ্যাপস। যা ব্যবহারের ফলে সরকারি সকল ধরনের সেবা এবং সরকারি অনুদান পাওয়ার উপায় সম্মন্ধে বিস্তারিত জা
নতে পারবেন। আর হ্যাঁ, অ্যাপটির নাম: আমার সরকার my government.

আমার সরকার my government কি?
এটি বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকারের অধীনে তৈরি করা একটি মোবাইল অ্যাপস। যার প্রধান উদ্দেশ্য দেশের সকল নাগরিক যেন, একসাথে সকল সেবা গ্রহণ করতে পারেন। এছাড়াও খুব সহজে সেবার আবেদন গ্রহণ, আবেদনের সর্বশেষ আপডেট জানানো এবং জনভোগান্তি হ্রাসের উদ্দেশ্যে এই প্ল্যাটফরম সকল জনসাধারণের জন্য পস্তুত করা হয়েছে। পাশাপাশি ব্যবসায়ী, নাগরিক, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এবং সরকারি কর্মকর্তা-কর্মচারিগণ এই প্ল্যাটফরমের সকল সুবিধা কোন প্রকার ঝামেলা ছাড়াই গ্রহণ করতে পারেন।


যেভাবে ব্যাবহার করবেন আমার সরকার my government বা Eksheba gov bd login
• প্রথমে প্লে স্টোর থেকে ডাউনলোড করুন “আমার সরকার my government” মোবাইল অ্যাপস টি এবং ওপেন করুন। (আমার সরকার my government অ্যাপসটি এখনো পর্যন্ত আইওএস অপারেটিং সিস্টেমের জন্য প্রস্তুত করা হয়নি। তবে আগামীতে বের হওয়ার সম্ভাবনা রয়েছে।)

• এরপর “একাউন্ট” বাটনে ক্লিক করে “নিবন্ধন” বাটন নির্বাচন করে আপনার সকল ইনফরমেশন প্রোভাইড করুন। যেমন: পূর্ণ নাম, ফোন নাম্বার এবং পাসওয়ার্ড।


[ একাউন্ট খোলার পূর্বে অবশ্যই “আমি এর সাথে একমত অর্থাৎ টার্মস অফ কন্ডিশন” এর জায়গায় টিক মার্ক (✓) দিয়ে নিবন্ধন বাটনে ক্লিক করুন। পাশাপাশি পাসওয়ার্ড ব্যবহার করার সময় ইংরেজি অক্ষর ব্যবহার করুন। ]

আমার সরকার my government এর সুবিধাসমূহ বা বৈশিষ্ট্য:
ছাত্র ছাত্রীদের আর্থিক অনুদানের অনলাইন আবেদন ফরম বিনামূল্যে পূরণ এবং সরকারি অনুদান পাওয়ার উপায় এর সুবিধা।

• যেকোনো সেবা গ্রহণ বা আর্থিক অনুদানের জন্য আবেদন পত্র লেখার নিয়ম সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পাওয়ার সুবিধা।

আমার সরকার my government অ্যাপসটি ওপেন করে ঝাঁকি দিলেই ৯৯৯ (ইমারজেন্সি) কল সেন্টারে কল যাবে এবং ৯৯৯ এর সেবা সমূহ সম্বন্ধে জানতে পাওয়ার সুবিধা।

• নির্দিষ্ট সেবা দ্রুত খুঁজে পেতে এতে ব্যবহার করা হয়েছে কিবোর্ড এবং ভয়েস সার্চ এর সুবিধা।

• যেকোন বিষয়ের উপর আবেদন করার পর তার অবস্থান জানতে পারার পাশাপাশি “আমার সরকার my government” অ্যাপে রয়েছে ৭টি ক্যাটাগরিতে ১৭২টির অধিক সেবা।

[ অ্যাপসটিতে অধিক পরিমাণে সেবা থাকায় সকল সেবা সমূহ এই পোস্টের মাঝে তুলে ধরা হয়নি। ]

আমার সরকার my government এর খারাপ দিক:
প্লে স্টোর থেকে সাধারণ মানুষের মন্তব্য থেকে বোঝা যাচ্ছে যে, অ্যাপসটিতে টেকনিক্যাল কিছু সমস্যা রয়েছে। ব্যক্তিগতভাবে আমার কাছে, কোন ধরনের সমস্যা চোখে পড়েনি। আর যদিও টেকনিক্যাল সমস্যা থাকে, তাহলে বলবো এই সমস্যাগুলো বড় কোনো সমস্যা নয় বরং আগামীদিনের আপডেট এ সমাধান হওয়া সম্ভব।

আমার সরকার my government অ্যাপস এর ডিজাইন:
ডিজাইন নিয়ে বেশি আলোচনা করার কিছুই নেই। আপনারা হয়তো ইতিমধ্যে বাংলাদেশের সরকারি ওয়েবসাইট গুলো দেখে ধারণা করতে পেরেছেন যে, আমার সরকার my government অ্যাপস এর ডিজাইন কি রকম। অ্যাপসটিতে দুইটি কালারের গ্রেডিয়েন্ট ব্যবহার করায়, ব্যক্তিগতভাবে আমার কাছে অনেক সুন্দর মনে হয়েছে। এছাড়াও এ্যাপস টি অনেক গোছানো হওয়ায়, আশা করছি সকল নাগরিকের কাছে গ্রহণযোগ্যতা পাবে।


আমার সরকার my government অ্যাপস রেটিং এবং রিভিউ:
এটি একটি সরকারি অ্যাপস হওয়ায় বেশি লোকে ডাউনলোড করে নাই এটা সত্য। তবে এর রেটিং দেখে আপনি নিরাশ হবেন না। বর্তমানে প্লে স্টোরে রেটিং 4.1 এবং হাজার এর আশেপাশে রিভিউ রয়েছে। এবার আসুন অ্যাপসটি কেন বেশি লোকে ডাউনলোড করে নাই? এর সোজাসাপ্টা উত্তর হবে, বাংলাদেশের অধিকাংশ লোক সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহার করতে পারলেও, পারে না আবেদন ফরমের মত ছোটখাট জিনিস অনলাইনে পূরণ করতে। তাহলে হয়তো আপনি বুঝতে পারছেন, আমার সরকার my government অ্যাপস এর ডাউনলোড সংখ্যা কেনো এত কম। তবে এখানে ডাউনলোড সংখ্যা কম বলাটাও ভুল হবে। কারণ, আমার সরকার my government অ্যাপসটি এখন পর্যন্ত ১লাখের অধিক লোক ডাউনলোড বা ব্যবহার করেছেন।


যেভাবে ডাউনলোড করবেন “আমার সরকার my government” মোবাইল অ্যাপস:
অ্যাপসটি শুধুমাত্র এন্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্য ব্যবহার করা যাবে। এজন্য আপনারা সরাসরি প্লে স্টোর অথবা এখান থেকে ডাউনলোড করতে পারেন।

শেষ কথা:
আমার সরকার my government অ্যাপসটি আপনার অবশ্যই ডাউনলোড করা উচিত। যদি আপনি বাংলাদেশের একজন প্রকৃত নাগরিক হয়ে থাকেন। ঠিক কি কারণে ডাউনলোড করবেন, তা হয়তো আপনারা ইতিমধ্যে উপরের লেখা থেকে বুজতে পারছেন। এছাড়াও কম্পিউটারের দোকানে গিয়ে বাড়তি টাকা খরচ না করে, ঘরে বসেই সরকারি যেকোন ধরনের ফরম বিনামূল্যে অনলাইনে পূরণ করার জন্য হলেও, আমার সরকার my government অ্যাপসটি ব্যাবহার করুন।
ধন্যবাদ
নবীনতর পূর্বতন