ধর্ষণ প্রতিরোধে কাজ করবে “বাঁচাও” অ্যাপ!

ধর্ষণ প্রতিরোধে কাজ করবে “বাঁচাও” অ্যাপ!

বর্তমান সময়ে ধর্ষণের খবর ক্রমশ বেড়েই চলছে। পেপার-পত্রিকা, টেলিভিশন, রেডিও এবং সামাজিক যোগাযোগ মাধ্যম খুললেই দেখা যায় “ধর্ষণের খবর
আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্য সংরক্ষণ ইউনিটের এক নতুন পরিসংখ্যান অনুযায়ী, ২০২১ সালে সারাদেশে ধর্ষণ ও সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন মোট ১৩২১ জন নারী। এর মধ্যে ধর্ষণের পর হত্যার শিকার হয়েছেন ৪৭ জন এবং ধর্ষণের পর আত্মহত্যা করেছেন ৯জন। এছাড়াও ২০২০ সালে ধর্ষণের শিকার হয়েছিলেন ১৬২৭ জন নারী এবং ২০১৯ সালে এই সংখ্যা ছিল ১৪১৩ জন। বাংলাদেশের জনসংখ্যা অনুযায়ী ৮০০ জনের জন্য মাত্র একজন পুলিশ সদস্য রয়েছেন। কাউকে সহায়তা করার জন্য তাদের পক্ষে কী দূর থেকে দ্রুত নির্দিষ্ট স্থানে পৌঁছানো সম্ভব? অবশ্যই না। কিন্তু পুলিশের ভূমিকায় কাজ করতে পারে একমাত্র সমাজের লোক কিংবা স্বেচ্ছাসেবকরাই।
আজকাল ধর্ষণের বিচার পাওয়ার বেশ কার্যকরী একটি মাধ্যম হচ্ছে: সামাজিক যোগাযোগ মাধ্যম। কিন্তু ধর্ষণ প্রতিরোধে সহায়তা কে? এর জন্য অবশ্যই নিজেকে মাথা খাটিয়ে যুদ্ধ করতে হবে। কিন্তু কিভাবে?
আপনি জেনে অবাক হবেন যে, ইন্টারনেটের এই যুগে এসে আপনাকে ধর্ষণ প্রতিরোধে সহযোগিতা করবে “মোবাইল অ্যাপ
কি একটু অবাক হচ্ছেন নিশ্চয়ই? অবাক হওয়া টা একদমই সাধারন ব্যাপার মাত্র। যাইহোক! আজ আমি আপনাদের মাঝে একটি মোবাইল অ্যাপ শেয়ার করব, যার মাধ্যমে যে কোন নারী নিজে থেকেই ধর্ষণ রুখতে সক্ষম। আর মোবাইল অ্যাপস টির নাম: Bachao/ বাঁচাও।

Bachao App কি?
এটি একটি পিপল টু পিপল (P2P) প্ল্যাটফর্ম, যা ধর্ষণ রুখতে বেশ কার্যকর। পাশাপাশি এটি অলাভজনক Bachao.Life Foundation দ্বারা কর্তৃক মোবাইল অ্যাপ। যার প্রধান কাজ ধর্ষণের নির্দিষ্ট জায়গায় স্থানীয় লোকজন, প্রশাসন সহ সবাইকে দ্রুত বার্তা পাঠায়।

যেভাবে Bachao App/ বাঁচাও অ্যাপ ব্যবহার করবেন:
• প্রথমে প্লে স্টোর থেকে ডাউনলোড করুন Bachao App/ বাঁচাও অ্যাপ
( এখনো পর্যন্ত অ্যাপ স্টোরে অ্যাপ্লিকেশনটি আসেনি, তবে খুব দ্রুত আসছে ) 

• এরপর অ্যাপ্লিকেশন টা ওপেন করে ফোন নাম্বার দিন এবং ভেরিফিকেশন কোড প্রধান করুন।

• এরপর জরুরী যোগাযোগ স্থাপন করার জন্য আপনার বন্ধু-বান্ধব কিংবা পরিবারের অন্যদের নাম্বার দিয়ে এপসটি ব্যাবহার করুন।


[ অ্যাপসটি ব্যবহার করার জন্য অবশ্যই আপনাকে, আপনার মোবাইলের লোকেশন অন রাখতে হবে। ]

Bachao App/ বাঁচাও অ্যাপ এর সুবিধা:
মাত্র এক ক্লিকে ধর্ষণ কিংবা ইভটিজিং এর হাত থেকে রক্ষা পাওয়ার সুবিধা।
জি! আপনি ঠিকই শুনছেন। এবার একটু বিস্তারিত বলা যাক:
Bachao App/ বাঁচাও অ্যাপস টি মূলত স্থানীয় লোকজন, পরিবার , স্বেচ্ছাসেবক, পুলিশ এবং পিতা-মাতার কাছে ধর্ষণ কিংবা ইভটিজিং এর সতর্ক বার্তা পাঠায়। এটি জিপিএস প্রযুক্তি ব্যবহার করে ভিকটিম এবং আশেপাশের লোকজনের লাইভ অবস্থান রেন্ডার করে এবং ব্যবহারকারীদের মধ্যে টেক্সট বা অডিও যোগাযোগের প্রতিস্থাপন করে।

[ ধর্ষণ কিংবা ইভটিজিং এর সতর্ক বার্তা পাওয়ার সাথে সাথে “বাঁচাও” বাটনে ক্লিক করুন। দয়া করে এটি শুধুমাত্র প্রয়োজনে ব্যবহার করুন। ]


Bachao App/ বাঁচাও অ্যাপ এর খারাপ দিক:
সিস্টেম গত সমস্যা ছাড়া আর কোন সমস্যা নেই বললেই চলে। তবে এগুলো খুবই ছোট, তাই ব্যবহারকারীকে কোন ধরনের বিপাকে ফেলবে না এবং এই সমস্ত bugs/ সমস্যাগুলো প্রতি আপডেটের সঙ্গে দূর হচ্ছে।

Bachao App/ বাঁচাও অ্যাপ এর রেটিং এবং রিভিউ:
বাংলাদেশের প্রেক্ষাপটে এরকম একটি অ্যাপ তৈরি করায়, বেশ প্রশংসা কুড়িয়েছে Bachao.Life Foundation প্রতিষ্ঠানটি। এর জলজ্যান্ত প্রমান হিসেবে, প্লে স্টোরের রেটিং এবং রিভিউ এর দিকে তাকালেই বুঝা যায়। বর্তমানে অ্যাপ্লিকেশনটির রেটিং 4.7/5 এবং ৫০০ এর মত রিভিউ রয়েছে। অ্যাপসটি একদম নতুন হওয়ায় অনেকেই জানেন না, তাই ডাউনলোড এবং রিভিউ এর সংখ্যা তুলনামূলক কম। তবে এই রিভিউ এবং ডাউনলোড এর সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলছে।

Bachao App Download/ বাঁচাও অ্যাপ ডাউনলোড:
অ্যাপ্লিকেশনটি আপনারা বর্তমানে শুধুমাত্র প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন।

[ অ্যাপসটি ডাউনলোড করতে উপরের প্লে স্টোর লেখাটির উপর ক্লিক করুন অথবা প্লে স্টোরে গিয়ে সার্চ করুন “Bachao App” লিখে। ] 


শেষ কথা:
একটা সময় বাংলাদেশের নারীরা বেশ দুর্বল ছিল। কিন্তু সময়ের বিবর্তনে আজ পুরুষের সঙ্গে তাল মিলিয়ে কাজ করে যাচ্ছেন: নারীরা। তবে পুরুষরূপী কিছু জানোয়ারদের কারণে, সুশীল সমাজ দিন দিন নরক এ রূপান্তরিত হচ্ছে। দেশে এখন নারী হয়ে জন্মানোটা যেন অপরাধ। তাই একজন নারী হিসাবে নিজেকে সবসময় সুরক্ষিত রাখুন “বাঁচাও” অ্যাপের সঙ্গে থেকে।
ধন্যবাদ
নবীনতর পূর্বতন