চাকরির খবর দেখার বিশ্বস্ত মাধ্যম! | Kormo Jobs

চাকরির খবর দেখার বিশ্বস্ত মাধ্যম! | Kormo Jobs

বর্তমানে মহামারী করোনা ভাইরাসের প্রভাবে, অনেকেরই চাকরি চলে যাওয়ার ঘটনা হরহামেশাই ঘটছে। পরিবারের মুখে দু'মুঠো ভাত জোগাড় করতে, চাকরীচ্যুত ব্যক্তিরা দেশের বিভিন্ন প্রান্তে ছোটাছুটি করছে, শুধুমাত্র একটি চাকরি পাওয়ার আশায়। চাকরির এই সমস্যা রোধে গুগল বাংলাদেশের পেক্ষাপটে, সর্বপ্রথম ২০২১ সালের জানুয়ারি মাসের ২২ তারিখ রিলিজ করে “Kormo Jobs” নামে একটি অ্যাপস।

এর পরপরই চাকরি হারানো ব্যক্তিদের কাছ থেকে বেশ প্রশংসা কুড়িয়ে নেয় আপসটি।
আজকাল চাকরির খবর দেখার জন্য, যেসব প্রতিষ্ঠান কিংবা অনলাইন পোর্টাল মাধ্যম রয়েছে। তার ভেতর “Kormo Jobs” সবথেকে এগিয়ে এবং বিশ্বস্ত।

Kormo Jobs কি?
এটি একটি প্রাথমিক স্তরের চাকরি খোঁজার বিশ্বস্ত মাধ্যম। যা ব্যবহার করে খুব সহজেই নিকটবর্তী/আশেপাশের চাকরি খুজতে, ব্যবহারকারীদের সহযোগিতা করে। পাশাপাশি “Kormo Jobs” এর মাধ্যমে নিয়োগকারীদের সাথে সাক্ষাতের সময়সূচী নির্ধারণ এবং কয়েক মিনিটের মধ্যে CV তৈরি করা সম্ভব।

Kormo Jobs যেভাবে ব্যবহার করবেন:
• প্রথমে প্লে স্টোর থেকে “Kormo Jobs” এপসটি ডাউনলোড করুন এবং ওপেন করেন।

• এরপর আপনার নির্দিষ্ট জিমেইল একাউন্ট নির্বাচন করুন এবং “Continue” বাটনের উপর ক্লিক করে, “Kormo Jobs” এপসটি ব্যবহার করুন।

[ “Kormo Jobs” এপসটি সম্পূর্ণরূপে ব্যবহার করতে, অবশ্যই সঠিক তথ্য দিয়ে প্রোফাইল সাজিয়ে নিন। ]


Kormo Jobs এর বৈশিষ্ট্য কিংবা সুবিধা:
• Google Verified নিয়োগকারীদের থেকে চাকরি লাভের সুবিধা।

• নির্দিষ্ট চাকরিতে এপ্লাই করার পর, সঠিক টাইম এবং আপডেট দেখার সুবিধা।

• অ্যাপের মাধ্যমে সরাসরি ইন্টারভিউ এবং সিডিউলিং করার সুবিধা।

• আপনার নিকটবর্তী/আশেপাশের নিয়োগকারীদের থেকে চাকরি লাভের সুবিধা।

• চাকরি খোঁজার পাশাপাশি চাকরি সংক্রান্ত বিভিন্ন আর্টিকেল এবং ভিডিও দেখার সুবিধা।

Kormo Jobs এর খারাপ দিক:
অ্যাপসটির খারাপ কোনো দিক, নেই বললেই চলে। তবে অনেক ব্যবহারকারী দাবি করেছেন যে, অ্যাপসটিতে শুধুমাত্র এন্ট্রি লেভেলের চাকরি খোঁজার সুযোগ রয়েছে।

Kormo Jobs ডিজাইন:
ডিজাইনের কথা বলতে গেলে এক কথায় অসাধারণ। একদম সাদামাটা হওয়ার ফলে, যেকোনো বয়সের ব্যক্তিই ব্যবহার করতে পারে। পাশাপাশি আমাদের এটা মাথায় রাখতে হবে যে, অ্যাপসটি ডেভলপ করেছে গুগল। তাহলে বুঝতেই পারছেন অ্যাপসটি ঠিক কতটা “সাদামাটা

Kormo Jobs এর রেটিং এবং রিভিউ:
বর্তমানে অ্যাপসটির প্লে স্টোর রেটিং 4.2/5★ এবং পাবলিক রিভিউ রয়েছে প্রায় সাড়ে তিন লাখেরও বেশি।

Kormo Jobs ডাউনলোড: 
আপনারা “Kormo Jobs” ডাউনলোড করতে পারবেন শুধুমাত্র প্লেস্টোর থেকে। তবে ভবিষ্যতে অ্যাপ স্টোরেও আসার সম্ভাবনা রয়েছে।

শেষ কথা:
চাকরি! নামটির সাথে আমি/আপনি সহ সবাই খুব পরিচিত। চাকরি এমনই একটি জিনিস যে, “পেলেও কান্না ঝরে, চলে গেলেও কান্না ঝরে” এ যেন এক অশরীরী আবির্ভাব।
ব্যক্তিগতভাবে আমি মনে করি, “Kormo Jobs” চাকরি হারানো ব্যক্তিদের পাশে থেকে, অটুট ভূমিকা পালন করবে আগামী দিনগুলোতেও।

ধন্যবাদ সবাইকে
নবীনতর পূর্বতন