করোনা আপডেট যেভাবে দেখবেন!

করোনা আপডেট যেভাবে দেখবেন!

Covid-19 বা মহামারী করোনাভাইরাস দিনদিন প্রকট আকার ধারণ করছে। তার পাশাপাশি সাধারণ নাগরিক ও বেশ সচেতন হচ্ছে। একটা সময় যে সকল সাধারণ নাগরিক, করোনা আপডেট বা করোনার খবর দেখত না। কিন্তু, তারাই আজ সবার আগে করোনা আপডেট দেখার জন্য অস্থির হয়ে পড়ে।

করোনা আপডেট দেখার জন্য বর্তমানে রয়েছে বিভিন্ন প্রকার নিউজ পোর্টাল ওয়েবসাইট এবং টিভি চ্যানেল।
দুর্ভাগ্যবশত: এসব নিউজ পোর্টাল ওয়েবসাইট কিংবা টিভি চ্যানেলগুলোতে, সরাসরি লাইভ করোনা আপডেট দেখার কোন সুযোগ নেই। আর থাকলেও তা শুধুমাত্র নির্দিষ্ট দেশভিত্তিক।

আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব, সারা পৃথিবীতে যতগুলো দেশ করোনা ভাইরাসে আক্রান্ত, এসব দেশের করোনা আপডেট যেভাবে দেখবেন!
তারপূর্বে আপনার কাছে অনুরোধ থাকবে, আপনি যদি এই ওয়েবসাইটে প্রথমবার ভিজিট করে থাকেন। তাহলে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, দয়া করে বিগত দিনের পোস্টগুলোর ভিতর একটু চোখ বুলিয়ে নিন।

তাহলে চলুন শুরু করি!

করোনা আপডেট যেভাবে দেখবেন:
• প্রথমে আপনার ফোনের যেকোনো একটি ব্রাউজার সিলেক্ট করুন এবং এড্রেসবারে টাইপ করুন: worldometers.info (ওয়েবসাইট লিংক)

করোনা আপডেট যেভাবে দেখবেন!


• এরপর ইন্টার প্রেস করুন এবং ওয়েবসাইটে   প্রবেশ করামাত্র 3 লাইনে ক্লিক করে, Coronavirus সিলেক্ট করুন।

করোনা আপডেট যেভাবে দেখবেন!


• এরপর একদম নিচে চলে আসুন এবং সার্চ বক্সে নির্দিষ্ট দেশের নাম লিখে সার্চ করুন।

করোনা আপডেট যেভাবে দেখবেন!

সার্চ করা মাত্রই, আপনার চোখের সামনে ভেসে উঠবে Cases, D€ath, Recovered সহ আরো অনেককিছু।

করোনা আপডেট যেভাবে দেখবেন!


[ এই ওয়েবসাইটের মাধ্যেমে করোনা আপডেট দেখার পাশাপাশি, Worldwide Population Live ও দেখতে পারবেন। ]

ধন্যবাদ সবাইকে
নবীনতর পূর্বতন